চীনের বাজারে একই সঙ্গে ভি সিরিজের দুই মডেল ভি৬০ ও ভি৬০ এস উন্মোচন করল রিয়েলমি। ফোন দুটির স্পেসিফিকেশন প্রায় একই। ৩২ মেগাপিক্সেল ক্যামেরার ফোন দুটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ভি ৬০ ও ভি৬০ এস ফোন দুটির আলাদা আলাদা নাম থাকা সত্ত্বেও, এরা ডিজাইন ও হার্ডওয়্যারের দিক থেকে অনেকটাই অভিন্ন। দুটিই এন্ট্রি লেবেলের ফোন।
ভি ৬০ ও ভি৬০ এস ফোনের দাম ও রং
যদিও ভি ৬০ ও ভি৬০ এস স্পেসিফিকেশন প্রায় একই হলে ফোন দুটির দামে বেশ পার্থক্য রয়েছে। তবে দামের ভিন্নতার স্পষ্ট কারণ জানায়নি কোম্পানিটি। ভি ৬০ স্পেসিফিকেশন ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৯,৩৬০ টাকা) এবং ৮ জিবি + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের মূল্য ১,৩৯৯ ইউয়ান (প্রায় ২২,৫৯০ টাকা)।
অন্যদিকে ভি৬০ এস ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি মডেলের সংস্করণের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ২২,৫৯০ টাকা) এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২৯,০৪৯ টাকা)।
উভয় মডেলই স্টার গোল্ড (সোনালি) ও টারকোয়েজ গ্রিন (গাড় সবুজ) রঙে পাওয়া যাবে।
রিয়েলমি ভি৬০ ও ভি৬০ এসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ফোনে রিয়ার প্যানেলে চারটি কাটআউটসহ একটি ক্যামেরা মডিউল রয়েছে। তবে এর মধ্যে একটিমাত্র ৩২ মেগাপিক্সেলের সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে।
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেলের পাঞ্চ-হোল ক্যামেরা
নেটওয়ার্ক: ৫ জি
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৫০ হার্টজ থেকে ১২০ হার্টজ
রেজল্যুশন: ৭২০ x ১,৬০৪ পিক্সেল
ব্রাইটনেস: ৬২৫ নিটের পিক
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার মধ্যে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি করটেক্স-এ ৮৬ পারফরম্যান্সের কোর এবং প্রতিদিনের কাজের জন্য ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি করটেক্স-এ ৫৫ কোর রয়েছে
মেমোরি: ৬ জিবি বা ৮ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
জিপিএস: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ১০ ওয়াট
রং: স্টার গোল্ড (সোনালি) ও টারকোয়েজ গ্রিন (গাড় সবুজ)
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
চীনের বাজারে একই সঙ্গে ভি সিরিজের দুই মডেল ভি৬০ ও ভি৬০ এস উন্মোচন করল রিয়েলমি। ফোন দুটির স্পেসিফিকেশন প্রায় একই। ৩২ মেগাপিক্সেল ক্যামেরার ফোন দুটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ভি ৬০ ও ভি৬০ এস ফোন দুটির আলাদা আলাদা নাম থাকা সত্ত্বেও, এরা ডিজাইন ও হার্ডওয়্যারের দিক থেকে অনেকটাই অভিন্ন। দুটিই এন্ট্রি লেবেলের ফোন।
ভি ৬০ ও ভি৬০ এস ফোনের দাম ও রং
যদিও ভি ৬০ ও ভি৬০ এস স্পেসিফিকেশন প্রায় একই হলে ফোন দুটির দামে বেশ পার্থক্য রয়েছে। তবে দামের ভিন্নতার স্পষ্ট কারণ জানায়নি কোম্পানিটি। ভি ৬০ স্পেসিফিকেশন ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৯,৩৬০ টাকা) এবং ৮ জিবি + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের মূল্য ১,৩৯৯ ইউয়ান (প্রায় ২২,৫৯০ টাকা)।
অন্যদিকে ভি৬০ এস ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি মডেলের সংস্করণের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ২২,৫৯০ টাকা) এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২৯,০৪৯ টাকা)।
উভয় মডেলই স্টার গোল্ড (সোনালি) ও টারকোয়েজ গ্রিন (গাড় সবুজ) রঙে পাওয়া যাবে।
রিয়েলমি ভি৬০ ও ভি৬০ এসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ফোনে রিয়ার প্যানেলে চারটি কাটআউটসহ একটি ক্যামেরা মডিউল রয়েছে। তবে এর মধ্যে একটিমাত্র ৩২ মেগাপিক্সেলের সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে।
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেলের পাঞ্চ-হোল ক্যামেরা
নেটওয়ার্ক: ৫ জি
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৫০ হার্টজ থেকে ১২০ হার্টজ
রেজল্যুশন: ৭২০ x ১,৬০৪ পিক্সেল
ব্রাইটনেস: ৬২৫ নিটের পিক
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার মধ্যে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি করটেক্স-এ ৮৬ পারফরম্যান্সের কোর এবং প্রতিদিনের কাজের জন্য ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি করটেক্স-এ ৫৫ কোর রয়েছে
মেমোরি: ৬ জিবি বা ৮ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
জিপিএস: আছে
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ১০ ওয়াট
রং: স্টার গোল্ড (সোনালি) ও টারকোয়েজ গ্রিন (গাড় সবুজ)
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামীকাল শুক্রবার ঢাকায় আসছে। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন স্পেসএক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড...
২ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
১ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
২ দিন আগে