আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে আইকোন ও ইমোজি কাস্টমাইজেশনের সুযোগ দেবে অ্যাপল। ফলে ফোনের স্ক্রিনে পছন্দমতো জায়গায় অ্যাপগুলো রাখতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে অ্যাপলের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন ইমোজি তৈরিও করা যাবে। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান এসব তথ্য জানিয়েছেন।
এ ধরনের আইকোন কাস্টমাইজেশনের সুযোগ অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায়। নতুন আইওএস আপডেটের মাধ্যমে এবার আইফোন ব্যবহারকারীও এই ফিচার ব্যবহার করতে পারবেন।
গুরম্যান বলেছেন, আইওএস ১৮-এ অ্যাপ আইকোনের রং পরিবর্তন করা যাবে। যেমন: সামাজিক যোগাযোগমাধ্যম ও আর্থিক অ্যাপগুলোর আইকোন নীল রং করা যাবে। তবে নতুন ফিচারটির মাধ্যমে অ্যাপ আইকোনের শুধু রং পরিবর্তন করা যাবে, নাকি এতে নিজের পছন্দমতো ছবিও ব্যবহার করা যাবে তা স্পষ্ট নয়।
আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ফিচার যুক্ত করবে অ্যাপল। এর মধ্যে এআই ইমোজি তৈরির ফিচারও রয়েছে। ফলে ব্যবহারকারীরা ইচ্ছামতো নির্দেশনা দিয়ে পছন্দের ইমোজি তৈরি করতে পারবে। এ ছাড়া, সাফারি ওয়েব ব্রাউজার, অ্যাপল অ্যাসিস্ট্যান্ট সিরি, ফটো রিটাচিং, ভয়েস মেমো ট্রান্সক্রিপশনের মতো ফিচারগুলোতেও এআই সংযোজন আসতে পারে।
অ্যাপলের নিজস্ব ডেভেলপার সম্মেলন ‘ডব্লিউডব্লিউডিসি’ আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে আইওএস ১৮ উন্মোচন হতে পারে।
গত বছর থেকে অ্যান্ড্রয়েড বিভিন্ন স্মার্টফোনে এআইভিত্তিক ফিচার নিয়ে আসা হয়েছে। এই ক্ষেত্রে আইফোন এখনো পিছিয়ে রয়েছে।
এই মাসের শুরু দিকে নতুন আইপ্যাড এয়ার ও আইপ্যাড প্রো উন্মোচন করে অ্যাপল। এতে কিছু এআই ফিচার ব্যবহার করা হবে। এ ছাড়া আইফোনে চ্যাটজিপিটির মতো নিজস্ব এআই চ্যাটবট যুক্ত করার জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করেছে অ্যাপল। এই ফিচারও আইওএস ১৮ আপডেটে দেখা যেতে পারে।
তথ্যসূত্র: নাইনটুভাইভ ম্যাক ও ম্যাকরিউমার
আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে আইকোন ও ইমোজি কাস্টমাইজেশনের সুযোগ দেবে অ্যাপল। ফলে ফোনের স্ক্রিনে পছন্দমতো জায়গায় অ্যাপগুলো রাখতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে অ্যাপলের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন ইমোজি তৈরিও করা যাবে। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান এসব তথ্য জানিয়েছেন।
এ ধরনের আইকোন কাস্টমাইজেশনের সুযোগ অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায়। নতুন আইওএস আপডেটের মাধ্যমে এবার আইফোন ব্যবহারকারীও এই ফিচার ব্যবহার করতে পারবেন।
গুরম্যান বলেছেন, আইওএস ১৮-এ অ্যাপ আইকোনের রং পরিবর্তন করা যাবে। যেমন: সামাজিক যোগাযোগমাধ্যম ও আর্থিক অ্যাপগুলোর আইকোন নীল রং করা যাবে। তবে নতুন ফিচারটির মাধ্যমে অ্যাপ আইকোনের শুধু রং পরিবর্তন করা যাবে, নাকি এতে নিজের পছন্দমতো ছবিও ব্যবহার করা যাবে তা স্পষ্ট নয়।
আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ফিচার যুক্ত করবে অ্যাপল। এর মধ্যে এআই ইমোজি তৈরির ফিচারও রয়েছে। ফলে ব্যবহারকারীরা ইচ্ছামতো নির্দেশনা দিয়ে পছন্দের ইমোজি তৈরি করতে পারবে। এ ছাড়া, সাফারি ওয়েব ব্রাউজার, অ্যাপল অ্যাসিস্ট্যান্ট সিরি, ফটো রিটাচিং, ভয়েস মেমো ট্রান্সক্রিপশনের মতো ফিচারগুলোতেও এআই সংযোজন আসতে পারে।
অ্যাপলের নিজস্ব ডেভেলপার সম্মেলন ‘ডব্লিউডব্লিউডিসি’ আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে আইওএস ১৮ উন্মোচন হতে পারে।
গত বছর থেকে অ্যান্ড্রয়েড বিভিন্ন স্মার্টফোনে এআইভিত্তিক ফিচার নিয়ে আসা হয়েছে। এই ক্ষেত্রে আইফোন এখনো পিছিয়ে রয়েছে।
এই মাসের শুরু দিকে নতুন আইপ্যাড এয়ার ও আইপ্যাড প্রো উন্মোচন করে অ্যাপল। এতে কিছু এআই ফিচার ব্যবহার করা হবে। এ ছাড়া আইফোনে চ্যাটজিপিটির মতো নিজস্ব এআই চ্যাটবট যুক্ত করার জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করেছে অ্যাপল। এই ফিচারও আইওএস ১৮ আপডেটে দেখা যেতে পারে।
তথ্যসূত্র: নাইনটুভাইভ ম্যাক ও ম্যাকরিউমার
চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা চিপসেটের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। এই চাহিদা মেটাতে তাইওয়ানের চিপ প্রস্তুতকারণ প্রতিষ্ঠান টিএসএমসি–কে ৩ লাখ এইচ২০ চিপসেটের অর্ডার দিয়েছে এনভিডিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেটেক জায়ান্ট অ্যাপল দীর্ঘদিন ধরেই তাদের জনপ্রিয় স্মার্টওয়াচে ক্যামেরা সংযুক্ত করার কথা ভাবছে। ২০১৯ সালেই এই বিষয়ে একটি পেটেন্ট আবেদন করে তারা। যদিও এখনো সেটি বাস্তবে রূপ নেয়নি। তবে এবার হয়তো প্রথম ক্যামেরাযুক্ত স্মার্টওয়াচ বাজারে আনতে চলেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।
২ ঘণ্টা আগেকনটেন্টভিত্তিক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কারণে পৃথিবীর কোন প্রান্তের কোন মানুষের ভাগ্য কখন যে খুলে যায়, তা কেউ বলতে পারে না। তুষার চাকমার গল্পটাও সে রকম। একসময় যে ফেসবুক ছিল তাঁর বিনোদনের মাধ্যম, এখন সেটিই হয়ে উঠেছে আয়ের উৎস। কোথাও না গিয়ে নিজের এলাকায় থেকে, নিজের মতো কাজ করে এখন তিনি মাসে গড়ে
৩ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে এআই চলচ্চিত্র। পিছিয়ে নেই বাংলাদেশও। যুগের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিজ্ঞানভিত্তিক এডুটেক প্ল্যাটফর্ম বিজ্ঞানপ্রিয় নিয়ে এসেছে এআই নির্মিত স্বল্পদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র কিংবা শর্টফিল্ম ‘টাইম ট্রাভেল’।
৪ ঘণ্টা আগে