প্রযুক্তি ডেস্ক, ঢাকা
জ্যাম ঠেলে অনেকটা সময় ব্যয় করে বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটার দিন শেষ এখন। ফলে সময় বেঁচেছে অনেকখানি। এখন হাতের মুঠোয় ধরা মোবাইল ফোন দিয়ে যেকোনো জায়গা থেকে বাসের টিকিট কাটা যায়। এর জন্য আছে একাধিক ওয়েবসাইট ও অ্যাপ।
বাস খুঁজুন
এটি একটি ওয়েবসাইট। কোন বাস কখন কোন জায়গা থেকে ছাড়বে, কিংবা কখন গন্তব্যে পৌঁছাবে—সব তথ্যই মিলবে এই ওয়েবসাইটে। সঙ্গে থাকছে দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন কাউন্টারের ফোন নম্বর, রুট নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি।
এসি, নন এসি, স্লিপিং চেয়ার, বিজনেস ক্লাসসহ প্রায় সব ধরনের বাসের পূর্ণাঙ্গ সময়সূচি তৈরি করেছে ‘বাস খুঁজুন’ ওয়েবসাইটটি। এ ছাড়া পছন্দের গন্তব্য নির্বাচন করে নির্দিষ্ট বাস খুঁজে নিতে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল ফোন ও ই-মেইলের মাধ্যমে বাস খুঁজুনের সঙ্গে যুক্ত থাকার ব্যবস্থা আছে। বাস খোঁজার পাশাপাশি এই ওয়েবসাইটে বাসবিষয়ক সব খবরাখবরও পাওয়া যাবে।
‘বাস খুঁজুন’ থেকে সেবা পেতে যেকোনো ব্রাউজার থেকে বাস খুঁজুন ডট কম যেতে হবে। সার্চ অপশন থেকে রুট নির্বাচন করে বাসের নির্দিষ্ট ক্যাটাগরির মাধ্যমে সার্চ করে বিভিন্ন বাসের তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ওয়েবসাইটে নির্দিষ্ট বাসের নাম লিখেও খোঁজার ব্যবস্থা আছে। তবে কিছু বহুল পরিচিত বাসের তথ্য ওয়েবসাইটের মূল পাতায় দেওয়া থাকে। ক্লিক করলে ওই সব প্রতিষ্ঠানের সব বাসের তথ্য পাওয়া যাবে মুহূর্তেই। ওয়েবসাইটটিতে আরও আছে রেজিস্ট্রেশন ও লগইন করে অংশ নেওয়ার ব্যবস্থা। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভালো সেবা দেওয়াই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
গুগল ম্যাপ
গুগল ম্যাপের মাধ্যমেও জানা যাবে সব রুটের বাসের খবরাখবর। এ জন্য মোবাইলে ইনস্টল করা গুগল ম্যাপ অ্যাপে ঢুকতে হবে। সার্চ অপশনে প্রত্যাশিত গন্তব্যস্থল লিখে ‘ডিরেকশন’-এ ক্লিক করতে হবে। এরপর ‘ট্রানজিট’-এ ক্লিক করলে সব ধরনের বাসের তথ্য চলে আসবে।
বাস খোঁজার ক্ষেত্রে ম্যাপে নিজের পছন্দের সময় নির্দিষ্ট করে সেট করলে বাস খুঁজে পেতে সহজ হবে। এ ছাড়া কোন রুটে চলাচল করলে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানো যাবে বা কোন রুটে কম হাঁটতে হবে—এ বিষয়ে তথ্য পাওয়া যাবে রুট অপশনে।
সহজ ডট কম
সহজ ডট কম বা সহজ অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো, এখান থেকে পছন্দমতো গন্তব্য ঠিক করে টিকিট কেনার ব্যবস্থা আছে। সহজের ওয়েবসাইট বা অ্যাপে ঢুকে কোন জায়গা থেকে কবে কোথায় যাবেন, তা সিলেক্ট করে নির্দিষ্ট বাসের নির্দিষ্ট সিট বুক করা সম্ভব। এতে সময় এবং কাউন্টারে যাওয়ার অতিরিক্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। আর পেমেন্টের জন্য কাউন্টারের ঝক্কি দূর করবে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সিস্টেম।
