কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ারের এই নতুন সংস্করণ ২০২২ সালের এম১ আইপ্যাড এয়ারের চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
এম৩ চিপের ফলে আইপ্যাড এয়ারে উন্নত গ্রাফিকস দেখা যাবে এবং এটি ডায়নামিক ক্যাশিং সমর্থনসহ এসেছে, যা অন্যান্য এম৩ মডেলেও পাওয়া যায়। ফলে এই ডিভাইসে কর্মক্ষমতা ও রেসপন্স টাইম আরও উন্নত হয়েছে।
নতুন আইপ্যাড এয়ার চলবে আইপ্যাড ওএস ১৮ অপারেটিং সিস্টেমে। এতে অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারও রয়েছে। এসব এআই ফিচারের রয়েছে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশনসহ রাইটিং টুল, টাইপ টু সিরি, ইমেজ প্লেগ্রাউন্ড এবং জেনমোজি তৈরির সুবিধা। এ ছাড়া, আইপ্যাড এয়ারের অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারে ফটো ও গ্রাফিকস এডিটের জন্য ক্লিন আপ টুল (ফটোজ অ্যাপে) ও ইমেজ ওয়ান্ড টুল (নোটস অ্যাপে) রয়েছে, যা অ্যাপল পেনসিলের মাধ্যমে কাজ করে।
এ ছাড়া, অ্যাপল একটি নতুন ম্যাজিক কিবোর্ড উন্মোচন করেছে। এতে বড় আকারের ট্র্যাকপ্যাড, নতুন ১৪-কি ফাংশন রো, একটি ইউএসবি সি পোর্ট এবং ব্লুটুথ ছাড়াই আইপ্যাডের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য স্মার্ট কানেক্টর ফিচার রয়েছে।
অ্যাপলের সিইও টিম কুক গতকাল একটি এক্স পোস্টের মাধ্যমে এই পণ্য উন্মোচনের পূর্বাভাস দিয়েছিলেন, যেখানে তিনি লিখেছিলেন—‘দেয়ার ইজ সামথিং ইন দ্য এয়ার’। অনেক অ্যাপল বিশেষজ্ঞ বিশ্বাস করেছিলেন, এম৪ চিপের নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন হবে, তবে নতুন আইপ্যাড এয়ার উন্মোচনের সম্ভাবনাও ছিল। তবে, চলতি সময়ে আরও কিছু সময় বাকি রয়েছে। তাই হয়তো কয়েক দিনের মধ্যে এম৪ ম্যাকবুক এয়ার উন্মোচন হতে পারে।
আইপ্যাড এয়ারের দাম ও রং
নতুন আইপ্যাড এয়ার ১১ ও ১৩ ইঞ্চি সংস্করণে আসবে এবং এটি ধাতব নীল, গোলাপি, হলুদ ও সিলভার রঙে পাওয়া যাবে। ওয়াইফাই মডেলের দাম ১১ ইঞ্চির জন্য শুরু হবে ৫৯৯ ডলার বা প্রায় ৭২ হাজার ৩০৬ টাকা এবং ১৩ ইঞ্চির জন্য ৭৯৯ বা প্রায় ৯৬ হাজার ৪৪৯ টাকা থেকে। ৪জি মডেলের দাম যথাক্রমে ৭৯৯ ডলার ও ৯৪৯ ডলার বা প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৫৬ টাকা।
ম্যাজিক কিবোর্ডের দাম
নতুন ম্যাজিক কিবোর্ডের দাম শুরু হবে ১১ ইঞ্চি মডেলের জন্য ২৬৯ ডলার বা প্রায় ৩২ হাজার ৪৭১ টাকা এবং ১৩ ইঞ্চি মডেলের জন্য ৩১৯ ডলার বা প্রায় ৩৮ হাজার ৫০৭ টাকা।
এ ছাড়া, নতুন আইপ্যাড ১১ সংস্করণে এ১৬ চিপ রয়েছে। এর আইপ্যাড ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৪৯ ডলার বা প্রায় ৪২ হাজার ১২৮ থেকে শুরু।
নতুন আইপ্যাড এয়ার প্রি-অর্ডার আজ থেকেই শুরু হচ্ছে এবং পণ্যটি ১২ মার্চ থেকে খুচরা বাজারে বিক্রি শুরু হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ারের এই নতুন সংস্করণ ২০২২ সালের এম১ আইপ্যাড এয়ারের চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
এম৩ চিপের ফলে আইপ্যাড এয়ারে উন্নত গ্রাফিকস দেখা যাবে এবং এটি ডায়নামিক ক্যাশিং সমর্থনসহ এসেছে, যা অন্যান্য এম৩ মডেলেও পাওয়া যায়। ফলে এই ডিভাইসে কর্মক্ষমতা ও রেসপন্স টাইম আরও উন্নত হয়েছে।
নতুন আইপ্যাড এয়ার চলবে আইপ্যাড ওএস ১৮ অপারেটিং সিস্টেমে। এতে অ্যাপল ইন্টেলিজেন্সের ফিচারও রয়েছে। এসব এআই ফিচারের রয়েছে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশনসহ রাইটিং টুল, টাইপ টু সিরি, ইমেজ প্লেগ্রাউন্ড এবং জেনমোজি তৈরির সুবিধা। এ ছাড়া, আইপ্যাড এয়ারের অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারে ফটো ও গ্রাফিকস এডিটের জন্য ক্লিন আপ টুল (ফটোজ অ্যাপে) ও ইমেজ ওয়ান্ড টুল (নোটস অ্যাপে) রয়েছে, যা অ্যাপল পেনসিলের মাধ্যমে কাজ করে।
এ ছাড়া, অ্যাপল একটি নতুন ম্যাজিক কিবোর্ড উন্মোচন করেছে। এতে বড় আকারের ট্র্যাকপ্যাড, নতুন ১৪-কি ফাংশন রো, একটি ইউএসবি সি পোর্ট এবং ব্লুটুথ ছাড়াই আইপ্যাডের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য স্মার্ট কানেক্টর ফিচার রয়েছে।
অ্যাপলের সিইও টিম কুক গতকাল একটি এক্স পোস্টের মাধ্যমে এই পণ্য উন্মোচনের পূর্বাভাস দিয়েছিলেন, যেখানে তিনি লিখেছিলেন—‘দেয়ার ইজ সামথিং ইন দ্য এয়ার’। অনেক অ্যাপল বিশেষজ্ঞ বিশ্বাস করেছিলেন, এম৪ চিপের নতুন ম্যাকবুক এয়ার উন্মোচন হবে, তবে নতুন আইপ্যাড এয়ার উন্মোচনের সম্ভাবনাও ছিল। তবে, চলতি সময়ে আরও কিছু সময় বাকি রয়েছে। তাই হয়তো কয়েক দিনের মধ্যে এম৪ ম্যাকবুক এয়ার উন্মোচন হতে পারে।
আইপ্যাড এয়ারের দাম ও রং
নতুন আইপ্যাড এয়ার ১১ ও ১৩ ইঞ্চি সংস্করণে আসবে এবং এটি ধাতব নীল, গোলাপি, হলুদ ও সিলভার রঙে পাওয়া যাবে। ওয়াইফাই মডেলের দাম ১১ ইঞ্চির জন্য শুরু হবে ৫৯৯ ডলার বা প্রায় ৭২ হাজার ৩০৬ টাকা এবং ১৩ ইঞ্চির জন্য ৭৯৯ বা প্রায় ৯৬ হাজার ৪৪৯ টাকা থেকে। ৪জি মডেলের দাম যথাক্রমে ৭৯৯ ডলার ও ৯৪৯ ডলার বা প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৫৬ টাকা।
ম্যাজিক কিবোর্ডের দাম
নতুন ম্যাজিক কিবোর্ডের দাম শুরু হবে ১১ ইঞ্চি মডেলের জন্য ২৬৯ ডলার বা প্রায় ৩২ হাজার ৪৭১ টাকা এবং ১৩ ইঞ্চি মডেলের জন্য ৩১৯ ডলার বা প্রায় ৩৮ হাজার ৫০৭ টাকা।
এ ছাড়া, নতুন আইপ্যাড ১১ সংস্করণে এ১৬ চিপ রয়েছে। এর আইপ্যাড ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩৪৯ ডলার বা প্রায় ৪২ হাজার ১২৮ থেকে শুরু।
নতুন আইপ্যাড এয়ার প্রি-অর্ডার আজ থেকেই শুরু হচ্ছে এবং পণ্যটি ১২ মার্চ থেকে খুচরা বাজারে বিক্রি শুরু হবে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৮ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২১ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগে