Ajker Patrika

মোজিলা পেল নতুন সিইও, ছাঁটাই হলো ৬০ কর্মী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ০১
মোজিলা পেল নতুন সিইও, ছাঁটাই হলো ৬০ কর্মী

জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সের মালিক কোম্পানি মোজিলায় নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। এই পরিবর্তনের পর কোম্পানির ৬০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

স্মার্টফোনে ফায়ারফক্স ব্রাউজারের সক্ষমতা বাড়াতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিতে আরও শক্তি ও সম্পদ ব্যয় করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

কোম্পানিটির নতুন সিইও হিসেবে নিয়োগ পেলেন লরা চেম্বারস। এয়ারবিএনবি, পেপাল ও ইবে এর মতো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে লরার। 

বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে এরকম কর্মী ছাঁটাই বৃদ্ধি পেয়েছে। অন্যান্য কোম্পানিরা খরচ কমানোর জন্য সাধারণত এই ধরনের পদক্ষেপ নেয়। তবে মোজিলা একটি বড় পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সিইও পরিবর্তন ও কর্মী ছাঁটাই করল। কোম্পানিটি এমন সব খাতে বিনিয়োগ বাড়াতে যাচ্ছে, যেগুলো কোম্পানির প্রসার ঘটাবে ও প্রযুক্তি জগতে বড় প্রভাব ফেলবে। 

গত কয়েক বছর ধরেই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সবার নজর কেড়েছে। এআইয়ের মাধ্যমে ফায়ারফক্স ব্রাউজারকে আরও স্মার্ট করার সুযোগ দেখছেন কোম্পানিটি। বিশেষ করে ফেকস্পট কোম্পানি কেনার পর মোজিলা এই প্রযুক্তি নিয়ে বেশি আগ্রহ বেড়েছে। 

এই পদক্ষেপের মাধ্যমে বোঝা যায়, ব্রাউজিংয়ের অভিজ্ঞতা আরও ভালো করার চেষ্টা করছে। এর ফলে ব্যবহারকারীরা সার্চের সময় ভুয়া ও ভুল কনটেন্টের সম্মুখীন হবে না। 

এসব ছাড়াও মোজিলা আরও বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। কোম্পানিটির ভিপিএন ও নিরাপত্তা টুলগুলোর গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে। তাই স্মার্টফোনের ফায়ারফক্স ব্রাউজার ও এআইয়ের ক্ষেত্রে বেশি মনোযোগ দেবে মোজিলা। 

নতুন সিইওয়ের সাহায্যে কোম্পানি বাজারে নতুন পণ্যে নিয়ে আসার পাশাপাশি ইন্টারনেটের ব্যবহারের অভিজ্ঞতাও আরও ভালো করার আশা করছে মোজিলা। 
 
তথ্যসূত্র: গিজমো চায়না

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত