Ajker Patrika

ভি সিরিজের ফোন ভি৬০ ও ভি৬০এস উন্মোচন করল রিয়েলমি, স্পেসিফিকেশন ও দাম 

ভি সিরিজের ফোন ভি৬০ ও ভি৬০এস উন্মোচন করল রিয়েলমি, স্পেসিফিকেশন ও দাম 

চীনের বাজারে একই সঙ্গে ভি সিরিজের দুই মডেল ভি৬০ ও ভি৬০ এস উন্মোচন করল রিয়েলমি। ফোন দুটির স্পেসিফিকেশন প্রায় একই। ৩২ মেগাপিক্সেল ক্যামেরার ফোন দুটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। 

ভি ৬০ ও ভি৬০ এস ফোন দুটির আলাদা আলাদা নাম থাকা সত্ত্বেও, এরা ডিজাইন ও হার্ডওয়্যারের দিক থেকে অনেকটাই অভিন্ন। দুটিই এন্ট্রি লেবেলের ফোন। 

ভি ৬০ ও ভি৬০ এস ফোনের দাম ও রং 
যদিও ভি ৬০ ও ভি৬০ এস স্পেসিফিকেশন প্রায় একই হলে ফোন দুটির দামে বেশ পার্থক্য রয়েছে। তবে দামের ভিন্নতার স্পষ্ট কারণ জানায়নি কোম্পানিটি। ভি ৬০ স্পেসিফিকেশন ফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৯,৩৬০ টাকা) এবং ৮ জিবি + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের মূল্য ১,৩৯৯ ইউয়ান (প্রায় ২২,৫৯০ টাকা)। 

অন্যদিকে ভি৬০ এস ফোনের ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি মডেলের সংস্করণের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ২২,৫৯০ টাকা) এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের মূল্য ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২৯,০৪৯ টাকা)। 

উভয় মডেলই স্টার গোল্ড (সোনালি) ও টারকোয়েজ গ্রিন (গাড় সবুজ) রঙে পাওয়া যাবে। 

রিয়েলমি ভি৬০ ও ভি৬০ এসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ফোনে রিয়ার প্যানেলে চারটি কাটআউটসহ একটি ক্যামেরা মডিউল রয়েছে। তবে এর মধ্যে একটিমাত্র ৩২ মেগাপিক্সেলের সেন্সর ও একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে। 
সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেলের পাঞ্চ-হোল ক্যামেরা
নেটওয়ার্ক: ৫ জি
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে
রিফ্রেশ রেট: ৫০ হার্টজ থেকে ১২০ হার্টজ  
রেজল্যুশন: ৭২০ x ১,৬০৪ পিক্সেল 
ব্রাইটনেস: ৬২৫ নিটের পিক
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ 
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার মধ্যে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি করটেক্স-এ ৮৬ পারফরম্যান্সের কোর এবং প্রতিদিনের কাজের জন্য ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি করটেক্স-এ ৫৫ কোর রয়েছে
মেমোরি: ৬ জিবি বা ৮ জিবি র‍্যাম
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি
জিপিএস: আছে
ইউএসবি: টাইপ সি 
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ১০ ওয়াট 
রং: স্টার গোল্ড (সোনালি) ও টারকোয়েজ গ্রিন (গাড় সবুজ) 

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত