নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিটিসিএল নিয়ে ১৬৪০২ নম্বরে অভিযোগ জানাতে পরামর্শ দিয়েছেন। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ পরামর্শ দেন তিনি।
ফেসবুকে প্রতিমন্ত্রীকে ট্যাগ করে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ইন্টারনেট সেবা নিয়ে সরকারের দুটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তোলেন। দুপুর আড়াইটায় করা ফেসবুক পোস্টে তিনি লেখেন, অফিসে বিটিসিএল এবং বেসরকারি দুটি ইন্টারনেট সংযোগ রয়েছে। সকাল ১১টায় সিটি করপোরেশন বাংলামোটর এলাকার সব ইন্টারনেটের তার কেটে দিয়েছে। অফিস থেকে কয়েক দফা নিকটস্থ বিটিসিএল অফিসে যোগাযোগ করা হয়েছে। প্রথমবার বলা হয়, তার কাটা সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। ঘণ্টাখানেক পর আবার যোগাযোগ করলে বলেন, লোক পাঠাচ্ছেন। দুই ঘণ্টা পর আবার যোগাযোগ করা হলে, জানানো হয়, আজ লাইন ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। সকাল থেকে মডেম কানেক্ট করে অফিস চালানোর চেষ্টা করছেন। কিন্তু ইন্টারনেট ভীষণ ধীরগতির। তিনি প্রশ্ন রাখেন, এত সমন্বয়হীনতা কেন? সিটি করপোরেশন এবং বিটিসিএল দুটিই তো সরকারি প্রতিষ্ঠান। প্রতিমন্ত্রীকে ট্যাগ করে তিনি লেখেন, ‘আজ অফিস চালাব কীভাবে ভাইয়া?’
জবাবে প্রতিমন্ত্রী লেখেন, ‘টেকিং অ্যাকশন।’ এরপর প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান অভিযোগকারী।
সেই পোস্টে প্রতিমন্ত্রী বিটিসিএল কলসেন্টারের ১৬৪০২ নম্বরে অভিযোগ দেওয়ার আহ্বান জানান। বিটিসিএলের কোনো গ্রাহক যাতে হয়রানি কিংবা সরকারি এই পরিষেবা পেতে বিড়ম্বনার শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্কও করেন তিনি।
এ নিয়ে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্নয়নকাজ চলাকালীন কিংবা অন্য যে কোনো কারণে বিটিসিএলের টেলিফোন অথবা ইন্টারনেট সেবা বিঘ্নিত হলে গ্রাহকদের তাৎক্ষণিক যোগাযোগ করার জন অনুরোধ করা যাচ্ছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিটিসিএল নিয়ে ১৬৪০২ নম্বরে অভিযোগ জানাতে পরামর্শ দিয়েছেন। আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ পরামর্শ দেন তিনি।
ফেসবুকে প্রতিমন্ত্রীকে ট্যাগ করে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ইন্টারনেট সেবা নিয়ে সরকারের দুটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তোলেন। দুপুর আড়াইটায় করা ফেসবুক পোস্টে তিনি লেখেন, অফিসে বিটিসিএল এবং বেসরকারি দুটি ইন্টারনেট সংযোগ রয়েছে। সকাল ১১টায় সিটি করপোরেশন বাংলামোটর এলাকার সব ইন্টারনেটের তার কেটে দিয়েছে। অফিস থেকে কয়েক দফা নিকটস্থ বিটিসিএল অফিসে যোগাযোগ করা হয়েছে। প্রথমবার বলা হয়, তার কাটা সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। ঘণ্টাখানেক পর আবার যোগাযোগ করলে বলেন, লোক পাঠাচ্ছেন। দুই ঘণ্টা পর আবার যোগাযোগ করা হলে, জানানো হয়, আজ লাইন ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। সকাল থেকে মডেম কানেক্ট করে অফিস চালানোর চেষ্টা করছেন। কিন্তু ইন্টারনেট ভীষণ ধীরগতির। তিনি প্রশ্ন রাখেন, এত সমন্বয়হীনতা কেন? সিটি করপোরেশন এবং বিটিসিএল দুটিই তো সরকারি প্রতিষ্ঠান। প্রতিমন্ত্রীকে ট্যাগ করে তিনি লেখেন, ‘আজ অফিস চালাব কীভাবে ভাইয়া?’
জবাবে প্রতিমন্ত্রী লেখেন, ‘টেকিং অ্যাকশন।’ এরপর প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান অভিযোগকারী।
সেই পোস্টে প্রতিমন্ত্রী বিটিসিএল কলসেন্টারের ১৬৪০২ নম্বরে অভিযোগ দেওয়ার আহ্বান জানান। বিটিসিএলের কোনো গ্রাহক যাতে হয়রানি কিংবা সরকারি এই পরিষেবা পেতে বিড়ম্বনার শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্কও করেন তিনি।
এ নিয়ে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্নয়নকাজ চলাকালীন কিংবা অন্য যে কোনো কারণে বিটিসিএলের টেলিফোন অথবা ইন্টারনেট সেবা বিঘ্নিত হলে গ্রাহকদের তাৎক্ষণিক যোগাযোগ করার জন অনুরোধ করা যাচ্ছে।
এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
১ দিন আগেজনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানিয়ে বলেছেন
১ দিন আগেনিউইয়র্কের টম্পকিনস স্কয়ার পার্কে সম্প্রতি এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল। এর শিরোনাম দেওয়া হয়েছিল ‘ডিলিট ডে’। তরুণ প্রজন্ম; বিশেষ করে জেন-জিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, নিজেদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে মুক্তি নেওয়া।
১ দিন আগে