গুগল সার্চ রেজাল্টে ক্যাশ ওয়েব পেজ আর পাওয়া যাবে না। সার্চ রেজাল্ট থেকে ক্যাশড ওয়েব পেজ সরিয়ে ফেলছে গুগল। ওয়েবসাইটের সার্চের ফলাফলে ক্যাশ ফিচার না দেখতে পাওয়ার অভিযোগ কয়েক মাস ধরেই ব্যবহারকারীরা করে আসছিলেন। ১ ফেব্রুয়ারি এক্স প্ল্যাটফর্মের পোস্টে ফিচারটি সরিয়ে ফেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন গুগল সার্চের জনসংযোগ কর্মকর্তা ড্যানি সুলিভান।
বেশির ভাগ ওয়েবসাইটই প্রতিনিয়ত আপডেট হয়। নির্দিষ্ট তারিখ ও সময়ে ওয়েবসাইটটি কেমন ছিল তা রেকর্ড করে রাখে ক্যাশ ফিচার। ফলে এই ক্যাশ লিংকগুলোতে প্রবেশ করলে ওয়েবসাইটগুলোয় আগের আপডেটগুলো দেখা যায়। এই ফিচার শুধু ওয়েবসাইট ডেভেলপারদেরই সাহায্য করে না, সেই সঙ্গে সাংবাদিকদেরও সাহায্য করে। বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে কোন সময় কোন তথ্য আপডেট করা হয়েছে তা জানতেও ফিচারটি সাহায্য করে।
গুগল সার্চের একটি জনপ্রিয় ফিচার হলো ক্যাশ। আর ক্যাশ পেজে কয়েকভাবে প্রবেশ করা যেত। সার্চের ফলাফলে যেকোনো ওয়েবসাইটের পাশে তিন ডটে ক্লিক করলে ‘অ্যাবাউট দিস রেজাল্ট’ নামে একটি প্যানেল চালু হয়। প্যানেলটির নিচে স্ক্রল করলে ‘ক্যাশ’ অপশনটি পাওয়া যেত। আবার যেকোনো URL এর আগে ‘ক্যাশ’ শব্দ যুক্ত করলে সরাসরি ক্যাশড ভার্সনে নিয়ে যেত গুগল।
গুগল ধীরে ধীরে সরিয়ে ফেলেছে এই ফিচার। এর আগে এক্সে এক পোস্টে প্রযুক্তি বিশ্লেষক ব্যারি শোয়ার্টজ ডিসেম্বরের শুরুর দিকে ক্যাশ লিংকগুলো সরিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন।
আপাতত এই ফিচারের পরিবর্তে অন্য কোনো ফিচার নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই গুগলের। তবে সুভিলিয়ান আশা করেন, গুগলের ফলাফলের সঙ্গে ইন্টারনেট আর্কাইভের একটি লিংক যুক্ত করে দিতে পারে কোম্পানিটি। এর মাধ্যমে ওয়েবপেজে সময়ের সঙ্গে সঙ্গে কী কী পরিবর্তন হয়েছে, সেই আপডেটগুলো দেখা যাবে। তবে এই সুবিধা আসলেই আসবে কি না, তা নিশ্চিত করে বলেননি সুভিলিয়ান। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে তাদের (গুগলের কার্যনির্বাহীদের) সঙ্গে আলোচনা করতে হবে, কারণ এর সঙ্গে আরও মানুষ জড়িত। তবে ফিচারটি যুক্ত হলে সব মিলিয়ে ভালোই হবে।’
এই ফিচার সরিয়ে ফেলার ফলে অনেক গ্রাহক বিং সার্চ ইঞ্জিন ব্যবহার শুরু করতে পারে। কারণ ক্যাশ ওয়েবসাইট দেখার সুবিধা এখনো এই সার্চ ইঞ্জিনে পাওয়া যায়।
তথ্যসূত্র: দ্য ভার্জ
গুগল সার্চ রেজাল্টে ক্যাশ ওয়েব পেজ আর পাওয়া যাবে না। সার্চ রেজাল্ট থেকে ক্যাশড ওয়েব পেজ সরিয়ে ফেলছে গুগল। ওয়েবসাইটের সার্চের ফলাফলে ক্যাশ ফিচার না দেখতে পাওয়ার অভিযোগ কয়েক মাস ধরেই ব্যবহারকারীরা করে আসছিলেন। ১ ফেব্রুয়ারি এক্স প্ল্যাটফর্মের পোস্টে ফিচারটি সরিয়ে ফেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন গুগল সার্চের জনসংযোগ কর্মকর্তা ড্যানি সুলিভান।
বেশির ভাগ ওয়েবসাইটই প্রতিনিয়ত আপডেট হয়। নির্দিষ্ট তারিখ ও সময়ে ওয়েবসাইটটি কেমন ছিল তা রেকর্ড করে রাখে ক্যাশ ফিচার। ফলে এই ক্যাশ লিংকগুলোতে প্রবেশ করলে ওয়েবসাইটগুলোয় আগের আপডেটগুলো দেখা যায়। এই ফিচার শুধু ওয়েবসাইট ডেভেলপারদেরই সাহায্য করে না, সেই সঙ্গে সাংবাদিকদেরও সাহায্য করে। বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে কোন সময় কোন তথ্য আপডেট করা হয়েছে তা জানতেও ফিচারটি সাহায্য করে।
গুগল সার্চের একটি জনপ্রিয় ফিচার হলো ক্যাশ। আর ক্যাশ পেজে কয়েকভাবে প্রবেশ করা যেত। সার্চের ফলাফলে যেকোনো ওয়েবসাইটের পাশে তিন ডটে ক্লিক করলে ‘অ্যাবাউট দিস রেজাল্ট’ নামে একটি প্যানেল চালু হয়। প্যানেলটির নিচে স্ক্রল করলে ‘ক্যাশ’ অপশনটি পাওয়া যেত। আবার যেকোনো URL এর আগে ‘ক্যাশ’ শব্দ যুক্ত করলে সরাসরি ক্যাশড ভার্সনে নিয়ে যেত গুগল।
গুগল ধীরে ধীরে সরিয়ে ফেলেছে এই ফিচার। এর আগে এক্সে এক পোস্টে প্রযুক্তি বিশ্লেষক ব্যারি শোয়ার্টজ ডিসেম্বরের শুরুর দিকে ক্যাশ লিংকগুলো সরিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন।
আপাতত এই ফিচারের পরিবর্তে অন্য কোনো ফিচার নিয়ে আসার কোনো পরিকল্পনা নেই গুগলের। তবে সুভিলিয়ান আশা করেন, গুগলের ফলাফলের সঙ্গে ইন্টারনেট আর্কাইভের একটি লিংক যুক্ত করে দিতে পারে কোম্পানিটি। এর মাধ্যমে ওয়েবপেজে সময়ের সঙ্গে সঙ্গে কী কী পরিবর্তন হয়েছে, সেই আপডেটগুলো দেখা যাবে। তবে এই সুবিধা আসলেই আসবে কি না, তা নিশ্চিত করে বলেননি সুভিলিয়ান। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে তাদের (গুগলের কার্যনির্বাহীদের) সঙ্গে আলোচনা করতে হবে, কারণ এর সঙ্গে আরও মানুষ জড়িত। তবে ফিচারটি যুক্ত হলে সব মিলিয়ে ভালোই হবে।’
এই ফিচার সরিয়ে ফেলার ফলে অনেক গ্রাহক বিং সার্চ ইঞ্জিন ব্যবহার শুরু করতে পারে। কারণ ক্যাশ ওয়েবসাইট দেখার সুবিধা এখনো এই সার্চ ইঞ্জিনে পাওয়া যায়।
তথ্যসূত্র: দ্য ভার্জ
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে