অনলাইন ডেস্ক
ইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্যে জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোনের এসএমএস ইনবক্স স্ক্যান করা হয় এবং ভেরিফায়েড (নিশ্চিতভাবে প্রামাণ্য) প্রতিষ্ঠানের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাগুলো যেমন—ওটিপি, ডেলিভারি আপডেট, টিকিট বুকিংয়ের তথ্য ইত্যাদি—আলাদা করে চিহ্নিত করা হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ বার্তার পাশে ইনবক্সে সবুজ চিহ্নসহ টিক চিহ্ন দেখানো হবে।
ট্রুকলার জানিয়েছে, তারা ভারতসহ আরও ৩০টি দেশে এই ফিচার চালু করেছে। এতে এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে ফোনেই ইনবক্স স্ক্যান করা হয়, কোনো ডেটা ডিভাইসের বাইরে পাঠানো হয় না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তাও বজায় থাকে।
এই ফিচার শুধু সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ইংরেজি, হিন্দি, সোয়াহিলি, স্প্যানিশসহ বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় কাজ করতে পারে।
ফিচারটি চালু করতে হলে ফোনে ‘রিড এসএমএস’ ও ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ অপশনের অনুমতি দিতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ বার্তার নোটিফিকেশন দেখানো যায়।
ট্রুকলার জানিয়েছে, সবুজ মেসেজ আইডি ব্যবহার করে কোন বার্তা আসল ও ভেরিফায়েড প্রতিষ্ঠানের আর কোনটি প্রতারণামূলক বা ছদ্মবেশী, তা বোঝা সহজ হবে। এর মধ্যে ব্যাংকের অ্যালার্ট, ওটিপি, ডেলিভারি স্ট্যাটাস, ফ্লাইটের তথ্য এবং পেমেন্ট রিমাইন্ডারের বার্তাও অন্তর্ভুক্ত থাকবে।
শুধু তাই নয়, ট্রুকলার এখন প্রচলিত এসএমএসের বাইরের গুরুত্বপূর্ণ বার্তাও শনাক্ত করতে পারে। এআই প্রযুক্তি ব্যবহার করে মেসেজ আইডি মূল বার্তার ওপরে একটি সারসংক্ষেপ দেখায়, যাতে জরুরি তথ্য এক নজরে বোঝা যায়। এই অংশে লেখা থাকে ‘এআই জেনারেটেড সামারি’।
সম্প্রতি ট্রুকলার আইফোন ব্যবহারকারীদের জন্যও একটি নতুন এপিআই সাপোর্ট চালু করেছে, যার মাধ্যমে রিয়েল-টাইম কলার আইডেনটিফিকেশন ও স্প্যাম কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুবিধা পাওয়া যাচ্ছে। এত দিন এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পেতেন। এখন আইওএসেও এই সুবিধা পাওয়া যাবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
ইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্যে জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোনের এসএমএস ইনবক্স স্ক্যান করা হয় এবং ভেরিফায়েড (নিশ্চিতভাবে প্রামাণ্য) প্রতিষ্ঠানের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাগুলো যেমন—ওটিপি, ডেলিভারি আপডেট, টিকিট বুকিংয়ের তথ্য ইত্যাদি—আলাদা করে চিহ্নিত করা হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ বার্তার পাশে ইনবক্সে সবুজ চিহ্নসহ টিক চিহ্ন দেখানো হবে।
ট্রুকলার জানিয়েছে, তারা ভারতসহ আরও ৩০টি দেশে এই ফিচার চালু করেছে। এতে এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে ফোনেই ইনবক্স স্ক্যান করা হয়, কোনো ডেটা ডিভাইসের বাইরে পাঠানো হয় না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তাও বজায় থাকে।
এই ফিচার শুধু সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ইংরেজি, হিন্দি, সোয়াহিলি, স্প্যানিশসহ বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় কাজ করতে পারে।
ফিচারটি চালু করতে হলে ফোনে ‘রিড এসএমএস’ ও ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ অপশনের অনুমতি দিতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ বার্তার নোটিফিকেশন দেখানো যায়।
ট্রুকলার জানিয়েছে, সবুজ মেসেজ আইডি ব্যবহার করে কোন বার্তা আসল ও ভেরিফায়েড প্রতিষ্ঠানের আর কোনটি প্রতারণামূলক বা ছদ্মবেশী, তা বোঝা সহজ হবে। এর মধ্যে ব্যাংকের অ্যালার্ট, ওটিপি, ডেলিভারি স্ট্যাটাস, ফ্লাইটের তথ্য এবং পেমেন্ট রিমাইন্ডারের বার্তাও অন্তর্ভুক্ত থাকবে।
শুধু তাই নয়, ট্রুকলার এখন প্রচলিত এসএমএসের বাইরের গুরুত্বপূর্ণ বার্তাও শনাক্ত করতে পারে। এআই প্রযুক্তি ব্যবহার করে মেসেজ আইডি মূল বার্তার ওপরে একটি সারসংক্ষেপ দেখায়, যাতে জরুরি তথ্য এক নজরে বোঝা যায়। এই অংশে লেখা থাকে ‘এআই জেনারেটেড সামারি’।
সম্প্রতি ট্রুকলার আইফোন ব্যবহারকারীদের জন্যও একটি নতুন এপিআই সাপোর্ট চালু করেছে, যার মাধ্যমে রিয়েল-টাইম কলার আইডেনটিফিকেশন ও স্প্যাম কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুবিধা পাওয়া যাচ্ছে। এত দিন এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পেতেন। এখন আইওএসেও এই সুবিধা পাওয়া যাবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় এক দশক পর তাদের ‘জি’ লোগোতে পরিবর্তন এনেছে। গতকাল ১২ মে থেকে এই নতুন আইকন ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি।
৩৮ মিনিট আগেবিশ্বের প্রথম ৫০০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি গেমিং মনিটর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্যামসাং। ওডিসি ওএলইডি জি৬ নামের এই গেমিং মনিটরটি প্রথম প্রদর্শিত হয়েছিল সিইএস ২০২৫-সম্মেলনে। এবার এটি প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে।
১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার পদ্ধতি বয়সভেদে ভিন্ন হয়ে থাকে। তরুণেরা একে যেন নিজের পরামর্শদাতা বা গুরুর মতো ব্যবহার করে, আর তুলনামূলকভাবে বয়স্করা এটি ব্যবহার করেন সার্চ ইঞ্জিনের বিকল্প হিসেবে। গত ২ মে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন একটি চুক্তির আওতায় আগামী ৯০ দিনের জন্য উচ্চ শুল্ক আরোপ শিথিল হলেও, প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন আইফোন ১৭ সিরিজের দাম বাড়াতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
২ ঘণ্টা আগে