ফিচার ডেস্ক
প্রযুক্তির উন্নতির ধারাবাহিকতায় আমরা একে অন্যের সঙ্গে যোগাযোগ করার উপায়ও বদলে ফেলেছি। এখন আর শুধু ফোনকল বা মেসেজই নয়, ভিডিও কলে কথা বলা কিংবা একাধিক মানুষকে একসঙ্গে যুক্ত করা আরও সহজ হয়ে উঠেছে। তাই পুরোনো অনেক প্রযুক্তিকে বিদায় নিতে হচ্ছে।
ভিডিও কলে কথা বলার চর্চা শুরু হয় স্কাইপে দিয়ে। কয়েক বছর আগে পর্যন্ত বিশ্বব্যাপী এর ব্যাপক জনপ্রিয়তা ছিল। কিন্তু মাইক্রোসফট নিজেই এর পরিবর্তে নতুন সুবিধা নিয়ে এসেছে।
প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, এ বছরের মে মাস থেকে স্কাইপের কার্যক্রম বন্ধ করে দিয়ে মাইক্রোসফট টিমস ব্যবহারের ওপর বেশি মনোযোগ দেওয়া হবে। টিমস একাধিক সুবিধা নিয়ে আসবে, যেমন ভিডিও কল, মেসেজ পাঠানো, ফাইল শেয়ার করা এবং আরও অনেক কিছু। এর বাইরে ভার্চুয়াল সভা আয়োজন, ক্যালেন্ডার ব্যবস্থাপনা এবং একসঙ্গে কাজ করার জন্য কমিউনিটি তৈরি করার মতো আরও কিছু সুবিধা পাবেন টিমস ব্যবহারকারীরা। গত দুই বছরে মাইক্রোসফট টিমস ব্যবহারকারীদের মিটিংয়ের সময় ৪ গুণ বেড়েছে।
স্কাইপে ব্যবহারকারীদের জন্য দুটি বিকল্প
মাইক্রোসফট টিমসে স্থানান্তর
স্কাইপে ব্যবহারকারীরা স্কাইপে অ্যাকাউন্ট ব্যবহার করে মাইক্রোসফট টিমসে লগইন করতে পারবেন। একবার টিমসে লগইন করলে স্কাইপের সব চ্যাট এবং কন্টাক্ট স্বয়ংক্রিয়ভাবে টিমসে চলে আসবে; যাতে আপনি সহজে কাজ চালিয়ে যেতে পারেন। টিমস ব্যবহারকারীরা স্কাইপে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং স্কাইপে ব্যবহারকারীরা টিমস ব্যবহারকারীদের সঙ্গে কথা বলতে পারবেন।
স্কাইপে ডেটা এক্সপোর্ট
যদি আপনি টিমসে যেতে না চান, তবে আপনার স্কাইপের সব ডেটা এক্সপোর্ট করে নিতে পারবেন। স্কাইপে ৫ মে পর্যন্ত ব্যবহার করা যাবে। তাই এর ব্যবহারকারীদের কাছে পর্যাপ্ত সময় থাকবে টিমস ব্যবহার শুরু করা কিংবা নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য।
মাইক্রোসফট টিমস ব্যবহার কীভাবে শুরু করবেন
» ব্যবহারকারী চাইলে স্কাইপে ব্যবহার করে টিমসে কাজ চালিয়ে যেতে পারবেন।
» প্রথমে মাইক্রোসফট টিমস ডাউনলোড করুন।
» স্কাইপে অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
» এখন আপনার স্কাইপের চ্যাট ও কন্টাক্ট সব টিমসে দেখতে পাবেন।
স্কাইপে পেইড পরিষেবায় পরিবর্তন
» এখন থেকে নতুন গ্রাহকদের জন্য স্কাইপে ক্রেডিট ও সাবস্ক্রিপশনের মতো স্কাইপের পেইড পরিষেবার জন্য অফার করা হবে না। তবে যাঁরা এরই মধ্যে সাবস্ক্রিপশন নিয়েছেন, সেটি শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
» স্কাইপে দীর্ঘদিন ধরে আধুনিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে সময়ের সঙ্গে মাইক্রোসফটের এই পরিবর্তন ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে আশা করা যায়।
সূত্র: মাইক্রোসফট
প্রযুক্তির উন্নতির ধারাবাহিকতায় আমরা একে অন্যের সঙ্গে যোগাযোগ করার উপায়ও বদলে ফেলেছি। এখন আর শুধু ফোনকল বা মেসেজই নয়, ভিডিও কলে কথা বলা কিংবা একাধিক মানুষকে একসঙ্গে যুক্ত করা আরও সহজ হয়ে উঠেছে। তাই পুরোনো অনেক প্রযুক্তিকে বিদায় নিতে হচ্ছে।
ভিডিও কলে কথা বলার চর্চা শুরু হয় স্কাইপে দিয়ে। কয়েক বছর আগে পর্যন্ত বিশ্বব্যাপী এর ব্যাপক জনপ্রিয়তা ছিল। কিন্তু মাইক্রোসফট নিজেই এর পরিবর্তে নতুন সুবিধা নিয়ে এসেছে।
