ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো বন্ধে কনটেন্ট পর্যবেক্ষণ করার নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। ডিপফেকের মতো ভুল তথ্য ছড়ানো বন্ধসহ ডিজিটাল সেবার আইন মেনে চলতে জাকারবার্গকে চিঠি দেন ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন মার্ক। ২৪ ঘণ্টা সময়ের মধ্যে জবাব দিল মেটা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এন্ডগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়।
মেটার বিবৃতিতে জানা যায়, মেটা সদা–পরিবর্তনশীল অপারেশন সেন্টার তৈরি করেছে। এই সেন্টারে হিব্রু ও আরবি ভাষায় দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। গত শনিবার ইসরায়েলের ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা করে । এই হামলার পর গুজব ও ভুল তথ্য ঠেকাতে কোম্পানির দক্ষ কর্মীরা প্ল্যাটফর্মটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে করছে। প্ল্যাটফর্মটি ব্যবহার করে যেসব গ্রাহক যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনছে তাদের নিরাপত্তা দিতেও কাজ করছে মেটা।
মেটা হিব্রু বা আরবি ভাষার ৭ লাখ ৯৫ হাজারেরও বেশি স্বতন্ত্র কনটেন্ট পর্যবেক্ষণ করে এবং কনটেন্টগুলো নৃশংস লেবেল দিয়ে চিহ্নিত করেছে বা মুছে ফেলেছে।
নীতি লঙ্ঘন ও বিপজ্জনক সংস্থার বিভিন্ন কার্যক্রমের জন্য দুই ভাষা জুড়ে সাতগুণ বেশি কনটেন্ট প্রতিদিন সরানো হয়েছে। দ্বন্দ্ব শুরু হওয়ার দুই মাস আগে থেকেই এই কাজ করেছে মেটা।
মেটার বিপজ্জনক সংস্থা ও স্বতন্ত্র নীতির অধীনে তালিকাভুক্ত হামাস। কোম্পানির সকল প্ল্যাটফর্মে এই গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ। তবে এ বিষয়ে সংবাদ ও সাধারণ আলোচনা করা যাবে।
মেটার পরবর্তী পদক্ষেপগুলির মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগগুলিকে সীমাবদ্ধ করা, যা নিয়মিতভাবে মেটার নীতিগুলি লঙ্ঘন করে। সেই সঙ্গে যে কোনো কনটেন্টও মেটা মুছে ফেলবে, যা স্পষ্টভাবে কোনো জিম্মিকে চিহ্নিত করে (যদিও অস্পষ্ট ছবি অনুমোদিত) ৷ এ ছাড়া কোম্পানি নতুন পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে যা ব্যবহারকারীর কাছে ক্ষতিকর কনটেন্টের সুপারিশ করা বন্ধ করবে।
মেটা বলছে, ব্যবহারকারীর ব্যক্তিগত বিশ্বাস নির্বিশেষে এই নীতিগুলি প্রয়োগ করা হয় এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা বিশ্বাসকে দমন করা কোম্পানির উদ্দেশ্য নয়।
তবে এসব পদক্ষেপ ব্রেটনকে সন্তুষ্ট করবে নাকি তা স্পষ্ট নয়। বেট্রন একই ধরনের চিঠি এক্স প্ল্যাটফর্মকেও পাঠায়। চিঠির জবাবে কোম্পানির নতুন নীতিগুলো তুলে ধরে এক্স। এ বিষয়ে ডিসিএ–এর আইনের সঙ্গে সংগতি রেখে ইইউ একটি তদন্ত করবে বলে জানিয়েছে।
ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো বন্ধে কনটেন্ট পর্যবেক্ষণ করার নতুন পদক্ষেপ নিয়েছে মেটা। ডিপফেকের মতো ভুল তথ্য ছড়ানো বন্ধসহ ডিজিটাল সেবার আইন মেনে চলতে জাকারবার্গকে চিঠি দেন ইইউ কমিশনার থিয়েরি ব্রেটন মার্ক। ২৪ ঘণ্টা সময়ের মধ্যে জবাব দিল মেটা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এন্ডগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়।
মেটার বিবৃতিতে জানা যায়, মেটা সদা–পরিবর্তনশীল অপারেশন সেন্টার তৈরি করেছে। এই সেন্টারে হিব্রু ও আরবি ভাষায় দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। গত শনিবার ইসরায়েলের ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা করে । এই হামলার পর গুজব ও ভুল তথ্য ঠেকাতে কোম্পানির দক্ষ কর্মীরা প্ল্যাটফর্মটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে করছে। প্ল্যাটফর্মটি ব্যবহার করে যেসব গ্রাহক যুদ্ধের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনছে তাদের নিরাপত্তা দিতেও কাজ করছে মেটা।
মেটা হিব্রু বা আরবি ভাষার ৭ লাখ ৯৫ হাজারেরও বেশি স্বতন্ত্র কনটেন্ট পর্যবেক্ষণ করে এবং কনটেন্টগুলো নৃশংস লেবেল দিয়ে চিহ্নিত করেছে বা মুছে ফেলেছে।
নীতি লঙ্ঘন ও বিপজ্জনক সংস্থার বিভিন্ন কার্যক্রমের জন্য দুই ভাষা জুড়ে সাতগুণ বেশি কনটেন্ট প্রতিদিন সরানো হয়েছে। দ্বন্দ্ব শুরু হওয়ার দুই মাস আগে থেকেই এই কাজ করেছে মেটা।
মেটার বিপজ্জনক সংস্থা ও স্বতন্ত্র নীতির অধীনে তালিকাভুক্ত হামাস। কোম্পানির সকল প্ল্যাটফর্মে এই গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ। তবে এ বিষয়ে সংবাদ ও সাধারণ আলোচনা করা যাবে।
মেটার পরবর্তী পদক্ষেপগুলির মধ্যে রয়েছে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগগুলিকে সীমাবদ্ধ করা, যা নিয়মিতভাবে মেটার নীতিগুলি লঙ্ঘন করে। সেই সঙ্গে যে কোনো কনটেন্টও মেটা মুছে ফেলবে, যা স্পষ্টভাবে কোনো জিম্মিকে চিহ্নিত করে (যদিও অস্পষ্ট ছবি অনুমোদিত) ৷ এ ছাড়া কোম্পানি নতুন পর্যবেক্ষণ প্রযুক্তি ব্যবহার করছে যা ব্যবহারকারীর কাছে ক্ষতিকর কনটেন্টের সুপারিশ করা বন্ধ করবে।
মেটা বলছে, ব্যবহারকারীর ব্যক্তিগত বিশ্বাস নির্বিশেষে এই নীতিগুলি প্রয়োগ করা হয় এবং কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা বিশ্বাসকে দমন করা কোম্পানির উদ্দেশ্য নয়।
তবে এসব পদক্ষেপ ব্রেটনকে সন্তুষ্ট করবে নাকি তা স্পষ্ট নয়। বেট্রন একই ধরনের চিঠি এক্স প্ল্যাটফর্মকেও পাঠায়। চিঠির জবাবে কোম্পানির নতুন নীতিগুলো তুলে ধরে এক্স। এ বিষয়ে ডিসিএ–এর আইনের সঙ্গে সংগতি রেখে ইইউ একটি তদন্ত করবে বলে জানিয়েছে।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৮ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৮ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
২১ ঘণ্টা আগে