নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে কোনো স্টার্টআপের সরকারি বিনিয়োগ বাতিল হয়ে থাকলে তা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সঙ্গে দেশে–বিদেশে তথ্যপ্রযুক্তিতে দক্ষ বাংলাদেশি তরুণদের সরকারে যুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা এমন ইঙ্গিত দেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আজ প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস করেন তিনি।
উপদেষ্টা নাহিদ বলেন, ‘আন্দোলনের সময় বিভিন্ন স্টার্টআপ, যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছিল। তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময় এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল। আমরা এই বিষয়টির নিন্দা জানিয়েছি। দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং আবার তাদের সঙ্গে কাজ করার যে প্রক্রিয়া ছিল, সেটি চালু করা হবে।’
ইন্টারনেট বন্ধের প্রতিবেদন কখন পাওয়া যাবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আজই ইন্টারনেট বন্ধের রিপোর্ট চলে আসার কথা। ইন্টারনেট বন্ধের সঙ্গে যারাই জড়িত হোক না কেন কেউ ছাড় পাবে না। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নাহিদ জানান, ইন্টারনেট বন্ধ নিয়ে এটা প্রাথমিক তদন্ত। প্রয়োজনে আরও তদন্ত করা হবে।
তরুণদের বিষয়ে নাহিদ বলেন, ‘তরুণদের এই মন্ত্রণালয়ে যুক্ত করতে হবে। সে ক্ষেত্রে দেশে ও দেশের বাইরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী তাঁদের নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি।’
বিদেশে পড়াশোনা করা তরুণদের দেশে ফিরিয়ে আনার হবে জানিয়ে নাহিদ বলেন, ‘শুধু আইটি সেক্টরই নয়, আমরা ভাবছি সরকারের জায়গা থেকে বিদেশে যেসব বাংলাদেশি তরুণ পড়াশোনা করেছেন, দক্ষতা অর্জন করেছেন, তাঁদের দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করতে।’
বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘প্রকল্পগুলো তৈরির পেছনে বড় উদ্দেশ্য থাকে দুর্নীতি। এই জায়গাগুলো অবশ্যই রোধ করতে হবে। যতটুকু আমাদের প্রয়োজন, আমাদের সক্ষমতা রয়েছে, তার ভেতরেই কাজ করতে হবে।’
সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান উপদেষ্টা নাহিদ। তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনের যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে, সেগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করতে হবে।’
কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে কোনো স্টার্টআপের সরকারি বিনিয়োগ বাতিল হয়ে থাকলে তা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সঙ্গে দেশে–বিদেশে তথ্যপ্রযুক্তিতে দক্ষ বাংলাদেশি তরুণদের সরকারে যুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা এমন ইঙ্গিত দেন। উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার আজ প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস করেন তিনি।
উপদেষ্টা নাহিদ বলেন, ‘আন্দোলনের সময় বিভিন্ন স্টার্টআপ, যারা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়েছিল। তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছিল ওই সময় এবং খুবই স্বৈরতান্ত্রিকভাবে এই কাজটি করা হয়েছিল। আমরা এই বিষয়টির নিন্দা জানিয়েছি। দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং আবার তাদের সঙ্গে কাজ করার যে প্রক্রিয়া ছিল, সেটি চালু করা হবে।’
ইন্টারনেট বন্ধের প্রতিবেদন কখন পাওয়া যাবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আজই ইন্টারনেট বন্ধের রিপোর্ট চলে আসার কথা। ইন্টারনেট বন্ধের সঙ্গে যারাই জড়িত হোক না কেন কেউ ছাড় পাবে না। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নাহিদ জানান, ইন্টারনেট বন্ধ নিয়ে এটা প্রাথমিক তদন্ত। প্রয়োজনে আরও তদন্ত করা হবে।
তরুণদের বিষয়ে নাহিদ বলেন, ‘তরুণদের এই মন্ত্রণালয়ে যুক্ত করতে হবে। সে ক্ষেত্রে দেশে ও দেশের বাইরে যারা আইটিতে দক্ষ এবং আগ্রহী তাঁদের নিয়ে একটা স্পেশাল টিম গঠনের কথা আমরা ভাবছি।’
বিদেশে পড়াশোনা করা তরুণদের দেশে ফিরিয়ে আনার হবে জানিয়ে নাহিদ বলেন, ‘শুধু আইটি সেক্টরই নয়, আমরা ভাবছি সরকারের জায়গা থেকে বিদেশে যেসব বাংলাদেশি তরুণ পড়াশোনা করেছেন, দক্ষতা অর্জন করেছেন, তাঁদের দেশে ফিরিয়ে এনে দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত করতে।’
বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘প্রকল্পগুলো তৈরির পেছনে বড় উদ্দেশ্য থাকে দুর্নীতি। এই জায়গাগুলো অবশ্যই রোধ করতে হবে। যতটুকু আমাদের প্রয়োজন, আমাদের সক্ষমতা রয়েছে, তার ভেতরেই কাজ করতে হবে।’
সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে বলেও জানান উপদেষ্টা নাহিদ। তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনের যে ধারাগুলো নিয়ে সমালোচনা রয়েছে, সেগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে এবং তরুণদের ব্যাপকভাবে এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করতে হবে।’
বিশ্ববিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল চলতি সপ্তাহেই তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গ। এর ফলে ২০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন, যা ইনটেলের ইতিহাসে অন্যতম বড় ছাঁটাই। প্রতিষ্ঠানটির খরচ কমানো এবং প্রশাসনিক জটিলতা
৮ ঘণ্টা আগেইন্টারনেট ব্যবহারে নতুন মাইলফলক ছুঁয়েছে এশিয়া মহাদেশ। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপিএনআইসি) পরিচালিত গবেষণাগারের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় অঞ্চল হিসেবে ৫০ শতাংশ আইপিভি ৬ (ইন্টারনেট প্রটোকল ভার্সন-সিক্স) সক্ষমতা অর্জন করেছে এশিয়া। এর মধ্যে চীন ৪৫ দশমিক ২৮ শতাংশ, ভারত ৭৮ দশমিক ১৬
৮ ঘণ্টা আগেগ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।
১১ ঘণ্টা আগেগুগলের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের দায়ের করা অ্যান্টিট্রাস্ট মামলার চলমান বিচারকার্যে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। গত মঙ্গলবার ওপেনএআই-এর প্রোডাক্ট বিভাগের প্রধান নিক টারলি জানিয়েছেন, মার্কিন সরকার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ বিক্রির নির্দেশ দিলে সেটি কিনতে
১২ ঘণ্টা আগে