Ajker Patrika

এক্স থেকে আয় বাড়াতে ফি কমিয়ে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২: ০৪
এক্স থেকে আয় বাড়াতে ফি কমিয়ে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান

ইলন মাস্ক টুইটার কিনে নিয়ে নাম পাল্টে এক্স রাখার পর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনী আয় কমে গেছে। আয় বাড়াতে নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসছেন টেসলার সিইও। এবার তিনি ফি কমিয়ে নতুন সাবস্ক্রিপশন প্ল্যান আনছেন বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানায়। 

ইলন মাস্ক বলেছেন, এখন তিন ধরনের সাবস্ক্রিপশন থাকবে। একটিতে বিজ্ঞাপন যুক্ত থাকবে, যেটির মাসিক ফি এখনকার চেয়ে ৮ ডলার কম হবে। কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়া প্ল্যানের ফি আরও বাড়বে। আর বিদ্যমান প্রিমিয়াম প্ল্যানে ‘অর্ধেক বিজ্ঞাপন’ দেখানো হবে। 

তবে তিন স্তরের নতুন সাবস্ক্রিপশন প্ল্যানগুলোর প্রকৃত দাম জানাননি ইলন মাস্ক। 

এ মাসের শুরুতে এক ব্যবহারকারী এক্সের কোডে তিনটি পৃথক প্রিমিয়াম স্তরের রেফারেন্স খুঁজে পেয়েছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনেও বলা হয়, আয় বাড়াতে এক্স একাধিক সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে আসবে। 

মাস্ক ও তার কোম্পানি বিভিন্ন উপায়ে এক্সের আয় বাড়ানোর প্রচেষ্টা করছে। টুইট, রিটুইট, লাইক ও রিপ্লাইয়ের মতো সাধারণ কাজের জন্য এই সপ্তাহে নিউজিল্যান্ড ও ফিলিপাইনে ১ ডলার প্ল্যান চালু করছে কোম্পানিটি। এক্স বলছে, আয় বাড়ানোর উদ্দেশ্যে পদক্ষেপটি নেওয়া হয়নি, বরং বট বা ভুয়া অ্যাকাউন্ট বন্ধে এটি করা হয়েছে। 

মাস্ক টুইটার কিনে নেওয়ার পরে প্ল্যাটফর্মটির বিজ্ঞাপনী আয় কমে গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। তাই মাস্ক আয় বাড়ানোর জন্য সাবক্রিপশনের পরিকল্পনা নিয়ে আসছেন বলে ধারণা করা হচ্ছে। 

বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করতে এনবিসিইউনিভার্সালের সাবেক নির্বাহী লিন্ডা ইয়াক্কারিনোকে এক্সের সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। লিন্ডা বলেন, এক্সে ২ হাজার ৪৫০ লাখের মতো সক্রিয় ব্যবহারকারী রয়েছেন। সেই সঙ্গে প্ল্যাটফর্মটিতে প্রতিদিন ৫০ কোটির মতো পোস্ট হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত