প্রযুক্তি ডেস্ক
প্রতি বছর ২১ মার্চ ইউনেসকো বিশ্ব কবিতা দিবস উদ্যাপন করে। ১৯৯৯ সালে এই দিবস পালনের সিদ্ধান্ত হয়। মনে করা হয়, কবিতার জন্ম হাজার হাজার বছর আগে। মৌখিক ও লিখিত রূপে বাঁচিয়ে রাখা হয়েছে একে। বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিতে কবিতার অসংখ্য ধরন রয়েছে।
কবিতার জনপ্রিয় কয়েকটি ধরন হলো—
হাইকু: তিন লাইনের কবিতা। যার প্রথম লাইনের সিলেবল সংখ্যা পাঁচ, এরপরের লাইনে সাত এবং সর্বশেষ লাইনে পাঁচ।
লিমেরিক: হাস্যরসমূলক পাঁচ লাইনের কবিতা।
সনেট: সনেট বা চতুর্দশপদী কবিতা মূলত ১৪ লাইনের কবিতা। যেটি মূলত ২ ভাগে বিভক্ত হয়। প্রথম অংশে ৮ লাইন ও পরের অংশে থাকে ৬ লাইন। প্রথম আট লাইনকে অষ্টক এবং পরবর্তী ছয় লাইনকে ষষ্ঠক বলে।
ভিলেনেল: ভিলেনেল মূলত ১৯ লাইনের কবিতা। ৫টি ৩ লাইনের চরণ ও একটি ৪ লাইনের চরণ দিয়ে গঠিত।
মুক্ত শ্লোক: এটি মূলত কোনো নির্দিষ্ট কাঠামো ছাড়া কবিতা।
গজল: একটি নির্দিষ্ট ছন্দের কবিতার আরবি ও ফারসি রূপ।
গদ্য কবিতা: গদ্যের ধরনে লেখা কবিতা।
ওড: এই ধরনের কবিতা মূলত নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বস্তু বা ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়।
সেস্টিনা: মূলত ৩৯ লাইনের কবিতা যার ৬ লাইনের ৬টি চরণ থাকে এবং একটি ৩ লাইনের চরণ থাকে।
মহাকাব্য: দীর্ঘ বর্ণনামূলক কবিতা।
কৃত্রিম বুদ্ধিমত্তা কি কবিতা লিখতে পারে
কবিতাকে মানুষের অভিব্যক্তি প্রকাশের অন্যতম শৈল্পিক রূপ হিসেবে বিবেচনা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতিকে আমলে নিয়ে আমরা চ্যাটজিপিটিকে একটি কবিতা লিখতে দিই। চ্যাটজিপিটিকে শেক্সপিয়ারের একটি সনেটের মতো করে কবিতা লিখে দিতে নির্দেশনা দেওয়া হয়। একই বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কবিতা লিখতে বলা হয়েছিল চ্যাটজিপিটিকে। পাশাপাশি মিলিয়ে দেখুন দুটি সনেট:
কৃত্রিম বুদ্ধিমত্তা অবশ্য এখন গল্প, সংবাদ প্রতিবেদন, উপন্যাস, চিত্রকল্প এমনকি সিনেমাও বানিয়ে দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো নতুন জ্ঞান উৎপাদন এবং মৌলিক সৃষ্টিতে মানুষের কাছাকাছিও আসতে পারবে না।
প্রতি বছর ২১ মার্চ ইউনেসকো বিশ্ব কবিতা দিবস উদ্যাপন করে। ১৯৯৯ সালে এই দিবস পালনের সিদ্ধান্ত হয়। মনে করা হয়, কবিতার জন্ম হাজার হাজার বছর আগে। মৌখিক ও লিখিত রূপে বাঁচিয়ে রাখা হয়েছে একে। বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতিতে কবিতার অসংখ্য ধরন রয়েছে।
কবিতার জনপ্রিয় কয়েকটি ধরন হলো—
হাইকু: তিন লাইনের কবিতা। যার প্রথম লাইনের সিলেবল সংখ্যা পাঁচ, এরপরের লাইনে সাত এবং সর্বশেষ লাইনে পাঁচ।
লিমেরিক: হাস্যরসমূলক পাঁচ লাইনের কবিতা।
সনেট: সনেট বা চতুর্দশপদী কবিতা মূলত ১৪ লাইনের কবিতা। যেটি মূলত ২ ভাগে বিভক্ত হয়। প্রথম অংশে ৮ লাইন ও পরের অংশে থাকে ৬ লাইন। প্রথম আট লাইনকে অষ্টক এবং পরবর্তী ছয় লাইনকে ষষ্ঠক বলে।
ভিলেনেল: ভিলেনেল মূলত ১৯ লাইনের কবিতা। ৫টি ৩ লাইনের চরণ ও একটি ৪ লাইনের চরণ দিয়ে গঠিত।
মুক্ত শ্লোক: এটি মূলত কোনো নির্দিষ্ট কাঠামো ছাড়া কবিতা।
গজল: একটি নির্দিষ্ট ছন্দের কবিতার আরবি ও ফারসি রূপ।
গদ্য কবিতা: গদ্যের ধরনে লেখা কবিতা।
ওড: এই ধরনের কবিতা মূলত নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বস্তু বা ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়।
সেস্টিনা: মূলত ৩৯ লাইনের কবিতা যার ৬ লাইনের ৬টি চরণ থাকে এবং একটি ৩ লাইনের চরণ থাকে।
মহাকাব্য: দীর্ঘ বর্ণনামূলক কবিতা।
কৃত্রিম বুদ্ধিমত্তা কি কবিতা লিখতে পারে
কবিতাকে মানুষের অভিব্যক্তি প্রকাশের অন্যতম শৈল্পিক রূপ হিসেবে বিবেচনা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতিকে আমলে নিয়ে আমরা চ্যাটজিপিটিকে একটি কবিতা লিখতে দিই। চ্যাটজিপিটিকে শেক্সপিয়ারের একটি সনেটের মতো করে কবিতা লিখে দিতে নির্দেশনা দেওয়া হয়। একই বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কবিতা লিখতে বলা হয়েছিল চ্যাটজিপিটিকে। পাশাপাশি মিলিয়ে দেখুন দুটি সনেট:
কৃত্রিম বুদ্ধিমত্তা অবশ্য এখন গল্প, সংবাদ প্রতিবেদন, উপন্যাস, চিত্রকল্প এমনকি সিনেমাও বানিয়ে দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কখনো নতুন জ্ঞান উৎপাদন এবং মৌলিক সৃষ্টিতে মানুষের কাছাকাছিও আসতে পারবে না।
তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
৬ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
৭ ঘণ্টা আগেঅ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা
৮ ঘণ্টা আগে