প্রযুক্তি ডেস্ক
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘বার্ড’ নিয়ে আসে প্রযুক্তি জায়ান্ট গুগল। তবে নতুন এই চ্যাটবটের কারণেই বড় অঙ্কের ক্ষতির মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি। ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজার মূল্য হারিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বার্ডের প্রচারণা চালাতে একটি বিজ্ঞাপন বানায় গুগল। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) এটি টুইটারে প্রচার করা হয়। বিজ্ঞাপনে বার্ডকে বলা হয়েছে, ৯ বছরের এক বালককে উদ্দেশ্য করে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে কিছু তথ্য দিতে। এই প্রশ্নের জবাবে বার্ডের দেওয়া তথ্য গুলোর মধ্যে একটি ছিল- জেসম ওয়েব হলো প্রথম টেলিস্কোপ যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছবি তুলেছে। বার্ডের দেওয়া এই তথ্যটি ছিল ভুল। ২০০৪ সালে ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল।
বার্ডের এ ভুলটি চোখ এড়ায়নি জ্যোতির্বিজ্ঞানীদের। তারা টুইটে বিষয়টি তুলে ধরেন। এ বিজ্ঞাপনের পরেই অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজার মূল্য হারায়।
সম্প্রতি, ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিং-এ যুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে সার্চ ইঞ্জিনটিতে চ্যাটবট যুক্তের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণে উন্নত সার্চ ফলাফলের পাশাপাশি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহারের সুবিধা থাকবে। চ্যাটবটে প্রশ্ন লিখলে সেগুলোর উত্তর দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি। চ্যাটবটটি নির্দিষ্ট বিষয়ে নিবন্ধ বা ই–মেইল লিখে দেওয়ার পাশাপাশি ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করে দেবে। ব্যবহারকারী চাইলে বিভিন্ন তথ্য এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদও করে দেবে চ্যাটবট।
চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘বার্ড’ নিয়ে আসে প্রযুক্তি জায়ান্ট গুগল। তবে নতুন এই চ্যাটবটের কারণেই বড় অঙ্কের ক্ষতির মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি। ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজার মূল্য হারিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বার্ডের প্রচারণা চালাতে একটি বিজ্ঞাপন বানায় গুগল। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) এটি টুইটারে প্রচার করা হয়। বিজ্ঞাপনে বার্ডকে বলা হয়েছে, ৯ বছরের এক বালককে উদ্দেশ্য করে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে কিছু তথ্য দিতে। এই প্রশ্নের জবাবে বার্ডের দেওয়া তথ্য গুলোর মধ্যে একটি ছিল- জেসম ওয়েব হলো প্রথম টেলিস্কোপ যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছবি তুলেছে। বার্ডের দেওয়া এই তথ্যটি ছিল ভুল। ২০০৪ সালে ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল।
বার্ডের এ ভুলটি চোখ এড়ায়নি জ্যোতির্বিজ্ঞানীদের। তারা টুইটে বিষয়টি তুলে ধরেন। এ বিজ্ঞাপনের পরেই অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজার মূল্য হারায়।
সম্প্রতি, ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিং-এ যুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে সার্চ ইঞ্জিনটিতে চ্যাটবট যুক্তের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণে উন্নত সার্চ ফলাফলের পাশাপাশি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহারের সুবিধা থাকবে। চ্যাটবটে প্রশ্ন লিখলে সেগুলোর উত্তর দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি। চ্যাটবটটি নির্দিষ্ট বিষয়ে নিবন্ধ বা ই–মেইল লিখে দেওয়ার পাশাপাশি ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করে দেবে। ব্যবহারকারী চাইলে বিভিন্ন তথ্য এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদও করে দেবে চ্যাটবট।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এনভিডিয়ার শক্তিশালী এআই চিপের ওপর নতুন করে রপ্তানি নিষেধাজ্ঞা জারির পরপরই হুয়াওয়ের এই ঘোষণা চীনের এআই কোম্পানিগুলোর জন্য অত্যন্ত সময়োপযোগী। এত দিন পর্যন্ত এনভিডিয়ার এইচ২০ চিপটি চীনা বাজারে অবাধে বিক্রি করার অনুমতি ছিল, যা ছিল চীনের এআই কোম্পানিগুলোর জন্য প্রধান চিপ।
৭ ঘণ্টা আগেপ্রযুক্তি খাতে নিজেদের অবস্থান আরও জোরালো করতে এবার ল্যাপটপ নিয়ে এল মটোরোলা। ভারতের বাজারের জন্য উন্মোচন করা হয়েছে তাদের প্রথম ল্যাপটপ মটো বুক ৬০। পেশাজীবী, শিক্ষার্থী ও কনটেন্ট ক্রিয়েটরদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে এই ডিভাইস। একই সঙ্গে মটোরোলা চালু করেছে মটো প্যাড ৬০ প্রো ট্যাবলেট।
১২ ঘণ্টা আগেমিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য রুখতে ‘ফুটনোটস’ নামের নতুন ফিচার নিয়ে এসেছে টিকটক। ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’-এর মতোই কাজ করবে ফিচারটি।
১৩ ঘণ্টা আগেদৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
১৬ ঘণ্টা আগে