অনলাইন ডেস্ক
টিকটকের মতো ‘ন্যারেশন ভয়েস ওভার’ ফিচার চালু করল গুগল মালিকানাধীন প্ল্যাটফর্ম ইউটিউব। টিকটকে ইতিমধ্যে ব্যবহার করা এই ফিচার দেখা যাচ্ছে ইউটিউবের শর্টস সেকশন, অর্থাৎ স্বল্পদৈর্ঘ্যের ভিডিও বিভাগে।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ‘ন্যারেশন’ ব্যবহার করে আগে থেকে রেকর্ড করা ভিডিওতে ধারাভাষ্য যোগ করেন কনটেন্ট নির্মাতারা। যেমন—রান্নার টিউটোরিয়ালে নির্দেশনা দেওয়া, বিভিন্ন হাস্যরসাত্মক ভিডিওতে ‘লাইভ রিয়েকশন’ অথবা ‘দৈনন্দিন জীবন’ ধরনের ভিডিও।
ইউটিউব শর্টসের নতুন এই ফিচার ব্যবহার করতে ভিডিও রেকর্ড করার পর ক্যামেরা স্ক্রিনের নিচে ডান দিকের চেকমার্ক বাটনে চাপ দিতে হবে। এরপর ভয়েস ওভার বাটনে চাপ দিয়ে ভিডিওর যেখান থেকে ধারাভাষ্য যোগ করতে চান, সেটি সিলেক্ট করে ভয়েস রেকর্ড করতে পারবেন ব্যবহারকারী। তা ছাড়া ব্যবহারকারীদের জন্য এডিটিং সহজ করতে রেকর্ডিং ইচ্ছামতো আনডু বা রিডু করার অপশন রেখেছে ইউটিউব।
সম্প্রতি টিকটকের দেখাদেখি কমেন্টে ভিডিও পোস্ট করার মতো আরও একটি নতুন আইওএস ফিচার নিয়ে আসে ইউটিউব শর্টস, যা টিকটক এই ফিচার ২০২০ সালে ব্যবহারকারীদের কাছে নিয়ে আসে। অন্যদিকে ইনস্টাগ্রাম তাদের নিজেদের ভার্সনে একই ফিচার গত ডিসেম্বরে নিয়ে আসে।
এদিকে প্রথমবারের মতো বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন স্বল্পদৈর্ঘ্যের ভিডিও নির্মাতারাও। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে কনটেন্ট নির্মাতাদের বিজ্ঞাপনী আয়ের অংশ দেওয়ার মাধ্যমে টিকটকের আধিপত্যকে ছাড়িয়ে যাওয়া যাবে বলে আশা করছে ইউটিউব।
টিকটকের মতো ‘ন্যারেশন ভয়েস ওভার’ ফিচার চালু করল গুগল মালিকানাধীন প্ল্যাটফর্ম ইউটিউব। টিকটকে ইতিমধ্যে ব্যবহার করা এই ফিচার দেখা যাচ্ছে ইউটিউবের শর্টস সেকশন, অর্থাৎ স্বল্পদৈর্ঘ্যের ভিডিও বিভাগে।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ‘ন্যারেশন’ ব্যবহার করে আগে থেকে রেকর্ড করা ভিডিওতে ধারাভাষ্য যোগ করেন কনটেন্ট নির্মাতারা। যেমন—রান্নার টিউটোরিয়ালে নির্দেশনা দেওয়া, বিভিন্ন হাস্যরসাত্মক ভিডিওতে ‘লাইভ রিয়েকশন’ অথবা ‘দৈনন্দিন জীবন’ ধরনের ভিডিও।
ইউটিউব শর্টসের নতুন এই ফিচার ব্যবহার করতে ভিডিও রেকর্ড করার পর ক্যামেরা স্ক্রিনের নিচে ডান দিকের চেকমার্ক বাটনে চাপ দিতে হবে। এরপর ভয়েস ওভার বাটনে চাপ দিয়ে ভিডিওর যেখান থেকে ধারাভাষ্য যোগ করতে চান, সেটি সিলেক্ট করে ভয়েস রেকর্ড করতে পারবেন ব্যবহারকারী। তা ছাড়া ব্যবহারকারীদের জন্য এডিটিং সহজ করতে রেকর্ডিং ইচ্ছামতো আনডু বা রিডু করার অপশন রেখেছে ইউটিউব।
সম্প্রতি টিকটকের দেখাদেখি কমেন্টে ভিডিও পোস্ট করার মতো আরও একটি নতুন আইওএস ফিচার নিয়ে আসে ইউটিউব শর্টস, যা টিকটক এই ফিচার ২০২০ সালে ব্যবহারকারীদের কাছে নিয়ে আসে। অন্যদিকে ইনস্টাগ্রাম তাদের নিজেদের ভার্সনে একই ফিচার গত ডিসেম্বরে নিয়ে আসে।
এদিকে প্রথমবারের মতো বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন স্বল্পদৈর্ঘ্যের ভিডিও নির্মাতারাও। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে কনটেন্ট নির্মাতাদের বিজ্ঞাপনী আয়ের অংশ দেওয়ার মাধ্যমে টিকটকের আধিপত্যকে ছাড়িয়ে যাওয়া যাবে বলে আশা করছে ইউটিউব।
জাপানি প্রতিষ্ঠান শিমাদজু করপোরেশন বাজারে এনেছে বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি ‘এথার ক্লক ওসি জিরো টু জিরো’। স্ট্রনটিয়াম অপটিক্যাল ল্যাটিস প্রযুক্তির এই ঘড়ি এক হাজার বছরে মাত্র এক সেকেন্ড বিচ্যুত হয়। গবেষণার জন্য তৈরি ঘড়িটির দাম ৩৩ লাখ ডলার।
১১ ঘণ্টা আগেগুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম–‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল এবং বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
১৩ ঘণ্টা আগেবিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা টুল চ্যাটজিপিটি এর নির্মাতা ওপেনএআই–এর সঙ্গে পাঁচ বছরের অংশীদারত্ব ঘোষণা করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই অংশীদারত্বের মাধ্যমে অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকেরা উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের সুবিধা পাবেন...
১৪ ঘণ্টা আগেডিপফেক ও ভুয়া ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে গত দুই বছরে প্রতারণা শিকার হয়েছে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ৬ হাজার ব্যক্তি। জর্জিয়ার তিবলিসি শহরে অবস্থিত একটি কল সেন্টারের প্রতারণা চক্রটি একাধিক প্রতারণা কার্যক্রম চালিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ৩৫ মিলিয়ন ডলার (প্রায় ২৭ মিলিয়ন ইউরো) হাতিয়ে
১৫ ঘণ্টা আগে