Ajker Patrika

কুয়েতে এআইভিত্তিক ভার্চুয়াল সংবাদ পাঠিকা 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৭: ৪১
Thumbnail image

কুয়েতের মিডিয়া আউটলেট ‘কুয়েত নিউজ’ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে একটি ভার্চুয়াল সংবাদ উপস্থাপিকা তৈরি করেছে। এটির নাম দেওয়া হয়েছে ‘ফেদহা’। কুয়েত টাইমসের সহযোগী কুয়েত নিউজের টুইটার অ্যাকাউন্টে আত্মপ্রকাশ করেছে এই ভার্চুয়াল সংবাদ উপস্থাপিকা।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, একটি কালো রঙের জ্যাকেট ও সাদা টি-শার্টে ভার্চুয়াল উপস্থাপিকাকে দেখা যায়। কুয়েত নিউজের ডেপুটি এডিটর-ইন-চিফ আবদুল্লাহ বোফটেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে মননশীল কনটেন্ট তৈরি করতে পারে, এই পদক্ষেপ তারই পরীক্ষা নিরীক্ষা।

বোফতেইন আরও জানান, ‘ফেদহা’ কুয়েতের বেশ জনপ্রিয় নাম, যার অর্থ রুপা। ধাতব রোবটের রং রুপালি হয় বলেই এমন নামকরণ। তিনি আশাবাদী, অদূর ভবিষ্যতে ফেদহার আরবি ভাষায় চলে আসবে কুয়েতের টানও। ফলে তাঁর পক্ষে নিউজ পোর্টালের টুইটারে ১২ লাখ ফলোয়ারের সঙ্গে কথোপকথন আরও সহজ হয়ে উঠবে। তাঁর মতে, ফেদহার সামগ্রিক চেহারা এবং উপস্থাপনা করার ক্ষমতা প্রশংসনীয়।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই উপস্থাপিকা উন্মোচনের পর আরবি ভাষায় বলেছে, ‘আমি ফেদহা, কুয়েতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উপস্থাপক। আপনি কোন ধরনের সংবাদ পছন্দ করেন? আসুন, আপনার মতামত শুনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত