Ajker Patrika

পরীক্ষামূলকভাবে ‘নোট’ ফিচার চালু করছে টুইটার

পরীক্ষামূলকভাবে ‘নোট’ ফিচার চালু করছে টুইটার

পরীক্ষামূলকভাবে নিজ প্ল্যাটফর্মে দীর্ঘ পোস্ট দেওয়ার ‘নোট’ ফিচার চালু করতে যাচ্ছে টুইটার। এর মাধ্যমে আড়াই হাজার শব্দ পর্যন্ত শেয়ার করতে পারবে ব্যবহারকারীরা। 

বিবিসি জানায়, ‘সামনের সপ্তাহগুলোর মধ্যেই’ এই ‘নোট’ ফিচার চালু করবে টুইটার। ‘টুইটার নোটস’ নামের ফিচারটি চালু হলে ২৮০ অক্ষরে পোস্ট সীমাবদ্ধ রাখার দিন ফুরাবে। 

 ‘নোট’ ফিচারের পরীক্ষামূলক প্রয়োগ দুই মাস ধরে চলবে। আর এতে অংশ নেবেন কানাডা, ঘানা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের লেখকদের একটি ছোট দল। 

নতুন ফিচারটির লক্ষ্য হলো ব্যবহারকারীদের টুইটার ইকো-সিস্টেমে রাখা, এর মাধ্যমে পাঠকেরা একটি শিরোনাম দেখতে পাবেন এবং লিংকে ক্লিক করে দীর্ঘ পোস্টটি পড়তে পারবেন। 

‘নোট’ ফিচারের পরীক্ষামূলক প্রয়োগ দুই মাস ধরে চলবে। ছবি: রয়টার্সপোস্টের অক্ষর সীমাবদ্ধতা প্ল্যাটফর্মটির ব্যবহারকারীদের কার্যক্রমকে প্রভাবিত করে আসছে দীর্ঘদিন ধরে। টুইটার ব্যবহারকারীদের আচার-আচরণ পরোক্ষভাবে আংশিক নির্ধারণ করে দিত ওই সীমাবদ্ধতা। 

প্রথমে মাত্র ১৪০ অক্ষরে পোস্ট দেওয়া যেত টুইটারে। ২০১৭ সাল থেকে সর্বোচ্চ ২৮০ অক্ষরে পোস্ট দেওয়ার সুবিধা দেওয়া হচ্ছে। তবে ২৮০ অক্ষরের বেশি লিখতে চাইলে একই বক্তব্য ভাগ হয়ে যায় কয়েকটি অংশে। ফলে ব্যবহারকারীকে ক্রমানুসারে আলাদা আলাদা করে পোস্ট করতে হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত