প্রযুক্তি ডেস্ক
এবার গুগলের ই–মেইল সেবা ‘জিমেইল’- এ চালু হচ্ছে ব্লু টিকের সুবিধা। প্রেরকের পরিচয় যাচাইকরণের অংশ হিসেবে জিমেইলে প্রেরকের নামের পাশে এই ব্লু টিক দেখা যাবে। নতুন এই সুবিধা ই–মেইলের উৎসের বৈধতা শনাক্তে ব্যবহারকারীকে সাহায্য করবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত জিমেইল আইডি যাচাইয়ে ব্লু টিক চিহ্ন চালু হবে। নতুন এই সুবিধা জিমেইলে থাকা ‘ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেনটিফিকেশন’ (বিআইএমআই)- এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিআইএমআই সুবিধায় ই–মেইলে প্রতিষ্ঠানের ব্র্যান্ড লোগো দেখা যায়। ফলে প্রাপকেরা এই সুবিধায় ই–মেইল আইডির পাশে লোগো দেখে মেইলের বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন। বিআইএমআই সুবিধা চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবে ব্লু টিক পাবে প্রতিষ্ঠানগুলো।
এদিকে, গত মাসে জিমেইল, ডকস, ও শিটসহ বিভিন্ন ওয়ার্ক স্পেস অ্যাপে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার আনে গুগল। এআই টুলকে কোনো বিষয়ের নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরবর্তীতে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, এআই’র প্রতিযোগিতায় অংশ নিতেই মূলত গুগলের এই সিদ্ধান্ত। তবে সবগুলো টুল কবে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এগুলো আসবে।
অন্যান্য ফিচারের তুলনায় রাইটিং ও ব্রেইনস্টর্মিং ফিচার দুটো সবচেয়ে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। গুগল এই সুবিধা কে ফাংশনকে নিজেদের প্রেস রিলিজ তৈরিতেও ব্যবহার করবে। বুলেট পয়েন্ট দিলেই ড্রাফট তৈরি করে দেবে টুলটি। কাস্টমারের জন্য ব্যক্তিগত মেইল তৈরিতে বিভিন্ন বুলেট পয়েন্ট এবং বড় মেইলকে সারসংক্ষেপ করার ডেমো দেখিয়েছে গুগল।
এবার গুগলের ই–মেইল সেবা ‘জিমেইল’- এ চালু হচ্ছে ব্লু টিকের সুবিধা। প্রেরকের পরিচয় যাচাইকরণের অংশ হিসেবে জিমেইলে প্রেরকের নামের পাশে এই ব্লু টিক দেখা যাবে। নতুন এই সুবিধা ই–মেইলের উৎসের বৈধতা শনাক্তে ব্যবহারকারীকে সাহায্য করবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত জিমেইল আইডি যাচাইয়ে ব্লু টিক চিহ্ন চালু হবে। নতুন এই সুবিধা জিমেইলে থাকা ‘ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেনটিফিকেশন’ (বিআইএমআই)- এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বিআইএমআই সুবিধায় ই–মেইলে প্রতিষ্ঠানের ব্র্যান্ড লোগো দেখা যায়। ফলে প্রাপকেরা এই সুবিধায় ই–মেইল আইডির পাশে লোগো দেখে মেইলের বৈধতা সম্পর্কে নিশ্চিত হতে পারেন। বিআইএমআই সুবিধা চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবে ব্লু টিক পাবে প্রতিষ্ঠানগুলো।
এদিকে, গত মাসে জিমেইল, ডকস, ও শিটসহ বিভিন্ন ওয়ার্ক স্পেস অ্যাপে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ফিচার আনে গুগল। এআই টুলকে কোনো বিষয়ের নাম লিখে দিলে আস্ত একটি লেখা তৈরি করে দেবে এটি। নির্দেশনা অনুযায়ী এটি পরবর্তীতে লেখাকে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনও করতে পারবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, এআই’র প্রতিযোগিতায় অংশ নিতেই মূলত গুগলের এই সিদ্ধান্ত। তবে সবগুলো টুল কবে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ এগুলো আসবে।
অন্যান্য ফিচারের তুলনায় রাইটিং ও ব্রেইনস্টর্মিং ফিচার দুটো সবচেয়ে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে। গুগল এই সুবিধা কে ফাংশনকে নিজেদের প্রেস রিলিজ তৈরিতেও ব্যবহার করবে। বুলেট পয়েন্ট দিলেই ড্রাফট তৈরি করে দেবে টুলটি। কাস্টমারের জন্য ব্যক্তিগত মেইল তৈরিতে বিভিন্ন বুলেট পয়েন্ট এবং বড় মেইলকে সারসংক্ষেপ করার ডেমো দেখিয়েছে গুগল।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে