জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের মালিক কোম্পানি মোজিলায় নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। এই পরিবর্তনের পর কোম্পানির ৬০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
স্মার্টফোনে ফায়ারফক্স ব্রাউজারের সক্ষমতা বাড়াতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিতে আরও শক্তি ও সম্পদ ব্যয় করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
কোম্পানিটির নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন লরা চেম্বারস। এয়ারবিএনবি, পেপাল ও ইবে এর মতো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লরার।
বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে এরকম কর্মী ছাঁটাই বৃদ্ধি পেয়েছে। অন্যান্য কোম্পানিরা খরচ কমানোর জন্য সাধারণত এই ধরনের পদক্ষেপ নেয়। তবে মোজিলা একটি বড় পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সিইও পরিবর্তন ও কর্মী ছাঁটাই করল। কোম্পানিটি এমন সব খাতে বিনিয়োগ বাড়াতে যাচ্ছে, যেগুলো কোম্পানির প্রসার ঘটাবে ও প্রযুক্তি জগতে বড় প্রভাব ফেলবে।
গত কয়েক বছর ধরেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সবার নজর কেড়েছে। এআইয়ের মাধ্যমে ফায়ারফক্স ব্রাউজারকে আরও স্মার্ট করার সুযোগ দেখছেন কোম্পানিটি। বিশেষ করে ফেকস্পট কোম্পানি কেনার পর মোজিলা এই প্রযুক্তি নিয়ে বেশি আগ্রহ বেড়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে বোঝা যায়, ব্রাউজিংয়ের অভিজ্ঞতা আরও ভালো করার চেষ্টা করছে। এর ফলে ব্যবহারকারীরা সার্চের সময় ভুয়া ও ভুল কনটেন্টের সম্মুখীন হবে না।
এসব ছাড়াও মোজিলা আরও বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। কোম্পানিটির ভিপিএন ও নিরাপত্তা টুলগুলোর গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। তাই স্মার্টফোনের ফায়ারফক্স ব্রাউজার ও এআইয়ের ক্ষেত্রে বেশি মনোযোগ দেবে মোজিলা।
নতুন সিইওয়ের সাহায্যে কোম্পানি বাজারে নতুন পণ্যে নিয়ে আসার পাশাপাশি ইন্টারনেটের ব্যবহারের অভিজ্ঞতাও আরও ভালো করার আশা করছে মোজিলা।
তথ্যসূত্র: গিজমো চায়না
জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের মালিক কোম্পানি মোজিলায় নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। এই পরিবর্তনের পর কোম্পানির ৬০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
স্মার্টফোনে ফায়ারফক্স ব্রাউজারের সক্ষমতা বাড়াতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিতে আরও শক্তি ও সম্পদ ব্যয় করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।
কোম্পানিটির নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন লরা চেম্বারস। এয়ারবিএনবি, পেপাল ও ইবে এর মতো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লরার।
বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে এরকম কর্মী ছাঁটাই বৃদ্ধি পেয়েছে। অন্যান্য কোম্পানিরা খরচ কমানোর জন্য সাধারণত এই ধরনের পদক্ষেপ নেয়। তবে মোজিলা একটি বড় পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সিইও পরিবর্তন ও কর্মী ছাঁটাই করল। কোম্পানিটি এমন সব খাতে বিনিয়োগ বাড়াতে যাচ্ছে, যেগুলো কোম্পানির প্রসার ঘটাবে ও প্রযুক্তি জগতে বড় প্রভাব ফেলবে।
গত কয়েক বছর ধরেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সবার নজর কেড়েছে। এআইয়ের মাধ্যমে ফায়ারফক্স ব্রাউজারকে আরও স্মার্ট করার সুযোগ দেখছেন কোম্পানিটি। বিশেষ করে ফেকস্পট কোম্পানি কেনার পর মোজিলা এই প্রযুক্তি নিয়ে বেশি আগ্রহ বেড়েছে।
এই পদক্ষেপের মাধ্যমে বোঝা যায়, ব্রাউজিংয়ের অভিজ্ঞতা আরও ভালো করার চেষ্টা করছে। এর ফলে ব্যবহারকারীরা সার্চের সময় ভুয়া ও ভুল কনটেন্টের সম্মুখীন হবে না।
এসব ছাড়াও মোজিলা আরও বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। কোম্পানিটির ভিপিএন ও নিরাপত্তা টুলগুলোর গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। তাই স্মার্টফোনের ফায়ারফক্স ব্রাউজার ও এআইয়ের ক্ষেত্রে বেশি মনোযোগ দেবে মোজিলা।
নতুন সিইওয়ের সাহায্যে কোম্পানি বাজারে নতুন পণ্যে নিয়ে আসার পাশাপাশি ইন্টারনেটের ব্যবহারের অভিজ্ঞতাও আরও ভালো করার আশা করছে মোজিলা।
তথ্যসূত্র: গিজমো চায়না
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
৩ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৪ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৮ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৯ ঘণ্টা আগে