অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ারের এই নতুন সংস্করণ ২০২২ সালের এম১ আইপ্যাড এয়ারের চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
এম৩ চিপের ফলে আইপ্যাড এয়ারে উন্নত গ্রাফিকস দেখা যাবে এবং এটি ডায়নামিক ক্যাশিং সমর্থনসহ এসেছে, যা অন্যান্য এম৩ মডেলেও পাওয়া যায়। ফলে এই ডিভাইসে কর্মক্ষমতা ও রেসপন্স টাইম আরও উন্নত হয়েছে।
নতুন আইপ্যাড এয়ার চলবে আইপ্যাড ওএস ১৮ অপারেটিং সিস্টেমে। এতে অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারও রয়েছে। এসব এআই ফিচারের রয়েছে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশনসহ রাইটিং টুল, টাইপ টু সিরি, ইমেজ প্লেগ্রাউন্ড এবং জেনমোজি তৈরির সুবিধা। এ ছাড়া, আইপ্যাড এয়ারের অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারে ফটো ও গ্রাফিকস এডিটের জন্য ক্লিন আপ টুল (ফটোজ অ্যাপে) ও ইমেজ ওয়ান্ড টুল (নোটস অ্যাপে) রয়েছে, যা অ্যাপল পেনসিলের মাধ্যমে কাজ করে।
এ ছাড়া, অ্যাপল একটি নতুন ম্যাজিক কিবোর্ড উন্মোচন করেছে। এতে বড় আকারের ট্র্যাকপ্যাড, নতুন ১৪-কি ফাংশন রো, একটি ইউএসবি সি পোর্ট এবং ব্লুটুথ ছাড়াই আইপ্যাডের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য স্মার্ট কানেক্টর ফিচার রয়েছে।
অ্যাপলের সিইও টিম কুক গতকাল একটি এক্স পোস্টের মাধ্যমে এই পণ্য উন্মোচনের পূর্বাভাস দিয়েছিলেন, যেখানে তিনি লিখেছিলেন—‘দেয়ার ইজ সামথিং ইন দ্য এয়ার’। অনেক অ্যাপল বিশেষজ্ঞ বিশ্বাস করেছিলেন, এম৪ চিপের নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন হবে, তবে নতুন আইপ্যাড এয়ার উন্মোচনের সম্ভাবনাও ছিল। তবে, চলতি সময়ে আরও কিছু সময় বাকি রয়েছে। তাই হয়তো কয়েক দিনের মধ্যে এম৪ ম্যাকবুক এয়ার উন্মোচন হতে পারে।
আইপ্যাড এয়ারের দাম ও রং
নতুন আইপ্যাড এয়ার ১১ ও ১৩ ইঞ্চি সংস্করণে আসবে এবং এটি ধাতব নীল, গোলাপি, হলুদ ও সিলভার রঙে পাওয়া যাবে। ওয়াইফাই মডেলের দাম ১১ ইঞ্চির জন্য শুরু হবে ৫৯৯ ডলার বা প্রায় ৭২ হাজার ৩০৬ টাকা এবং ১৩ ইঞ্চির জন্য ৭৯৯ বা প্রায় ৯৬ হাজার ৪৪৯ টাকা থেকে। ৪জি মডেলের দাম যথাক্রমে ৭৯৯ ডলার ও ৯৪৯ ডলার বা প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৫৬ টাকা।
ম্যাজিক কিবোর্ডের দাম
নতুন ম্যাজিক কিবোর্ডের দাম শুরু হবে ১১ ইঞ্চি মডেলের জন্য ২৬৯ ডলার বা প্রায় ৩২ হাজার ৪৭১ টাকা এবং ১৩ ইঞ্চি মডেলের জন্য ৩১৯ ডলার বা প্রায় ৩৮ হাজার ৫০৭ টাকা।
এ ছাড়া, নতুন আইপ্যাড ১১ সংস্করণে এ১৬ চিপ রয়েছে। এর আইপ্যাড ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৪৯ ডলার বা প্রায় ৪২ হাজার ১২৮ থেকে শুরু।
নতুন আইপ্যাড এয়ার প্রি-অর্ডার আজ থেকেই শুরু হচ্ছে এবং পণ্যটি ১২ মার্চ থেকে খুচরা বাজারে বিক্রি শুরু হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ারের এই নতুন সংস্করণ ২০২২ সালের এম১ আইপ্যাড এয়ারের চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
এম৩ চিপের ফলে আইপ্যাড এয়ারে উন্নত গ্রাফিকস দেখা যাবে এবং এটি ডায়নামিক ক্যাশিং সমর্থনসহ এসেছে, যা অন্যান্য এম৩ মডেলেও পাওয়া যায়। ফলে এই ডিভাইসে কর্মক্ষমতা ও রেসপন্স টাইম আরও উন্নত হয়েছে।
নতুন আইপ্যাড এয়ার চলবে আইপ্যাড ওএস ১৮ অপারেটিং সিস্টেমে। এতে অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারও রয়েছে। এসব এআই ফিচারের রয়েছে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশনসহ রাইটিং টুল, টাইপ টু সিরি, ইমেজ প্লেগ্রাউন্ড এবং জেনমোজি তৈরির সুবিধা। এ ছাড়া, আইপ্যাড এয়ারের অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারে ফটো ও গ্রাফিকস এডিটের জন্য ক্লিন আপ টুল (ফটোজ অ্যাপে) ও ইমেজ ওয়ান্ড টুল (নোটস অ্যাপে) রয়েছে, যা অ্যাপল পেনসিলের মাধ্যমে কাজ করে।
এ ছাড়া, অ্যাপল একটি নতুন ম্যাজিক কিবোর্ড উন্মোচন করেছে। এতে বড় আকারের ট্র্যাকপ্যাড, নতুন ১৪-কি ফাংশন রো, একটি ইউএসবি সি পোর্ট এবং ব্লুটুথ ছাড়াই আইপ্যাডের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য স্মার্ট কানেক্টর ফিচার রয়েছে।
অ্যাপলের সিইও টিম কুক গতকাল একটি এক্স পোস্টের মাধ্যমে এই পণ্য উন্মোচনের পূর্বাভাস দিয়েছিলেন, যেখানে তিনি লিখেছিলেন—‘দেয়ার ইজ সামথিং ইন দ্য এয়ার’। অনেক অ্যাপল বিশেষজ্ঞ বিশ্বাস করেছিলেন, এম৪ চিপের নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন হবে, তবে নতুন আইপ্যাড এয়ার উন্মোচনের সম্ভাবনাও ছিল। তবে, চলতি সময়ে আরও কিছু সময় বাকি রয়েছে। তাই হয়তো কয়েক দিনের মধ্যে এম৪ ম্যাকবুক এয়ার উন্মোচন হতে পারে।
আইপ্যাড এয়ারের দাম ও রং
নতুন আইপ্যাড এয়ার ১১ ও ১৩ ইঞ্চি সংস্করণে আসবে এবং এটি ধাতব নীল, গোলাপি, হলুদ ও সিলভার রঙে পাওয়া যাবে। ওয়াইফাই মডেলের দাম ১১ ইঞ্চির জন্য শুরু হবে ৫৯৯ ডলার বা প্রায় ৭২ হাজার ৩০৬ টাকা এবং ১৩ ইঞ্চির জন্য ৭৯৯ বা প্রায় ৯৬ হাজার ৪৪৯ টাকা থেকে। ৪জি মডেলের দাম যথাক্রমে ৭৯৯ ডলার ও ৯৪৯ ডলার বা প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৫৬ টাকা।
ম্যাজিক কিবোর্ডের দাম
নতুন ম্যাজিক কিবোর্ডের দাম শুরু হবে ১১ ইঞ্চি মডেলের জন্য ২৬৯ ডলার বা প্রায় ৩২ হাজার ৪৭১ টাকা এবং ১৩ ইঞ্চি মডেলের জন্য ৩১৯ ডলার বা প্রায় ৩৮ হাজার ৫০৭ টাকা।
এ ছাড়া, নতুন আইপ্যাড ১১ সংস্করণে এ১৬ চিপ রয়েছে। এর আইপ্যাড ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৪৯ ডলার বা প্রায় ৪২ হাজার ১২৮ থেকে শুরু।
নতুন আইপ্যাড এয়ার প্রি-অর্ডার আজ থেকেই শুরু হচ্ছে এবং পণ্যটি ১২ মার্চ থেকে খুচরা বাজারে বিক্রি শুরু হবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
১৩ ঘণ্টা আগেসেমিকন্ডাক্টর শিল্পের ভর্তুকি আইন বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দ্যেশ্য তিনি বলেন, তাঁদের উচিত ২০২২ সালের ঐতিহাসিক দ্বিদলীয় আইনটি বাতিল করা। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তৈরির জন্য ৫২ দশমিক ৭ বিলিয়ন বা ৫ হাজার ২৭০ কোটি ডলার...
১৪ ঘণ্টা আগেআমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে একটি সহজ সেটিং পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
১৯ ঘণ্টা আগেবাংলাদেশ স্যাটেলাইট-১ সম্ভাব্য সৌর বিভ্রাটের কারণে ৭ মার্চ থেকে সাত দিন সম্প্রচারে সাময়িক বাধার সম্মুখীন হতে পারে। এই বিভ্রাট, সৌর উপগ্রহ হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করা হয়, যখন সূর্য সরাসরি স্যাটেলাইট সংকেত প্রেরণের পেছনে চলে যায় তখন এই বিভ্রাট ঘটে।
১ দিন আগে