আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে আইকোন ও ইমোজি কাস্টমাইজেশনের সুযোগ দেবে অ্যাপল। ফলে ফোনের স্ক্রিনে পছন্দমতো জায়গায় অ্যাপগুলো রাখতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে অ্যাপলের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন ইমোজি তৈরিও করা যাবে। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান এসব তথ্য জানিয়েছেন।
এ ধরনের আইকোন কাস্টমাইজেশনের সুযোগ অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায়। নতুন আইওএস আপডেটের মাধ্যমে এবার আইফোন ব্যবহারকারীও এই ফিচার ব্যবহার করতে পারবেন।
গুরম্যান বলেছেন, আইওএস ১৮-এ অ্যাপ আইকোনের রং পরিবর্তন করা যাবে। যেমন: সামাজিক যোগাযোগমাধ্যম ও আর্থিক অ্যাপগুলোর আইকোন নীল রং করা যাবে। তবে নতুন ফিচারটির মাধ্যমে অ্যাপ আইকোনের শুধু রং পরিবর্তন করা যাবে, নাকি এতে নিজের পছন্দমতো ছবিও ব্যবহার করা যাবে তা স্পষ্ট নয়।
আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ফিচার যুক্ত করবে অ্যাপল। এর মধ্যে এআই ইমোজি তৈরির ফিচারও রয়েছে। ফলে ব্যবহারকারীরা ইচ্ছামতো নির্দেশনা দিয়ে পছন্দের ইমোজি তৈরি করতে পারবে। এ ছাড়া, সাফারি ওয়েব ব্রাউজার, অ্যাপল অ্যাসিস্ট্যান্ট সিরি, ফটো রিটাচিং, ভয়েস মেমো ট্রান্সক্রিপশনের মতো ফিচারগুলোতেও এআই সংযোজন আসতে পারে।
অ্যাপলের নিজস্ব ডেভেলপার সম্মেলন ‘ডব্লিউডব্লিউডিসি’ আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে আইওএস ১৮ উন্মোচন হতে পারে।
গত বছর থেকে অ্যান্ড্রয়েড বিভিন্ন স্মার্টফোনে এআইভিত্তিক ফিচার নিয়ে আসা হয়েছে। এই ক্ষেত্রে আইফোন এখনো পিছিয়ে রয়েছে।
এই মাসের শুরু দিকে নতুন আইপ্যাড এয়ার ও আইপ্যাড প্রো উন্মোচন করে অ্যাপল। এতে কিছু এআই ফিচার ব্যবহার করা হবে। এ ছাড়া আইফোনে চ্যাটজিপিটির মতো নিজস্ব এআই চ্যাটবট যুক্ত করার জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করেছে অ্যাপল। এই ফিচারও আইওএস ১৮ আপডেটে দেখা যেতে পারে।
তথ্যসূত্র: নাইনটুভাইভ ম্যাক ও ম্যাকরিউমার
আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে আইকোন ও ইমোজি কাস্টমাইজেশনের সুযোগ দেবে অ্যাপল। ফলে ফোনের স্ক্রিনে পছন্দমতো জায়গায় অ্যাপগুলো রাখতে পারবেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে অ্যাপলের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন ইমোজি তৈরিও করা যাবে। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান এসব তথ্য জানিয়েছেন।
এ ধরনের আইকোন কাস্টমাইজেশনের সুযোগ অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যায়। নতুন আইওএস আপডেটের মাধ্যমে এবার আইফোন ব্যবহারকারীও এই ফিচার ব্যবহার করতে পারবেন।
গুরম্যান বলেছেন, আইওএস ১৮-এ অ্যাপ আইকোনের রং পরিবর্তন করা যাবে। যেমন: সামাজিক যোগাযোগমাধ্যম ও আর্থিক অ্যাপগুলোর আইকোন নীল রং করা যাবে। তবে নতুন ফিচারটির মাধ্যমে অ্যাপ আইকোনের শুধু রং পরিবর্তন করা যাবে, নাকি এতে নিজের পছন্দমতো ছবিও ব্যবহার করা যাবে তা স্পষ্ট নয়।
আইওএস ১৮ আপডেটের মাধ্যমে আইফোনে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক ফিচার যুক্ত করবে অ্যাপল। এর মধ্যে এআই ইমোজি তৈরির ফিচারও রয়েছে। ফলে ব্যবহারকারীরা ইচ্ছামতো নির্দেশনা দিয়ে পছন্দের ইমোজি তৈরি করতে পারবে। এ ছাড়া, সাফারি ওয়েব ব্রাউজার, অ্যাপল অ্যাসিস্ট্যান্ট সিরি, ফটো রিটাচিং, ভয়েস মেমো ট্রান্সক্রিপশনের মতো ফিচারগুলোতেও এআই সংযোজন আসতে পারে।
অ্যাপলের নিজস্ব ডেভেলপার সম্মেলন ‘ডব্লিউডব্লিউডিসি’ আগামী ১০ জুন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে আইওএস ১৮ উন্মোচন হতে পারে।
গত বছর থেকে অ্যান্ড্রয়েড বিভিন্ন স্মার্টফোনে এআইভিত্তিক ফিচার নিয়ে আসা হয়েছে। এই ক্ষেত্রে আইফোন এখনো পিছিয়ে রয়েছে।
এই মাসের শুরু দিকে নতুন আইপ্যাড এয়ার ও আইপ্যাড প্রো উন্মোচন করে অ্যাপল। এতে কিছু এআই ফিচার ব্যবহার করা হবে। এ ছাড়া আইফোনে চ্যাটজিপিটির মতো নিজস্ব এআই চ্যাটবট যুক্ত করার জন্য ওপেনএআইয়ের সঙ্গে চুক্তি করেছে অ্যাপল। এই ফিচারও আইওএস ১৮ আপডেটে দেখা যেতে পারে।
তথ্যসূত্র: নাইনটুভাইভ ম্যাক ও ম্যাকরিউমার
ফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২ ঘণ্টা আগেধর্ষণ ও অজাচার (নিকটাত্মীয়ের মধ্যে যৌন সম্পর্ক) উৎসাহিত করার অভিযোগের মুখে পড়েছে ভিডিও গেম ‘নো মার্সি’। সারা বিশ্বে গেমিং কমিউনিটির তীব্র সমালোচনার মুখে অবশেষে স্টিম প্ল্যাটফর্ম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেবিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
১১ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
২০ ঘণ্টা আগে