Ajker Patrika

চ্যাটবট বার্ডের এক ভুলে ১০ হাজার কোটি ডলার হারাল গুগল 

প্রযুক্তি ডেস্ক
চ্যাটবট বার্ডের এক ভুলে ১০ হাজার কোটি ডলার হারাল গুগল 

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘বার্ড’ নিয়ে আসে প্রযুক্তি জায়ান্ট গুগল। তবে নতুন এই চ্যাটবটের কারণেই বড় অঙ্কের ক্ষতির মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি। ‘বার্ড’ একটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজার মূল্য হারিয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বার্ডের প্রচারণা চালাতে একটি বিজ্ঞাপন বানায় গুগল। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) এটি টুইটারে প্রচার করা হয়। বিজ্ঞাপনে বার্ডকে বলা হয়েছে, ৯ বছরের এক বালককে উদ্দেশ্য করে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ সম্পর্কে কিছু তথ্য দিতে। এই প্রশ্নের জবাবে বার্ডের দেওয়া তথ্য গুলোর মধ্যে একটি ছিল-  জেসম ওয়েব হলো প্রথম টেলিস্কোপ যেটি পৃথিবীর সৌরমণ্ডলের বাইরের কোনো গ্রহের ছবি তুলেছে। বার্ডের দেওয়া এই তথ্যটি ছিল ভুল। ২০০৪ সালে ইউরোপিয়ান ভেরি লার্জ টেলিস্কোপ (ইভিএলটি) সৌরমণ্ডলের বাইরের গ্রহের ছবি তুলেছিল।

বার্ডের এ ভুলটি চোখ এড়ায়নি জ্যোতির্বিজ্ঞানীদের। তারা টুইটে বিষয়টি তুলে ধরেন। এ বিজ্ঞাপনের পরেই অ্যালফাবেট ১০ হাজার কোটি ডলারের বাজার মূল্য হারায়।

সম্প্রতি, ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিং-এ যুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে সার্চ ইঞ্জিনটিতে চ্যাটবট যুক্তের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।

দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণে উন্নত সার্চ ফলাফলের পাশাপাশি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহারের সুবিধা থাকবে। চ্যাটবটে প্রশ্ন লিখলে সেগুলোর উত্তর দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি। চ্যাটবটটি নির্দিষ্ট বিষয়ে নিবন্ধ বা ই–মেইল লিখে দেওয়ার পাশাপাশি ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করে দেবে। ব্যবহারকারী চাইলে বিভিন্ন তথ্য এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদও করে দেবে চ্যাটবট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত