প্রযুক্তি ডেস্ক, ঢাকা
জ্যাম ঠেলে অনেকটা সময় ব্যয় করে বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটার দিন শেষ এখন। ফলে সময় বেঁচেছে অনেকখানি। এখন হাতের মুঠোয় ধরা মোবাইল ফোন দিয়ে যেকোনো জায়গা থেকে বাসের টিকিট কাটা যায়। এর জন্য আছে একাধিক ওয়েবসাইট ও অ্যাপ।
বাস খুঁজুন
এটি একটি ওয়েবসাইট। কোন বাস কখন কোন জায়গা থেকে ছাড়বে, কিংবা কখন গন্তব্যে পৌঁছাবে—সব তথ্যই মিলবে এই ওয়েবসাইটে। সঙ্গে থাকছে দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন কাউন্টারের ফোন নম্বর, রুট নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি।
এসি, নন এসি, স্লিপিং চেয়ার, বিজনেস ক্লাসসহ প্রায় সব ধরনের বাসের পূর্ণাঙ্গ সময়সূচি তৈরি করেছে ‘বাস খুঁজুন’ ওয়েবসাইটটি। এ ছাড়া পছন্দের গন্তব্য নির্বাচন করে নির্দিষ্ট বাস খুঁজে নিতে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল ফোন ও ই-মেইলের মাধ্যমে বাস খুঁজুনের সঙ্গে যুক্ত থাকার ব্যবস্থা আছে। বাস খোঁজার পাশাপাশি এই ওয়েবসাইটে বাসবিষয়ক সব খবরাখবরও পাওয়া যাবে।
‘বাস খুঁজুন’ থেকে সেবা পেতে যেকোনো ব্রাউজার থেকে বাস খুঁজুন ডট কম যেতে হবে। সার্চ অপশন থেকে রুট নির্বাচন করে বাসের নির্দিষ্ট ক্যাটাগরির মাধ্যমে সার্চ করে বিভিন্ন বাসের তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ওয়েবসাইটে নির্দিষ্ট বাসের নাম লিখেও খোঁজার ব্যবস্থা আছে। তবে কিছু বহুল পরিচিত বাসের তথ্য ওয়েবসাইটের মূল পাতায় দেওয়া থাকে। ক্লিক করলে ওই সব প্রতিষ্ঠানের সব বাসের তথ্য পাওয়া যাবে মুহূর্তেই। ওয়েবসাইটটিতে আরও আছে রেজিস্ট্রেশন ও লগইন করে অংশ নেওয়ার ব্যবস্থা। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভালো সেবা দেওয়াই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
গুগল ম্যাপ
গুগল ম্যাপের মাধ্যমেও জানা যাবে সব রুটের বাসের খবরাখবর। এ জন্য মোবাইলে ইনস্টল করা গুগল ম্যাপ অ্যাপে ঢুকতে হবে। সার্চ অপশনে প্রত্যাশিত গন্তব্যস্থল লিখে ‘ডিরেকশন’-এ ক্লিক করতে হবে। এরপর ‘ট্রানজিট’-এ ক্লিক করলে সব ধরনের বাসের তথ্য চলে আসবে।
বাস খোঁজার ক্ষেত্রে ম্যাপে নিজের পছন্দের সময় নির্দিষ্ট করে সেট করলে বাস খুঁজে পেতে সহজ হবে। এ ছাড়া কোন রুটে চলাচল করলে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানো যাবে বা কোন রুটে কম হাঁটতে হবে—এ বিষয়ে তথ্য পাওয়া যাবে রুট অপশনে।
সহজ ডট কম
সহজ ডট কম বা সহজ অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো, এখান থেকে পছন্দমতো গন্তব্য ঠিক করে টিকিট কেনার ব্যবস্থা আছে। সহজের ওয়েবসাইট বা অ্যাপে ঢুকে কোন জায়গা থেকে কবে কোথায় যাবেন, তা সিলেক্ট করে নির্দিষ্ট বাসের নির্দিষ্ট সিট বুক করা সম্ভব। এতে সময় এবং কাউন্টারে যাওয়ার অতিরিক্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। আর পেমেন্টের জন্য কাউন্টারের ঝক্কি দূর করবে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সিস্টেম।
জ্যাম ঠেলে অনেকটা সময় ব্যয় করে বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটার দিন শেষ এখন। ফলে সময় বেঁচেছে অনেকখানি। এখন হাতের মুঠোয় ধরা মোবাইল ফোন দিয়ে যেকোনো জায়গা থেকে বাসের টিকিট কাটা যায়। এর জন্য আছে একাধিক ওয়েবসাইট ও অ্যাপ।
বাস খুঁজুন
এটি একটি ওয়েবসাইট। কোন বাস কখন কোন জায়গা থেকে ছাড়বে, কিংবা কখন গন্তব্যে পৌঁছাবে—সব তথ্যই মিলবে এই ওয়েবসাইটে। সঙ্গে থাকছে দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন কাউন্টারের ফোন নম্বর, রুট নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি।