প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, এ বছরের মে মাস থেকে স্কাইপের কার্যক্রম বন্ধ করে দিয়ে মাইক্রোসফট টিমস ব্যবহারের ওপর বেশি মনোযোগ দেওয়া হবে। টিমস একাধিক সুবিধা নিয়ে আসবে, যেমন ভিডিও কল, মেসেজ পাঠানো, ফাইল শেয়ার করা এবং আরও অনেক কিছু। এর বাইরে ভার্চুয়াল সভা আয়োজন, ক্যালেন্ডার ব্যবস্থাপনা এবং একসঙ্গে কাজ করার জন্য কমিউনিটি তৈরি করার মতো আরও কিছু সুবিধা পাবেন টিমস ব্যবহারকারীরা। গত দুই বছরে মাইক্রোসফট টিমস ব্যবহারকারীদের মিটিংয়ের সময় ৪ গুণ বেড়েছে।
স্কাইপে ব্যবহারকারীদের জন্য দুটি বিকল্প
মাইক্রোসফট টিমসে স্থানান্তর
স্কাইপে ব্যবহারকারীরা স্কাইপে অ্যাকাউন্ট ব্যবহার করে মাইক্রোসফট টিমসে লগইন করতে পারবেন। একবার টিমসে লগইন করলে স্কাইপের সব চ্যাট এবং কন্টাক্ট স্বয়ংক্রিয়ভাবে টিমসে চলে আসবে; যাতে আপনি সহজে কাজ চালিয়ে যেতে পারেন। টিমস ব্যবহারকারীরা স্কাইপে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং স্কাইপে ব্যবহারকারীরা টিমস ব্যবহারকারীদের সঙ্গে কথা বলতে পারবেন।
স্কাইপে ডেটা এক্সপোর্ট
যদি আপনি টিমসে যেতে না চান, তবে আপনার স্কাইপের সব ডেটা এক্সপোর্ট করে নিতে পারবেন। স্কাইপে ৫ মে পর্যন্ত ব্যবহার করা যাবে। তাই এর ব্যবহারকারীদের কাছে পর্যাপ্ত সময় থাকবে টিমস ব্যবহার শুরু করা কিংবা নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য।
মাইক্রোসফট টিমস ব্যবহার কীভাবে শুরু করবেন
» ব্যবহারকারী চাইলে স্কাইপে ব্যবহার করে টিমসে কাজ চালিয়ে যেতে পারবেন।
» প্রথমে মাইক্রোসফট টিমস ডাউনলোড করুন।
» স্কাইপে অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
» এখন আপনার স্কাইপের চ্যাট ও কন্টাক্ট সব টিমসে দেখতে পাবেন।
স্কাইপে পেইড পরিষেবায় পরিবর্তন
» এখন থেকে নতুন গ্রাহকদের জন্য স্কাইপে ক্রেডিট ও সাবস্ক্রিপশনের মতো স্কাইপের পেইড পরিষেবার জন্য অফার করা হবে না। তবে যাঁরা এরই মধ্যে সাবস্ক্রিপশন নিয়েছেন, সেটি শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
» স্কাইপে দীর্ঘদিন ধরে আধুনিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে সময়ের সঙ্গে মাইক্রোসফটের এই পরিবর্তন ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে আশা করা যায়।
সূত্র: মাইক্রোসফট
চলতি সপ্তাহে নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন করবে টেক জায়ান্ট অ্যাপল। গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন কোম্পানিটির সিইও টিম কুক। দীর্ঘ প্রতীক্ষার পর ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি সংস্করণে আসতে পারে নতুন...
১৩ মিনিট আগেইন্টেলের সঙ্গে উৎপাদন পরীক্ষা চালাচ্ছে চিপ ডিজাইনার এনভিডিয়া এবং ব্রডকম। এ পরীক্ষার মাধ্যমে তারা ইন্টেলের উন্নত প্রযুক্তি এবং উৎপাদন সক্ষমতা নিয়ে আস্থা অর্জন করবে। পরীক্ষাগুলো ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই পরীক্ষা কয়েকমাস ধরে চলতে পারে।
১ ঘণ্টা আগেবিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো শিগগিরই বাংলাদেশের বাজারে ব্র্যান্ডটির নতুন স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’ নিয়ে হাজির হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের অনন্য ‘অপো এ৫ প্রো’ ফ্যাশন সচেতন ভোক্তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হবে। এই ডিভাইসের প্রতিটি ক্ষেত্রেই যত্ন ও আভিজাত্যের ছাপ রয়েছে, যা সর্বাধুন
২ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে হোয়াটসঅ্যাপ। তবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহারের প্রয়োজন অনুভব করেন অনেকেই। অফিসের কাজে, ব্যক্তিগত জীবনে, কিংবা সামাজিক যোগাযোগের প্রয়োজনে একাধিক ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা বেশ গুরুত্বপূর্ণ।
৩ ঘণ্টা আগে