জ্যাম ঠেলে অনেকটা সময় ব্যয় করে বাস কাউন্টারে গিয়ে টিকিট কাটার দিন শেষ এখন। ফলে সময় বেঁচেছে অনেকখানি। এখন হাতের মুঠোয় ধরা মোবাইল ফোন দিয়ে যেকোনো জায়গা থেকে বাসের টিকিট কাটা যায়। এর জন্য আছে একাধিক ওয়েবসাইট ও অ্যাপ।
বাস খুঁজুন
এটি একটি ওয়েবসাইট। কোন বাস কখন কোন জায়গা থেকে ছাড়বে, কিংবা কখন গন্তব্যে পৌঁছাবে—সব তথ্যই মিলবে এই ওয়েবসাইটে। সঙ্গে থাকছে দেশজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন কাউন্টারের ফোন নম্বর, রুট নম্বরসহ প্রয়োজনীয় তথ্যাদি।
এসি, নন এসি, স্লিপিং চেয়ার, বিজনেস ক্লাসসহ প্রায় সব ধরনের বাসের পূর্ণাঙ্গ সময়সূচি তৈরি করেছে ‘বাস খুঁজুন’ ওয়েবসাইটটি। এ ছাড়া পছন্দের গন্তব্য নির্বাচন করে নির্দিষ্ট বাস খুঁজে নিতে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। সার্বক্ষণিক যোগাযোগের জন্য মোবাইল ফোন ও ই-মেইলের মাধ্যমে বাস খুঁজুনের সঙ্গে যুক্ত থাকার ব্যবস্থা আছে। বাস খোঁজার পাশাপাশি এই ওয়েবসাইটে বাসবিষয়ক সব খবরাখবরও পাওয়া যাবে।
‘বাস খুঁজুন’ থেকে সেবা পেতে যেকোনো ব্রাউজার থেকে বাস খুঁজুন ডট কম যেতে হবে। সার্চ অপশন থেকে রুট নির্বাচন করে বাসের নির্দিষ্ট ক্যাটাগরির মাধ্যমে সার্চ করে বিভিন্ন বাসের তথ্য পাওয়া যাবে। এ ছাড়া ওয়েবসাইটে নির্দিষ্ট বাসের নাম লিখেও খোঁজার ব্যবস্থা আছে। তবে কিছু বহুল পরিচিত বাসের তথ্য ওয়েবসাইটের মূল পাতায় দেওয়া থাকে। ক্লিক করলে ওই সব প্রতিষ্ঠানের সব বাসের তথ্য পাওয়া যাবে মুহূর্তেই। ওয়েবসাইটটিতে আরও আছে রেজিস্ট্রেশন ও লগইন করে অংশ নেওয়ার ব্যবস্থা। প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে ভালো সেবা দেওয়াই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
গুগল ম্যাপ
গুগল ম্যাপের মাধ্যমেও জানা যাবে সব রুটের বাসের খবরাখবর। এ জন্য মোবাইলে ইনস্টল করা গুগল ম্যাপ অ্যাপে ঢুকতে হবে। সার্চ অপশনে প্রত্যাশিত গন্তব্যস্থল লিখে ‘ডিরেকশন’-এ ক্লিক করতে হবে। এরপর ‘ট্রানজিট’-এ ক্লিক করলে সব ধরনের বাসের তথ্য চলে আসবে।
বাস খোঁজার ক্ষেত্রে ম্যাপে নিজের পছন্দের সময় নির্দিষ্ট করে সেট করলে বাস খুঁজে পেতে সহজ হবে। এ ছাড়া কোন রুটে চলাচল করলে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছানো যাবে বা কোন রুটে কম হাঁটতে হবে—এ বিষয়ে তথ্য পাওয়া যাবে রুট অপশনে।
সহজ ডট কম
সহজ ডট কম বা সহজ অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো, এখান থেকে পছন্দমতো গন্তব্য ঠিক করে টিকিট কেনার ব্যবস্থা আছে। সহজের ওয়েবসাইট বা অ্যাপে ঢুকে কোন জায়গা থেকে কবে কোথায় যাবেন, তা সিলেক্ট করে নির্দিষ্ট বাসের নির্দিষ্ট সিট বুক করা সম্ভব। এতে সময় এবং কাউন্টারে যাওয়ার অতিরিক্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। আর পেমেন্টের জন্য কাউন্টারের ঝক্কি দূর করবে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সিস্টেম।
বর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
১ ঘণ্টা আগেবন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৯ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
২০ ঘণ্টা আগে