এসি, নন এসি, স্লিপিং চেয়ার, বিজনেস ক্লাসসহ প্রায় সব ধরনের বাসের পূর্ণাঙ্গ সময়সূচি তৈরি করেছে ‘বাস খুঁজুন’ ওয়েবসাইটটি। এ ছাড়া পছন্দের গন্তব্য নির্বাচন করে নির্দিষ্ট বাস খুঁজে নিতে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল ফোন ও ই-মেইলের মাধ্যমে বাস খুঁজুনের সঙ্গে যুক্ত থাকার ব্যবস্থা আছে। বাস খোঁজার পাশাপাশি এই ওয়েবসাইটে বাসবিষয়ক সব খবরাখবরও পাওয়া যাবে।
‘বাস খুঁজুন’ থেকে সেবা পেতে যেকোনো ব্রাউজার থেকে বাস খুঁজুন ডট কম যেতে হবে। সার্চ অপশন থেকে রুট নির্বাচন করে বাসের নির্দিষ্ট ক্যাটাগরির মাধ্যমে সার্চ করে বিভিন্ন বাসের তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ওয়েবসাইটে নির্দিষ্ট বাসের নাম লিখেও খোঁজার ব্যবস্থা আছে। তবে কিছু বহুল পরিচিত বাসের তথ্য ওয়েবসাইটের মূল পাতায় দেওয়া থাকে। ক্লিক করলে ওই সব প্রতিষ্ঠানের সব বাসের তথ্য পাওয়া যাবে মুহূর্তেই। ওয়েবসাইটটিতে আরও আছে রেজিস্ট্রেশন ও লগইন করে অংশ নেওয়ার ব্যবস্থা। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভালো সেবা দেওয়াই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
গুগল ম্যাপ
গুগল ম্যাপের মাধ্যমেও জানা যাবে সব রুটের বাসের খবরাখবর। এ জন্য মোবাইলে ইনস্টল করা গুগল ম্যাপ অ্যাপে ঢুকতে হবে। সার্চ অপশনে প্রত্যাশিত গন্তব্যস্থল লিখে ‘ডিরেকশন’-এ ক্লিক করতে হবে। এরপর ‘ট্রানজিট’-এ ক্লিক করলে সব ধরনের বাসের তথ্য চলে আসবে।
বাস খোঁজার ক্ষেত্রে ম্যাপে নিজের পছন্দের সময় নির্দিষ্ট করে সেট করলে বাস খুঁজে পেতে সহজ হবে। এ ছাড়া কোন রুটে চলাচল করলে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানো যাবে বা কোন রুটে কম হাঁটতে হবে—এ বিষয়ে তথ্য পাওয়া যাবে রুট অপশনে।
সহজ ডট কম
সহজ ডট কম বা সহজ অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো, এখান থেকে পছন্দমতো গন্তব্য ঠিক করে টিকিট কেনার ব্যবস্থা আছে। সহজের ওয়েবসাইট বা অ্যাপে ঢুকে কোন জায়গা থেকে কবে কোথায় যাবেন, তা সিলেক্ট করে নির্দিষ্ট বাসের নির্দিষ্ট সিট বুক করা সম্ভব। এতে সময় এবং কাউন্টারে যাওয়ার অতিরিক্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। আর পেমেন্টের জন্য কাউন্টারের ঝক্কি দূর করবে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সিস্টেম।
গতানুগতিক চাকরি কখনো আমাকে টানেনি। ছোটবেলায় জাপানে থাকার সময় কমিকসের প্রতি আগ্রহ তৈরি হয়। এরপর যখন দেখলাম কার্টুন ও কমিকস থেকে ইনকাম করতে পারি, তখন মনে হলো, এটি আমার জায়গা। সিদ্ধান্ত নিলাম এ পথে এগিয়ে যাব। আর পেছনে তাকাতে হয়নি।
১৮ ঘণ্টা আগেবিশ্বজুড়ে লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবকে কেন্দ্র করেই গড়ে তুলেছেন নিজেদের ক্যারিয়ার। অনেকে ইউটিউব থেকে আয় করে কোটি কোটি ডলারের সাম্রাজ্যও গড়ে তুলেছেন। তবে আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশের কনটেন্ট নির্মাতারা ভালো মানের ভিডিও তৈরি করলেও, একই পরিমাণ ভিউ পেয়ে ইউরোপ, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের
১৮ ঘণ্টা আগেবিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। চিকিৎসা, শিক্ষা, শিল্প ও সেবা খাতের পর এবার খাদ্যশিল্পেও যুক্ত হচ্ছে এ প্রযুক্তি। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত রেস্তোরাঁ ‘উহু’। সেখানে
১৮ ঘণ্টা আগেযদি ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা চুক্তির কোনো চাকরির প্রস্তাব পান, কী করবেন? বেশির ভাগ মানুষ মুহূর্তে সেই সুযোগ লুফে নেবেন। আর সেটি যদি হয় টেক জায়ান্ট প্রতিষ্ঠান মেটা, তাহলে এ নিয়ে দ্বিতীয়বার ভাবার হয়তো কোনো কারণ নেই।
১৮ ঘণ্টা আগে