আজকের পত্রিকা ডেস্ক
ইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্যে জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোনের এসএমএস ইনবক্স স্ক্যান করা হয় এবং ভেরিফায়েড (নিশ্চিতভাবে প্রামাণ্য) প্রতিষ্ঠানের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাগুলো যেমন—ওটিপি, ডেলিভারি আপডেট, টিকিট বুকিংয়ের তথ্য ইত্যাদি—আলাদা করে চিহ্নিত করা হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ বার্তার পাশে ইনবক্সে সবুজ চিহ্নসহ টিক চিহ্ন দেখানো হবে।
ট্রুকলার জানিয়েছে, তারা ভারতসহ আরও ৩০টি দেশে এই ফিচার চালু করেছে। এতে এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে ফোনেই ইনবক্স স্ক্যান করা হয়, কোনো ডেটা ডিভাইসের বাইরে পাঠানো হয় না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তাও বজায় থাকে।
এই ফিচার শুধু সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ইংরেজি, হিন্দি, সোয়াহিলি, স্প্যানিশসহ বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় কাজ করতে পারে।
ফিচারটি চালু করতে হলে ফোনে ‘রিড এসএমএস’ ও ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ অপশনের অনুমতি দিতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ বার্তার নোটিফিকেশন দেখানো যায়।
ট্রুকলার জানিয়েছে, সবুজ মেসেজ আইডি ব্যবহার করে কোন বার্তা আসল ও ভেরিফায়েড প্রতিষ্ঠানের আর কোনটি প্রতারণামূলক বা ছদ্মবেশী, তা বোঝা সহজ হবে। এর মধ্যে ব্যাংকের অ্যালার্ট, ওটিপি, ডেলিভারি স্ট্যাটাস, ফ্লাইটের তথ্য এবং পেমেন্ট রিমাইন্ডারের বার্তাও অন্তর্ভুক্ত থাকবে।
শুধু তাই নয়, ট্রুকলার এখন প্রচলিত এসএমএসের বাইরের গুরুত্বপূর্ণ বার্তাও শনাক্ত করতে পারে। এআই প্রযুক্তি ব্যবহার করে মেসেজ আইডি মূল বার্তার ওপরে একটি সারসংক্ষেপ দেখায়, যাতে জরুরি তথ্য এক নজরে বোঝা যায়। এই অংশে লেখা থাকে ‘এআই জেনারেটেড সামারি’।
সম্প্রতি ট্রুকলার আইফোন ব্যবহারকারীদের জন্যও একটি নতুন এপিআই সাপোর্ট চালু করেছে, যার মাধ্যমে রিয়েল-টাইম কলার আইডেনটিফিকেশন ও স্প্যাম কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুবিধা পাওয়া যাচ্ছে। এত দিন এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পেতেন। এখন আইওএসেও এই সুবিধা পাওয়া যাবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
ইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্যে জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোনের এসএমএস ইনবক্স স্ক্যান করা হয় এবং ভেরিফায়েড (নিশ্চিতভাবে প্রামাণ্য) প্রতিষ্ঠানের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাগুলো যেমন—ওটিপি, ডেলিভারি আপডেট, টিকিট বুকিংয়ের তথ্য ইত্যাদি—আলাদা করে চিহ্নিত করা হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ বার্তার পাশে ইনবক্সে সবুজ চিহ্নসহ টিক চিহ্ন দেখানো হবে।
ট্রুকলার জানিয়েছে, তারা ভারতসহ আরও ৩০টি দেশে এই ফিচার চালু করেছে। এতে এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে ফোনেই ইনবক্স স্ক্যান করা হয়, কোনো ডেটা ডিভাইসের বাইরে পাঠানো হয় না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তাও বজায় থাকে।
এই ফিচার শুধু সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ইংরেজি, হিন্দি, সোয়াহিলি, স্প্যানিশসহ বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় কাজ করতে পারে।
ফিচারটি চালু করতে হলে ফোনে ‘রিড এসএমএস’ ও ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ অপশনের অনুমতি দিতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ বার্তার নোটিফিকেশন দেখানো যায়।
ট্রুকলার জানিয়েছে, সবুজ মেসেজ আইডি ব্যবহার করে কোন বার্তা আসল ও ভেরিফায়েড প্রতিষ্ঠানের আর কোনটি প্রতারণামূলক বা ছদ্মবেশী, তা বোঝা সহজ হবে। এর মধ্যে ব্যাংকের অ্যালার্ট, ওটিপি, ডেলিভারি স্ট্যাটাস, ফ্লাইটের তথ্য এবং পেমেন্ট রিমাইন্ডারের বার্তাও অন্তর্ভুক্ত থাকবে।
শুধু তাই নয়, ট্রুকলার এখন প্রচলিত এসএমএসের বাইরের গুরুত্বপূর্ণ বার্তাও শনাক্ত করতে পারে। এআই প্রযুক্তি ব্যবহার করে মেসেজ আইডি মূল বার্তার ওপরে একটি সারসংক্ষেপ দেখায়, যাতে জরুরি তথ্য এক নজরে বোঝা যায়। এই অংশে লেখা থাকে ‘এআই জেনারেটেড সামারি’।
সম্প্রতি ট্রুকলার আইফোন ব্যবহারকারীদের জন্যও একটি নতুন এপিআই সাপোর্ট চালু করেছে, যার মাধ্যমে রিয়েল-টাইম কলার আইডেনটিফিকেশন ও স্প্যাম কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুবিধা পাওয়া যাচ্ছে। এত দিন এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পেতেন। এখন আইওএসেও এই সুবিধা পাওয়া যাবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
বিভিন্ন সাহায্য সংস্থা ও স্বাস্থ্যবিষয়ক এনজিওর প্রচারণায় বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দারিদ্র্য ও যৌন সহিংসতার এসব ছবি ‘দারিদ্র্য পর্নো’র (প্রোভার্টি পর্নো) নতুন যুগ বলে সতর্ক করেছেন সুইজারল্যান্ডভিত্তিক এথিক্যাল ইমেজ প্রচারকারী সংস্থা....
২ ঘণ্টা আগেআমাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)-এর অবকাঠামোগত সমস্যার কারণে বিশ্বজুড়ে বহু জনপ্রিয় ওয়েবসাইট এবং অ্যাপস পরিষেবা ব্যাহত হচ্ছে। আমাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগ এডব্লিউএস-এর এই বিভ্রাটের কারণে ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত অসংখ্য প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে।
৫ ঘণ্টা আগেডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগে