Ajker Patrika

ইলন মাস্ককে ঠেকাতে টুইটারের ‘পয়জন পিল’ নীতি

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৬: ১৯
ইলন মাস্ককে ঠেকাতে টুইটারের ‘পয়জন পিল’ নীতি

ইলন মাস্কের টুইটার অধিগ্রহণ ঠেকাতে সম্প্রতি টুইটারের পরিচালনা পর্ষদ একটি স্বল্পমেয়াদি শেয়ারহোল্ডার অধিগ্রহণ নীতি গ্রহণ করেছে, যার নাম দিয়েছে ‘পয়জন পিল’। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুইটার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন। 

টুইটারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পয়জন পিল নীতি  ইলন মাস্ক ছাড়া টুইটারের অন্য শেয়ারহোল্ডারদের জন্য অপেক্ষাকৃত সস্তা মূল্যে কোম্পানির আরও শেয়ার কেনার অধিকার সংরক্ষণ করবে এবং মাস্কের অংশীদারত্ব কার্যকরভাবে কমিয়ে দেবে। মাস্ক যদি কোম্পানির ১৫ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণ করে, তবে নীতিটি চালু হবে। ইলন মাস্ক বর্তমানে টুইটারের ৯ শতাংশ শেয়ারের মালিক। 

সম্প্রতি টুইটারের সম্পূর্ণ মালিকানা কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন টেসলারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তাঁর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চুক্তিতে কিছুটা নিয়ন্ত্রণ আনতে টুইটারের পরিচালনা পর্ষদ পয়জন পিল নামে এই নতুন নীতি গ্রহণ করেছে। পয়জন পিলকে বলা হচ্ছে একটি করপোরেট অধিগ্রহণ প্রতিরক্ষাব্যবস্থা। এতে মাস্কের বিড বন্ধ হবে না, তবে টুইটারের মূল্য বেড়ে যাবে এবং মাস্কের পক্ষে কিনে নেওয়া কঠিন হবে অথবা মাস্ককে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে। 

টুইটারের সংবাদ বিজ্ঞপ্তির পর শুক্রবার বিকেলে ইলন মাস্ক প্রথম প্রতিক্রিয়া জানান। তিনি বিটিসি আর্কাইভ অ্যাকাউন্ট থেকে একটি টুইটার পোলের মাধ্যমে জিজ্ঞেস করেন, ‘আপনি কি চান ইলন মাস্ক টুইটার কিনুক?’ সেখানে বেশির ভাগ উত্তরদাতাই ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। এ ব্যাপারে সিএনএনের পক্ষ থেকে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি এই ধনকুবের।

গত বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে এক বক্তৃতায় ইলন মাস্ক বলেন, ‘টুইটারকে ঢেলে সাজানো প্রয়োজন। আমি ৪ হাজার ৩০০ কোটি ডলারে সামাজিক যোগাযোগমাধ্যমটিকে কিনে নিতে চাই।’ 

ওয়েডবুশের বিশ্লেষক ড্যান ইভস পয়জন পিল সম্পর্কে বলেন, ‘এটি একটি অনুমানযোগ্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা। আমরা বিশ্বাস করি, মাস্ক এ রকম ভয় ধরানো পদক্ষেপই আশা করেছিলেন। টুইটারের এই নীতি মাস্ক ও অন্যান্য শেয়ারহোল্ডারদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। তবে এটি টুইটারের পরিচালনা পর্ষদকে রক্ষা করতে পারে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত