বিশ্বব্যাপী চ্যাটজিপিটি, কোপাইলট এবং ডিপসিক নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। এসব আলোচনার মধ্যে অনেকেরই মনে কতে পারেন যে, এআই প্রযুক্তির নেতৃত্বে শুধু যুক্তরাষ্ট্র এবং চীন এগিয়ে রয়েছে। তবে এমনটা ভাবলে ভুল হবে। কারণ এখন নজর কাড়ছে ইউরোপের বেশ কিছু বিকল্প এআই প্ল্যাটফর্ম। এরই মধ্যে, ফ্রান্সের এআই চ্যাটবট ‘লে চ্যাট’–এর নতুন একটি আপডেট এসেছে। চ্যাটজিপিটির চেয়ে ১৩ গুণ দ্রুত গতিতে কাজ করে এবং আরও বিস্তারিত তথ্য দিতে পারে এই মডেলটি।
জার্মানির এআই মডেল ‘ব্ল্যাক ফরেস্ট ল্যাবস’ এর ওপর ভিত্তি করে একটি ছবি তৈরি ফিচার যুক্ত করা হয়েছে এই চ্যাটবটে। এটি ফ্রান্স-জার্মানির সহযোগিতার একটি উৎকৃষ্ট উদাহরণ।
লে চ্যাট–এর নির্মাতা মিস্ট্রাল জানাচ্ছে, এই চ্যাটবটটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন এআই, যা প্রতি সেকেন্ডে ১ হাজার ১০০ টোকেন তৈরি করতে পারে। এটি চ্যাটজিপিটির-এর ৮৫ টোকেনের চেয়ে প্রায় ১৩ গুণ দ্রুত।
এই চ্যাটবটটি শুধু দ্রুত সাড়া দেয় না, বরং এটি বিভিন্ন উৎস থেকে গভীর জ্ঞান আহরণ করে আরও কার্যকরী উত্তর দিতে পারে। এ ছাড়া, লে চ্যাট বর্তমানে বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারে।
লে–চ্যাট অ্যাপটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এটি অ্যান্ড্রয়েড ও আইওএসে ব্যবহার করা যায়। তবে ব্রাউজার থেকে সরাসরি এআই টুলটি ব্যবহার করা যাবে।
তবে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেখানে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ব্যবহার পর রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীতে আরও বেশি ও ভালো ফিচার পেতে তবে মাসে ১৪ দশমিক ৯৯ ডলারের সাবস্ক্রিপশন কিনতে হতে পারে।
সব মিলিয়ে, ইউরোপীয় চ্যাটবটটি ব্যবহারকারীদের মধ্যে একটি ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দ্রুত ও সঠিক প্রতিক্রিয়া প্রদান করা ছাড়াও, এটি জটিল বিষয়গুলোকেও সহজে ব্যাখ্যা করতে পারে। লে চ্যাট শিগগিরই বর্তমান শীর্ষ চ্যাটবটগুলোর বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠতে পারে।
মিস্ট্রাল কোম্পানির বর্তমান বাজারমূল্য ৫ দশমিক ৭ বিলিয়ন ইউরো (প্রায় ৬ বিলিয়ন ডলার) হলেও এটি ওপেনএআই–এর মতো প্রতিষ্ঠিত কোম্পানির চেয়ে অনেক কম। বর্তমানে চ্যাটজিপিটির প্রায় ২০০ মিলিয়ন সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
তথ্যসূত্র: পিসি ম্যাগ
বিশ্বব্যাপী চ্যাটজিপিটি, কোপাইলট এবং ডিপসিক নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। এসব আলোচনার মধ্যে অনেকেরই মনে কতে পারেন যে, এআই প্রযুক্তির নেতৃত্বে শুধু যুক্তরাষ্ট্র এবং চীন এগিয়ে রয়েছে। তবে এমনটা ভাবলে ভুল হবে। কারণ এখন নজর কাড়ছে ইউরোপের বেশ কিছু বিকল্প এআই প্ল্যাটফর্ম। এরই মধ্যে, ফ্রান্সের এআই চ্যাটবট ‘লে চ্যাট’–এর নতুন একটি আপডেট এসেছে। চ্যাটজিপিটির চেয়ে ১৩ গুণ দ্রুত গতিতে কাজ করে এবং আরও বিস্তারিত তথ্য দিতে পারে এই মডেলটি।
জার্মানির এআই মডেল ‘ব্ল্যাক ফরেস্ট ল্যাবস’ এর ওপর ভিত্তি করে একটি ছবি তৈরি ফিচার যুক্ত করা হয়েছে এই চ্যাটবটে। এটি ফ্রান্স-জার্মানির সহযোগিতার একটি উৎকৃষ্ট উদাহরণ।
লে চ্যাট–এর নির্মাতা মিস্ট্রাল জানাচ্ছে, এই চ্যাটবটটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন এআই, যা প্রতি সেকেন্ডে ১ হাজার ১০০ টোকেন তৈরি করতে পারে। এটি চ্যাটজিপিটির-এর ৮৫ টোকেনের চেয়ে প্রায় ১৩ গুণ দ্রুত।
এই চ্যাটবটটি শুধু দ্রুত সাড়া দেয় না, বরং এটি বিভিন্ন উৎস থেকে গভীর জ্ঞান আহরণ করে আরও কার্যকরী উত্তর দিতে পারে। এ ছাড়া, লে চ্যাট বর্তমানে বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারে।
লে–চ্যাট অ্যাপটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এটি অ্যান্ড্রয়েড ও আইওএসে ব্যবহার করা যায়। তবে ব্রাউজার থেকে সরাসরি এআই টুলটি ব্যবহার করা যাবে।
তবে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেখানে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ব্যবহার পর রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীতে আরও বেশি ও ভালো ফিচার পেতে তবে মাসে ১৪ দশমিক ৯৯ ডলারের সাবস্ক্রিপশন কিনতে হতে পারে।
সব মিলিয়ে, ইউরোপীয় চ্যাটবটটি ব্যবহারকারীদের মধ্যে একটি ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দ্রুত ও সঠিক প্রতিক্রিয়া প্রদান করা ছাড়াও, এটি জটিল বিষয়গুলোকেও সহজে ব্যাখ্যা করতে পারে। লে চ্যাট শিগগিরই বর্তমান শীর্ষ চ্যাটবটগুলোর বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠতে পারে।
মিস্ট্রাল কোম্পানির বর্তমান বাজারমূল্য ৫ দশমিক ৭ বিলিয়ন ইউরো (প্রায় ৬ বিলিয়ন ডলার) হলেও এটি ওপেনএআই–এর মতো প্রতিষ্ঠিত কোম্পানির চেয়ে অনেক কম। বর্তমানে চ্যাটজিপিটির প্রায় ২০০ মিলিয়ন সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
তথ্যসূত্র: পিসি ম্যাগ
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৬ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে