Ajker Patrika

এক ‘চার্জিং কেবলের’ আওতায় আসতে দুই বছর সময় পেল অ্যাপল

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৫: ৫৯
এক ‘চার্জিং কেবলের’ আওতায় আসতে দুই বছর সময় পেল অ্যাপল

মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে তাদের ফোনগুলোর জন্য একটি সার্বজনীন চার্জিং কেবল তৈরি করতে ২০২৪ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আলাদা আলাদা ফোনের জন্য আলাদা ধরনের চার্জিং কেবলের  ঝামেলা পোহাতে হবে না ক্রেতাদের।

এর আগে ইইউ সম্মত হয়েছিল যে, নতুন করে তৈরি সকল পোর্টেবল ইলেকট্রনিক ডিভাইসগুলোকে ২০২৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ইউএসবি টাইপ-সি চার্জার ব্যবহার করতে হবে। আইনটি এখন ইইউ’র অফিশিয়াল জার্নালে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি একটি নির্দিষ্ট তারিখও নির্ধারণ করা হয়েছে।

কাস্টমাইজড চার্জিং পোর্ট ব্যবহার করে থাকে এমন কোম্পানিগুলোর মধ্যে অ্যাপল অন্যতম। কোম্পানিটি তাদের আইফোনের জন্য বিশেষ ধরনের চার্জার ব্যবহার করে থাকে। তবে তারা একটি সর্বজনীন কেবল ব্যবহার না করলে ওই তারিখের পরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে নতুন ডিভাইস বিক্রি করতে পারবে না।

অ্যাপলের বিপণন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসওয়াক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ‘অ্যাপল অবশ্যই আইন মেনে চলবে।’ ফোন, ট্যাবলেট, হেডফোন এবং গেম কনসোলের মতো ছোট ও মাঝারি আকারের বহনযোগ্য ইলেকট্রনিক পণ্যগুলো ইইউ অনুসারে এর নতুন নিয়মের আওতায় আসবে।

ইইউয়ের নতুন নিয়ম ও ব্রেক্সিট নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ২০২১ সালের ডিসেম্বরের সংসদীয় রিপোর্ট অনুসারে, নতুন নিয়মগুলো উত্তর আয়ারল্যান্ডে বিক্রি হওয়া ডিভাইসগুলোতেও প্রযোজ্য হতে পারে। ব্রেক্সিট চুক্তি অনুসারে উত্তর আয়ারল্যান্ড ইইউয়ের শর্তাধীন রয়েছে। ইইউ এবং যুক্তরাজ্য—উভয়ের কর্মকর্তাদের মতে, ইইউ’র এই বিধান উত্তর আয়ারল্যান্ডেও প্রযোজ্য হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত