ফিচার ডেস্ক
অনলাইনে বাড়তে থাকা প্রতারণা রোধে বড় পদক্ষেপ নিয়েছে মেটা। এখন পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রামের ২০ লাখের বেশি সন্দেহজনক অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল ‘পিগ বুচারিং’ কেলেঙ্কারি ঠেকানো। এ ধরনের প্রতারণার মাধ্যমে অসৎ উপায়ে নেটিজেনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।
বিশ্বব্যাপী এ ধরনের প্রতারণার শিকার হয়েছে প্রায় ৩ লাখ মানুষ। প্রতারণার শিকার মানুষেরা ২০২৩ সালে মোট ৬৪ বিলিয়ন ডলার হারিয়েছে। মেটা এই প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও আইনি সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত চালায়। সেখান থেকে জানা যায়, সেসব অপরাধের পেছনে কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের একটি বড় গ্রুপ রয়েছে। অবশেষে এই কেলেঙ্কারি ঠেকাতে মেটা ২০ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
পিগ বুচারিং জালিয়াতি
প্রাথমিকভাবে এই প্রতারণা বন্ধুত্বপূর্ণ মেসেজ দিয়ে শুরু হয়। এর মাধ্যমে অপরিচিত ব্যক্তি ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলে। এরপর তার লক্ষ্য হয় বিশ্বাস অর্জন করে প্রতারণার মাধ্যমে কোনো প্রকল্পে বা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের প্রস্তাব দেওয়া। যারা এই ফাঁদে পা দেয়, তারা প্রথমে অল্প পরিমাণে টাকা তুলে নিতে পারে। কিন্তু পরে হঠাৎ তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যায়। এমনকি কিছু কিছু ক্ষেত্রে চাকরি খুঁজছে এমন ব্যক্তিদের চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা আদায় করা হতো অনৈতিকভাবে। মেটা এই ধরনের প্রতারণামূলক অ্যাকাউন্ট চিহ্নিত করা শুরু করে এবং সেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
যেভাবে সতর্ক থাকবেন
অনলাইনে আসা যেকোনো অচেনা মেসেজ সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। অনেক সময় অপরিচিত ব্যক্তি বন্ধুত্বপূর্ণ মেসেজ দিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে। তাই অচেনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। সন্দেহজনক কিছু মনে হলে সেই প্রোফাইলটি রিপোর্ট করুন।
সূত্র: ফোর্বস
অনলাইনে বাড়তে থাকা প্রতারণা রোধে বড় পদক্ষেপ নিয়েছে মেটা। এখন পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রামের ২০ লাখের বেশি সন্দেহজনক অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল ‘পিগ বুচারিং’ কেলেঙ্কারি ঠেকানো। এ ধরনের প্রতারণার মাধ্যমে অসৎ উপায়ে নেটিজেনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।
বিশ্বব্যাপী এ ধরনের প্রতারণার শিকার হয়েছে প্রায় ৩ লাখ মানুষ। প্রতারণার শিকার মানুষেরা ২০২৩ সালে মোট ৬৪ বিলিয়ন ডলার হারিয়েছে। মেটা এই প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও আইনি সংস্থার সঙ্গে যৌথভাবে তদন্ত চালায়। সেখান থেকে জানা যায়, সেসব অপরাধের পেছনে কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের একটি বড় গ্রুপ রয়েছে। অবশেষে এই কেলেঙ্কারি ঠেকাতে মেটা ২০ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে।
পিগ বুচারিং জালিয়াতি
প্রাথমিকভাবে এই প্রতারণা বন্ধুত্বপূর্ণ মেসেজ দিয়ে শুরু হয়। এর মাধ্যমে অপরিচিত ব্যক্তি ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলে। এরপর তার লক্ষ্য হয় বিশ্বাস অর্জন করে প্রতারণার মাধ্যমে কোনো প্রকল্পে বা ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের প্রস্তাব দেওয়া। যারা এই ফাঁদে পা দেয়, তারা প্রথমে অল্প পরিমাণে টাকা তুলে নিতে পারে। কিন্তু পরে হঠাৎ তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যায়। এমনকি কিছু কিছু ক্ষেত্রে চাকরি খুঁজছে এমন ব্যক্তিদের চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা আদায় করা হতো অনৈতিকভাবে। মেটা এই ধরনের প্রতারণামূলক অ্যাকাউন্ট চিহ্নিত করা শুরু করে এবং সেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
যেভাবে সতর্ক থাকবেন
অনলাইনে আসা যেকোনো অচেনা মেসেজ সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। অনেক সময় অপরিচিত ব্যক্তি বন্ধুত্বপূর্ণ মেসেজ দিয়ে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে। তাই অচেনা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। সন্দেহজনক কিছু মনে হলে সেই প্রোফাইলটি রিপোর্ট করুন।
সূত্র: ফোর্বস
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে