Ajker Patrika

সতর্কবার্তা ছাড়াই ভুয়া আইডি স্থগিত করে দেবে টুইটার 

সতর্কবার্তা ছাড়াই ভুয়া আইডি স্থগিত করে দেবে টুইটার 

কোনো ধরনেই পূর্ব সতর্কতা ছাড়াই টুইটারের ভুয়া অ্যাকাউন্ট স্থগিত করে দেওয়া হবে। টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক গতকাল রোববার এই ঘোষণা দিয়েছেন। তাঁর মতে যারা এমন ভুয়া অ্যাকাউন্ট চালায় তাঁরা মিথ্যার আশ্রয় নিয়েছে। তাই এসব অ্যাকাউন্ট কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই বন্ধ করে দেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক টুইটে ইলন মাস্ক জানিয়েছিলেন—এর আগে টুইটার এমন অ্যাকাউন্ট স্থগিত করার আগে সতর্ক করত। তবে যেহেতু টুইটার এখন বড় পরিসরে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাই এখন থেকে আরও কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হবে না।

টুইটারে ব্লু ব্যাজ পেতে চাইলে এখন থেকে অ্যাকাউন্ট ভুয়া হলে চলবে না। এই বিষয়ে ইলন মাস্ক জানিয়েছেন, ‘এটি টুইটারে ব্লু ব্যাজ পাওয়ার ক্ষেত্রে অন্যতম নিশ্চিতকরণ শর্ত হিসেবে বিবেচিত হবে।’ তিনি আরও বলেন, ‘যেকোনো আইডির নাম পরিবর্তনের ফলে সেই আইডির ব্লু ব্যাজ স্ট্যাটাস ক্ষতিগ্রস্ত হতে পারে।’

এরই মধ্যে টুইটার আইফোনের টুইটার অ্যাপের ক্ষেত্রে ব্লু ব্যাজ পাওয়ার জন্য ৮ ডলার ফি নেওয়ার ব্যবস্থা যুক্ত করেছে। টুইটারের নিয়ন্ত্রণ নিজ হাতে নেওয়ার পর এটিই ইলন মাস্কের সবচেয়ে বড় পরিবর্তন। তবে কনটেন্ট মডারেশন নিয়ে এখনো খুব বেশি পরিবর্তন আনেননি। এই বিষয়ে ইলন মাস্ক বলেছেন, ‘কনটেন্ট বিষয়ে এখনো বড় কোনো সিদ্ধান্ত আসেনি। যদি আসে তবে সেটা পর্ষদের পরামর্শ অনুসারেই নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

রাশিয়ার তেল চীনও কেনে, তবে ট্রাম্পের শুল্ক শুধু ভারতের ওপর কেন

খানসামায় দলীয় নেতার মৃত্যুতে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ তুঙ্গে

ভারতের ওপর শুল্ক আরও ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করলেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত