অনলাইন ডেস্ক
অদূর ভবিষ্যতে নির্মাণশ্রমিকদের কাজের সঙ্গী হতে পারে ২০ ফুট উচ্চতার স্বয়ংক্রিয় এআই রোবট। কারণ, নতুন রোবটটি ঝালাই, কাঠামো নির্মাণ এবং থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে ভবন তৈরি করতে পারে। এই রোবটের মাধ্যমে নির্মাণশিল্পের কাজের ধরন সম্পূর্ণভাবে বদলে দিয়ে যুক্তরাষ্ট্রে নির্মাণশ্রমিকের সংকট নিরসনের চেষ্টা করা হবে।
এই রোবটের নাম জাইরেক্স, যা তৈরি করছে ক্যালিফোর্নিয়ার আরআইসি রোবটিকস। কোম্পানির দাবি, ২০২৬ সালের শুরুর দিকে এটি একটি কার্যকরী প্রোটোটাইপ হিসেবে তৈরি হবে এবং এটি রোবট শিল্পে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিগণিত হবে।
আরআইসি রোবটিকস দাবি করছে, জাইরেক্স নির্মাণশিল্পের দুটি বড় সমস্যা সমাধান করবে—একজন দক্ষ শ্রমিকের অভাব এবং বিপজ্জনক কাজের পরিবেশ।
এই রোবটের প্রয়োজনীয়তা তুলে ধরতে কোম্পানিটি কয়েকটি পরিসংখ্যান তুলে ধরেছে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালে নির্মাণশিল্পে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। মোট ১ হাজার ৭৫ জন কর্মী প্রাণ হারিয়েছেন। জাইরেক্স তার কার্যক্ষমতা দিয়ে কাজের সাইটে নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে।
এ ছাড়া ২০২৫ সালে নির্মাণশিল্পের চাহিদা পূরণ করতে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৩৯ হাজারেও বেশি দক্ষ নির্মাণশ্রমিক প্রয়োজন হবে। তবে এই চাহিদা পূরণে দেশটিতে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের কারণে শ্রমিক নিয়োগ এবং অন্যান্য খরচ বেড়ে যেতে পারে।
সাধারণ নির্মাণকাজে পারদর্শী জাইরেক্স রোবট। এটি বিশাল আকারের হলেও উচ্চ মানের ও সূক্ষ্ম ধরনের কাজ করতে পারবে। এতে থাকবে লিডার (লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং) এবং ভিজুয়াল সেনসর, যা ভিএলএ এআই মডেলের মাধ্যমে পরিচালিত হবে। ফলে কনস্ট্রাকশন সাইটের বিভিন্ন পরিবর্তনশীল পরিবেশে কার্যকরভাবে কাজ করতে পারবে রোবটটি। যদিও প্রথমে এটি মানব পর্যবেক্ষণের অধীনে কাজ করবে, তবে ভবিষ্যতে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হবে।
প্রথম দিকে মানব অপারেটররা ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) এবং শারীরিক সিমুলেটর ব্যবহার করে রোবটটি পরিচালনা করবেন। আর লিডার এবং ভিজুয়াল সেন্সর ব্যবহার করে লাইভ ডেটা সংগ্রহ করবে রোবটটি। এই ডেটা ডিজিটাল বিল্ডিং ইনফরমেশন মডেল (বিআইএম) এর সঙ্গে তুলনা করে সঠিকতা ও গুণমান নিশ্চিত করবে। পরবর্তী সময়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করবে জাইরেক্স।
অন্যান্য রোবটের মতো মানুষকে অনুকরণ করতে নির্মিত হয়নি এই রোবট। বরং এটি নির্মাণকাজের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি ভারী কাজ যেমন: মালামাল পরিবহন, ওয়েল্ডিং, থ্রিডি প্রিন্টিং কাজের জন্য উপযুক্ত।
আরআইসির প্রতিষ্ঠাতা জিয়ু জু বলেছেন, ‘আমরা শুধু আরেকটি রোবট তৈরি করছি না, আমরা নির্মাণশিল্পের ভবিষ্যৎ নির্মাণ করছি। জাইরেক্সের মাধ্যমে এই শিল্পের শ্রমিকসংকটের সমাধান করছি, শক্তিশালী রোবটিকসের মাধ্যমে দক্ষ কাজ করতে সক্ষম হচ্ছি।’
জাইরেক্স রোবটের দাম ১ মিলিয়ন ডলার বা ১০ লাখ ডলারের নিচে হতে পারে এবং এর মাসিক ভাড়া শুরু হবে ২০ হাজার ডলার থেকে।
এর আগের থ্রিডি কনস্ট্রাকশন রোবট আরআইসি–প্রিমাস মডেলের সক্ষমতার ওপর ভিত্তি করে জাইরেক্স তৈরি করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের টেনেসি ও আলাবামায় অবস্থিত ওয়ালমার্টের দুটি গুদাম সম্প্রসারণে আরআইসি-এম ১ প্রো রোবট ব্যবহার করা হয়। রোবটটি থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে এসব গুদাম সম্প্রসারণ করেছিল।
তথ্যসূত্র: দ্য রেজিস্টার
অদূর ভবিষ্যতে নির্মাণশ্রমিকদের কাজের সঙ্গী হতে পারে ২০ ফুট উচ্চতার স্বয়ংক্রিয় এআই রোবট। কারণ, নতুন রোবটটি ঝালাই, কাঠামো নির্মাণ এবং থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে ভবন তৈরি করতে পারে। এই রোবটের মাধ্যমে নির্মাণশিল্পের কাজের ধরন সম্পূর্ণভাবে বদলে দিয়ে যুক্তরাষ্ট্রে নির্মাণশ্রমিকের সংকট নিরসনের চেষ্টা করা হবে।
এই রোবটের নাম জাইরেক্স, যা তৈরি করছে ক্যালিফোর্নিয়ার আরআইসি রোবটিকস। কোম্পানির দাবি, ২০২৬ সালের শুরুর দিকে এটি একটি কার্যকরী প্রোটোটাইপ হিসেবে তৈরি হবে এবং এটি রোবট শিল্পে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিগণিত হবে।
আরআইসি রোবটিকস দাবি করছে, জাইরেক্স নির্মাণশিল্পের দুটি বড় সমস্যা সমাধান করবে—একজন দক্ষ শ্রমিকের অভাব এবং বিপজ্জনক কাজের পরিবেশ।
এই রোবটের প্রয়োজনীয়তা তুলে ধরতে কোম্পানিটি কয়েকটি পরিসংখ্যান তুলে ধরেছে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালে নির্মাণশিল্পে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। মোট ১ হাজার ৭৫ জন কর্মী প্রাণ হারিয়েছেন। জাইরেক্স তার কার্যক্ষমতা দিয়ে কাজের সাইটে নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে।
এ ছাড়া ২০২৫ সালে নির্মাণশিল্পের চাহিদা পূরণ করতে যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৩৯ হাজারেও বেশি দক্ষ নির্মাণশ্রমিক প্রয়োজন হবে। তবে এই চাহিদা পূরণে দেশটিতে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের কারণে শ্রমিক নিয়োগ এবং অন্যান্য খরচ বেড়ে যেতে পারে।
সাধারণ নির্মাণকাজে পারদর্শী জাইরেক্স রোবট। এটি বিশাল আকারের হলেও উচ্চ মানের ও সূক্ষ্ম ধরনের কাজ করতে পারবে। এতে থাকবে লিডার (লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং) এবং ভিজুয়াল সেনসর, যা ভিএলএ এআই মডেলের মাধ্যমে পরিচালিত হবে। ফলে কনস্ট্রাকশন সাইটের বিভিন্ন পরিবর্তনশীল পরিবেশে কার্যকরভাবে কাজ করতে পারবে রোবটটি। যদিও প্রথমে এটি মানব পর্যবেক্ষণের অধীনে কাজ করবে, তবে ভবিষ্যতে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হবে।
প্রথম দিকে মানব অপারেটররা ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) এবং শারীরিক সিমুলেটর ব্যবহার করে রোবটটি পরিচালনা করবেন। আর লিডার এবং ভিজুয়াল সেন্সর ব্যবহার করে লাইভ ডেটা সংগ্রহ করবে রোবটটি। এই ডেটা ডিজিটাল বিল্ডিং ইনফরমেশন মডেল (বিআইএম) এর সঙ্গে তুলনা করে সঠিকতা ও গুণমান নিশ্চিত করবে। পরবর্তী সময়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করবে জাইরেক্স।
অন্যান্য রোবটের মতো মানুষকে অনুকরণ করতে নির্মিত হয়নি এই রোবট। বরং এটি নির্মাণকাজের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি ভারী কাজ যেমন: মালামাল পরিবহন, ওয়েল্ডিং, থ্রিডি প্রিন্টিং কাজের জন্য উপযুক্ত।
আরআইসির প্রতিষ্ঠাতা জিয়ু জু বলেছেন, ‘আমরা শুধু আরেকটি রোবট তৈরি করছি না, আমরা নির্মাণশিল্পের ভবিষ্যৎ নির্মাণ করছি। জাইরেক্সের মাধ্যমে এই শিল্পের শ্রমিকসংকটের সমাধান করছি, শক্তিশালী রোবটিকসের মাধ্যমে দক্ষ কাজ করতে সক্ষম হচ্ছি।’
জাইরেক্স রোবটের দাম ১ মিলিয়ন ডলার বা ১০ লাখ ডলারের নিচে হতে পারে এবং এর মাসিক ভাড়া শুরু হবে ২০ হাজার ডলার থেকে।
এর আগের থ্রিডি কনস্ট্রাকশন রোবট আরআইসি–প্রিমাস মডেলের সক্ষমতার ওপর ভিত্তি করে জাইরেক্স তৈরি করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের টেনেসি ও আলাবামায় অবস্থিত ওয়ালমার্টের দুটি গুদাম সম্প্রসারণে আরআইসি-এম ১ প্রো রোবট ব্যবহার করা হয়। রোবটটি থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে এসব গুদাম সম্প্রসারণ করেছিল।
তথ্যসূত্র: দ্য রেজিস্টার
স্মার্টফোন ব্যবহারকারীরা এখন ক্যামেরার দিকে বেশি গুরত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারের প্রবণতা বেড়েছে। ফলে স্মার্টফোন ব্র্যান্ডগুলোও ক্যামেরাতে নতুন নতুন ফিচার যুক্ত করছে। ফোন কোম্পানিগুলোও ডিভাইসের প্রচারে ক্যামেরা নিয়ে নানা ধরনের তথ্য দিচ্ছে। সম্প্রতি দেশের বাজারে আসা চীনা
২ ঘণ্টা আগেফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার
৪ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস ও চরম আপত্তিকর কনটেন্ট মুছে ফেলতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন কনটেন্ট মডারেটররা। এমন অভিযোগের ভিত্তিতে আফ্রিকার দেশ ঘানায় আবারও আইনি জটিলতায় জড়াচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এ জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন
৪ ঘণ্টা আগেঅ্যাপ স্টোরে চালুর প্রথম সপ্তাহের মধ্যে ৭০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ এডিটস। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ এবং অন্যান্য সামাজিক পোস্টের জন্য ভিডিও তৈরি করতে সাহায্য করছে।
৬ ঘণ্টা আগে