অনলাইন ডেস্ক
একসঙ্গে ৩০০ কর্মীকে ছাঁটাই করেছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। গ্রাহকসংখ্যা কমার পরিপ্রেক্ষিতে প্রবৃদ্ধি কমতে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত মাসে ১৫০ জন কর্মীকে ছাঁটাই করেছিল ওটিটি প্ল্যাটফর্ম।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আপাতত ছাঁটাইয়ের তালিকায় থাকারা যুক্তরাষ্ট্রের কর্মী। আর এই সংখ্যা মোট কর্মীর ৪ শতাংশ। তবে কোন বিভাগ থেকে কত কর্মী ছাঁটাই করা হচ্ছে, তা প্রকাশ করেনি নেটফ্লিক্স।
নেটফ্লিক্স জানিয়েছে, ‘আয় বৃদ্ধির গতি কমে যাওয়ার কারণে ব্যয়েও রাশ টানতে হচ্ছে। সে কারণেই এই পথে হাঁটতে হলো কর্তৃপক্ষকে। কর্মদক্ষতার প্রশ্নে নয়, শুধু ব্যবসায়িক কারণেই এ সিদ্ধান্ত।’
ওটিটিতে এখন প্রতিযোগিতা করছে বহু প্ল্যাটফর্ম। সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রাস্ফীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তীব্র প্রতিযোগিতায় গ্রাহকসংখ্যা কমে যাওয়ায় চাপের মধ্যে পড়েছে বিশ্বের প্রভাবশালী এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম।
বিভিন্ন পরিসংখ্যান বলছে, ২২ কোটির বেশি গ্রাহক রয়েছে নেটফ্লিক্সের। তবে পাসওয়ার্ড শেয়ারের মাধ্যমে নেটফ্লিক্স দেখা হয় আরও অন্তত ১০ কোটি বাড়িতে। এ ক্ষেত্রেও লাগাম টানতে যাচ্ছে নেটফ্লিক্স।
সম্প্রতি নেটফ্লিক্স ঘোষণা দেয়, অন্যের সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করলে এখন থেকে অতিরিক্ত অর্থ দিতে হবে। মূলত সংস্থার আয় বৃদ্ধির জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনই সব দেশে এই নতুন নিয়ম চালু করা হয়নি। পেরু, চিলি ও কোস্টারিকার গ্রাহকদের ওপর নেটফ্লিক্স প্রাথমিকভাবে এই নিয়ম চালু করেছে। নতুন নিয়ম কতটা কার্যকর হয়, তা পরীক্ষা করতেই এই তিন দেশকে বেছে নেওয়া হয়েছে।
একসঙ্গে ৩০০ কর্মীকে ছাঁটাই করেছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। গ্রাহকসংখ্যা কমার পরিপ্রেক্ষিতে প্রবৃদ্ধি কমতে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত মাসে ১৫০ জন কর্মীকে ছাঁটাই করেছিল ওটিটি প্ল্যাটফর্ম।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আপাতত ছাঁটাইয়ের তালিকায় থাকারা যুক্তরাষ্ট্রের কর্মী। আর এই সংখ্যা মোট কর্মীর ৪ শতাংশ। তবে কোন বিভাগ থেকে কত কর্মী ছাঁটাই করা হচ্ছে, তা প্রকাশ করেনি নেটফ্লিক্স।
নেটফ্লিক্স জানিয়েছে, ‘আয় বৃদ্ধির গতি কমে যাওয়ার কারণে ব্যয়েও রাশ টানতে হচ্ছে। সে কারণেই এই পথে হাঁটতে হলো কর্তৃপক্ষকে। কর্মদক্ষতার প্রশ্নে নয়, শুধু ব্যবসায়িক কারণেই এ সিদ্ধান্ত।’
ওটিটিতে এখন প্রতিযোগিতা করছে বহু প্ল্যাটফর্ম। সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রাস্ফীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তীব্র প্রতিযোগিতায় গ্রাহকসংখ্যা কমে যাওয়ায় চাপের মধ্যে পড়েছে বিশ্বের প্রভাবশালী এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম।
বিভিন্ন পরিসংখ্যান বলছে, ২২ কোটির বেশি গ্রাহক রয়েছে নেটফ্লিক্সের। তবে পাসওয়ার্ড শেয়ারের মাধ্যমে নেটফ্লিক্স দেখা হয় আরও অন্তত ১০ কোটি বাড়িতে। এ ক্ষেত্রেও লাগাম টানতে যাচ্ছে নেটফ্লিক্স।
সম্প্রতি নেটফ্লিক্স ঘোষণা দেয়, অন্যের সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করলে এখন থেকে অতিরিক্ত অর্থ দিতে হবে। মূলত সংস্থার আয় বৃদ্ধির জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনই সব দেশে এই নতুন নিয়ম চালু করা হয়নি। পেরু, চিলি ও কোস্টারিকার গ্রাহকদের ওপর নেটফ্লিক্স প্রাথমিকভাবে এই নিয়ম চালু করেছে। নতুন নিয়ম কতটা কার্যকর হয়, তা পরীক্ষা করতেই এই তিন দেশকে বেছে নেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। যুক্তরাষ্ট্রের নির্মাতাপ্রতিষ্ঠান আর্চার ঘোষণা করেছে, তারা শিগগির আবুধাবিতে তাদের ‘মিডনাইট’ উড়োজাহাজ উড্ডয়ন করবে এবং এ বছরই যাত্রী পরিবহন শুরু করবে।
৬ ঘণ্টা আগেকোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
১ দিন আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
২ দিন আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
২ দিন আগে