Ajker Patrika

সৌদি আরবে ক্লাউড ডেটা সেন্টার চালু করল চীনের হুয়াওয়ে

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ২৫
সৌদি আরবে ক্লাউড ডেটা সেন্টার চালু করল চীনের হুয়াওয়ে

সৌদি আরবে ক্লাউড ডেটা সেন্টার চালু করেছে হুয়াওয়ে। শিল্প পরিসেবার উন্নয়নের জন্য এই সেন্টার চালু করা হয় বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। সৌদি আরবের ডিজিটাল প্রযুক্তির বিকাশের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ ও ব্যবসার সুযোগকে উন্নত করার পরিকল্পনার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

হুয়াওয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদে স্থাপিত ক্লাউড সুবিধা মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া এবং আফ্রিকায় নিরাপদ ও নির্ভরযোগ্য ক্লাউড পরিষেবা দেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড ও বড় ডেটার ক্ষেত্রে মোট ৬৮টি নতুন পরিসেবা চালু করতে এই ক্লাউড সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। 

কোম্পানিটি চীন ও সৌদি আরবের সঙ্গে অন্যান্য ব্যবসার সুযোগ নিয়েও পরিকল্পনা করছে। এই পরিকল্পনা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে চীনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনে সাহায্য করবে।

এই সুবিধা সৌদি আরবের শিল্পের চাহিদা মেটাতে পুরোপুরি স্ট্যাক ক্লাউড দেবে ও এআইকে ডেটা পরিসেবা দেবে। সরকার, অর্থ ও উৎপাদনসহ  বিভিন্ন খাতে ‘পাঙ্গু ৩.০’ মডেলটি ব্যবহারের পরিকল্পনা করছে।  

হুয়াওয়ে বলছে, রিয়াদ ক্লাউড অঞ্চলের সব নেটওয়ার্ক জেইন, এসটিসি ও মোবিলি অপারেটর কভার করবে।

কোম্পানির রেসিডেন্ট প্রেসিডেন্ট স্টিভেন ই বিবৃতিতে বলেন, ‘এটা যে শুধু কোম্পানিকে লাভবান করবে তা নয়, চীনের ব্যবসায়ীদের সৌদি আরবে টানবে।’

চীন ও সৌদি আরব নানা খাতে ব্যবসার সুযোগ নিয়েও পরিকল্পনা করছে। এই পরিকল্পনা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে চীনের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংযোগ স্থাপনে সাহায্য করবে। 

আগামী পাঁচ বছরের মধ্যে সৌদি আরবের ২ লাখ ডেভেলপারকে প্রশিক্ষণ দেবে হুয়াওয়ে। এই কোম্পানি ২ হাজার উদ্যোক্তার জন্য একটি প্রোগ্রাম চালু করবে। পাশাপাশি ১ হাজার স্থানীয় অংশীদারের সঙ্গে কাজের যৌথ সুযোগ তৈরি করবে। 

২০২২-এর শেষের দিকে রিয়াদে ক্লাউড পরিসেবার সূচনা হয়। হুয়াওয়ে ও সৌদি আরব সরকারের একটি সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করে এই পরিসেবা তৈরি করা হয়েছে, যার লক্ষ্য হলো দেশটির ক্লাউড অবকাঠামোতে বিনিয়োগ বাড়ানো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত