Ajker Patrika

বুকের এক্স–রে দেখেই হৃদ্‌রোগের পূর্বাভাস দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রযুক্তি ডেস্ক
বুকের এক্স–রে দেখেই হৃদ্‌রোগের পূর্বাভাস দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

এক্স-রে বিশ্লেষণ করে হৃদ্‌রোগের পূর্বাভাস দেবে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের গবেষকদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। হৃদ্‌রোগের ঝুঁকি আছে কিন্তু কোনো প্রতিরোধমূলক চিকিৎসা গ্রহণ করছেন না—এমন ব্যক্তিদের ওপর মডেলটি ব্যবহার করলে সুফল পাওয়া যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

বিবিসি সায়েন্স ফোকাসের এক প্রতিবেদনে জানা যায়, মডেলটি হৃদ্‌রোগের ঝুঁকিতে থাকা ব্যক্তির বুকের এক্স-রে বিশ্লেষণ করে পরবর্তী ১০ বছরের মধ্যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে কি না—তা ভবিষ্যদ্বাণী করতে পারে। 

প্রোস্টেট, ফুসফুস, কোলোরেক্টাল এবং জরায়ু ক্যানসার স্ক্রিনিং ট্রায়ালে ৫০ হাজারেরও বেশি রোগীর ১ লাখ ৫০ হাজার এক্স-রে তথ্য ব্যবহার করে CXR-CVD নামে এআইকে প্রশিক্ষণ দিয়েছে গবেষক দলটি। ট্রায়ালটি পরিচালনা করে ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। 

হৃদ্‌রোগের বেশি ঝুঁকিতে থাকা রোগীদের সাধারণত ‘স্ট্যাটিন’ ওষুধটি সেবনের পরামর্শ দেন চিকিৎসকেরা। ওষুধটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ধমনির প্রাচীরের ভেতরের অংশকে রক্ষা করে। তবে যেহেতু হৃদ্‌রোগের লক্ষণ সাধারণত আগেভাগে প্রকাশ পায় না, ফলে এই ওষুধে উপকৃত হওয়া থেকে বঞ্চিত হচ্ছেন অনেক রোগী। 

স্ট্যাটিন থেরাপির উপযুক্ত এবং যারা যুক্তরাজ্যের মাস জেনারেল ব্রিগহাম হাসপাতালে নিয়মিত এক্স-রে করিয়েছেন এমন ১১ হাজারেরও বেশি রোগীর তথ্য সরবরাহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলটির কার্যকারিতা পরীক্ষা করা হয়। এই রোগীদের গড় বয়স ছিল ৬০ বছর। 

এতে দেখা যায়, প্রায় ১০ শতাংশ রোগী প্রথম এক্স-রে করার পরবর্তী ১০ বছরের মধ্যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো বড় সমস্যায় আক্রান্ত হয়েছেন। CXR-CVD এআই মডেলটি সফলভাবে ৬৫ শতাংশ রোগীর হৃদ্‌রোগের এই ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হয়েছে। 

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ডা. জ্যাকব ওয়েইস বলেন, ‘এক্স-রে সাধারণত ডায়াগনস্টিক ফলাফলের বাইরেও গুরুত্বপূর্ণ তথ্য গ্রহণ করে থাকে। কিন্তু কোনো শক্তিশালী এবং নির্ভরযোগ্য পদ্ধতি না থাকায় আমরা এ তথ্য আগে ব্যবহার করতে পারিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে এখন এটি সম্ভব হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত