অনলাইন ডেস্ক
ভারতে নারী গেমারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়লেও কম্পিউটার গেম ডেভেলপমেন্ট ও নেতৃত্বের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখনো সীমিত। অল ইন্ডিয়া গেম ডেভেলপার্স ফোরাম (এআইজিডিএফ), কোরাল রিক্রুট ও এম-লিগের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গেমারদের মধ্যে ৪৪ শতাংশই নারী। তবে গেম ডেভেলপার হিসেবে তাদের উপস্থিতি মাত্র ১২-১৪ শতাংশ। আর টেকনিক্যাল কাজে নারীর উপস্থিতি আরও কম, মাত্র ৬-৯ শতাংশ এবং নেতৃত্বমূলক পদে তাদের অংশগ্রহণ ১০ শতাংশেরও নিচে।
উইমেন ইন গেমস বলেছে, গেমিংয়ে নারীরা একটি উদীয়মান শক্তি হিসেবে বিকাশ পাচ্ছে, যা ঐতিহ্যগতভাবে পুরুষদের দখলে ছিল। ভারতে এখন ৪৪ শতাংশ গেমারই নারী। অর্থাৎ, দেশটিতে ২৬০ মিলিয়ন বা ২৬ কোটিরও বেশি নারী গেমার রয়েছে। তবে এই অগ্রগতির পরেও গেমিং শিল্পে নারীর উপস্থিতি, বিশেষ করে নির্মাতা, ডেভেলপার এবং নেতৃত্বের পদে সীমিত।
মোবাইল প্রিমিয়ার লিগ (এমপিএল) সিইও নামরথা স্বামী বলেন, ‘গেমিং শিল্পে অগ্রগতির বিশাল সম্ভাবনা রয়েছে এবং এর উন্নয়নে নারীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নারীদের অন্তর্ভুক্ত করে আমরা শুধু নারীদের উপকার করি না, বরং পুরো শিল্পটাকেই সমৃদ্ধ করি। মেবল অ্যাডিসের (বিশ্বের প্রথম নারী ডেভেলপার) উত্তরাধিকার আমাদের স্মরণ করিয়ে দেয় যে, গেমিংয়ের ভবিষ্যৎ শুধু খেলোয়াড় হিসেবে নয়, সিদ্ধান্ত গ্রহণকারী, ডিজাইনার এবং বিপ্লবী হিসেবে নারীর প্রয়োজন। এটি আমাদের জন্য বিশেষ মুহূর্ত, যখন আমরা সীমানা ভাঙতে পারি এবং কম প্রতিনিধিত্বের চক্র ভাঙতে পারি।’
রিপোর্টটি এই লিঙ্গবৈষম্য মোকাবিলা করার জন্য কিছু সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে শক্তিশালী এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত) শিক্ষা প্রচারের ওপর জোর দেওয়া, অন্তর্ভুক্তিমূলক নিয়োগনীতির বাস্তবায়ন এবং মেন্টরশিপ ও নেতৃত্ব প্রশিক্ষণ প্রদানের পরামর্শ। এ ছাড়া, প্রতিবেদনটি লিঙ্গবৈচিত্র্যের ব্যবসায়িক সুবিধাগুলো তুলে ধরেছে এবং জানিয়ে দিয়েছে যে, বৈচিত্র্যময় দলগুলো আর্থিক ও কৌশলগতভাবে সাধারণত ভালো পারফর্ম করে থাকে।
তথ্যসূত্র: এনডিটিভি
ভারতে নারী গেমারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়লেও কম্পিউটার গেম ডেভেলপমেন্ট ও নেতৃত্বের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ এখনো সীমিত। অল ইন্ডিয়া গেম ডেভেলপার্স ফোরাম (এআইজিডিএফ), কোরাল রিক্রুট ও এম-লিগের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গেমারদের মধ্যে ৪৪ শতাংশই নারী। তবে গেম ডেভেলপার হিসেবে তাদের উপস্থিতি মাত্র ১২-১৪ শতাংশ। আর টেকনিক্যাল কাজে নারীর উপস্থিতি আরও কম, মাত্র ৬-৯ শতাংশ এবং নেতৃত্বমূলক পদে তাদের অংশগ্রহণ ১০ শতাংশেরও নিচে।
উইমেন ইন গেমস বলেছে, গেমিংয়ে নারীরা একটি উদীয়মান শক্তি হিসেবে বিকাশ পাচ্ছে, যা ঐতিহ্যগতভাবে পুরুষদের দখলে ছিল। ভারতে এখন ৪৪ শতাংশ গেমারই নারী। অর্থাৎ, দেশটিতে ২৬০ মিলিয়ন বা ২৬ কোটিরও বেশি নারী গেমার রয়েছে। তবে এই অগ্রগতির পরেও গেমিং শিল্পে নারীর উপস্থিতি, বিশেষ করে নির্মাতা, ডেভেলপার এবং নেতৃত্বের পদে সীমিত।
মোবাইল প্রিমিয়ার লিগ (এমপিএল) সিইও নামরথা স্বামী বলেন, ‘গেমিং শিল্পে অগ্রগতির বিশাল সম্ভাবনা রয়েছে এবং এর উন্নয়নে নারীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নারীদের অন্তর্ভুক্ত করে আমরা শুধু নারীদের উপকার করি না, বরং পুরো শিল্পটাকেই সমৃদ্ধ করি। মেবল অ্যাডিসের (বিশ্বের প্রথম নারী ডেভেলপার) উত্তরাধিকার আমাদের স্মরণ করিয়ে দেয় যে, গেমিংয়ের ভবিষ্যৎ শুধু খেলোয়াড় হিসেবে নয়, সিদ্ধান্ত গ্রহণকারী, ডিজাইনার এবং বিপ্লবী হিসেবে নারীর প্রয়োজন। এটি আমাদের জন্য বিশেষ মুহূর্ত, যখন আমরা সীমানা ভাঙতে পারি এবং কম প্রতিনিধিত্বের চক্র ভাঙতে পারি।’
রিপোর্টটি এই লিঙ্গবৈষম্য মোকাবিলা করার জন্য কিছু সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে শক্তিশালী এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ও গণিত) শিক্ষা প্রচারের ওপর জোর দেওয়া, অন্তর্ভুক্তিমূলক নিয়োগনীতির বাস্তবায়ন এবং মেন্টরশিপ ও নেতৃত্ব প্রশিক্ষণ প্রদানের পরামর্শ। এ ছাড়া, প্রতিবেদনটি লিঙ্গবৈচিত্র্যের ব্যবসায়িক সুবিধাগুলো তুলে ধরেছে এবং জানিয়ে দিয়েছে যে, বৈচিত্র্যময় দলগুলো আর্থিক ও কৌশলগতভাবে সাধারণত ভালো পারফর্ম করে থাকে।
তথ্যসূত্র: এনডিটিভি
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৮ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২১ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগে