Ajker Patrika

দুমার চ্যানেল বন্ধ করল ইউটিউব

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১২: ৫১
দুমার চ্যানেল বন্ধ করল ইউটিউব

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। তারা বলছে, দুমা চ্যানেলটি ইউটিউবের পরিষেবার শর্তাবলি লঙ্ঘনের জন্য বন্ধ করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইউটিউব গুগলের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। রুশ যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাদজর বলছে, চ্যানেলটি চালুর জন্য ইউটিউব কর্তৃপক্ষকে তারা চাপ প্রয়োগ করছে। তারা দুমা চ্যানেলটি অবিলম্বে চালুর জন্য গুগলকে অনুরোধও করেছে। 

এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দুমার ইউটিউব চ্যানেলে থাকা কনটেন্টগুলো দ্রুত রাশিয়ান প্ল্যাটফর্মে সরিয়ে নেওয়ার জন্য বলেন। 

রোসকোমনাদজর বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের শুরু করা তথ্যযুদ্ধে স্পষ্টভাবে রুশবিরোধী অবস্থান মেনে চলছে। 

দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন বলেছেন, ‘ইউটিউবের পদক্ষেপটি ওয়াশিংটনের অধিকার ও স্বাধীনতা লঙ্ঘনের আরও প্রমাণ। তারা তথ্য প্রচারের ওপর একচেটিয়া অধিকার পেতে চায়। আমরা এটা ঘটতে দিতে পারি না।’ 

তবে গুগল কর্তৃপক্ষ বলছে, ‘যদি কোনো অ্যাকাউন্ট আমাদের পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করে, আমরা যথাযথ ব্যবস্থা নিই। আমাদের কর্মীরা সব সময় যেকোনো আপডেট ও পরিবর্তনের জন্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত