অনিন্দ্য চৌধুরী অর্ণব
প্রথমে হুবহু সাবানের বারের মতো দেখায়! আসলে তা নয়। এটি স্যামসাং নতুন পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড। এ নতুন এসএসডি স্টোরেজ ডিভাইসটি টেকসই। আবহাওয়ার চরম পরিস্থিতিতেও টি৭ শিল্ড পিএসএসডি ব্যবহার করা যাবে, ডিভাইসটি সব ফাইল ও কাজকে সুরক্ষিত রাখবে। তবে রয়েছে কিছু শর্ত।
নতুন এই স্যামসাং স্টোরেজ ডিভাইসে ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। ইউএসবির মাধ্যমে এটি চার্জ করা যাবে। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত রাখতে পি৬৫ রেটিং পাওয়া এই এসএসডি স্টোরেজ। ল্যাপটপ, গেমিং কনসোল, ট্যাবলেট, স্মার্টফোনসহ একাধিক গ্যাজেটের সঙ্গে কম্প্যাটিবল এটি। নীল, কালো ও সাদা—মোট তিনটি রঙে পাওয়া যাবে স্যামসাং পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড স্টোরেজ ডিভাইসটি।
সুপার ফাস্ট গতিতে ফাইল স্থানান্তর করতে পারে স্টোরেজ ডিভাইসটি। এটি ১ হাজার ৫০ এমবি/এস-এ ফাইল রিড করতে পারে এবং ১ হাজার এমবি/এস-এ ফাইল রাইট করতে পারে। স্যামসাংয়ের তরফে বলা হচ্ছে, সাধারণত যেসব এক্সটার্নাল এইচডিডি ডিভাইস আমরা দেখতে পাই, সেগুলো থেকে অন্তত ৯ দশমিক ৫ গুণ দ্রুত ফাইল ট্রান্সফারে দক্ষ ডিভাইসটি।
এই এসএসডি স্টোরেজ ডিভাইসটি ব্যবহার করলে যেকোনো ফাইল ট্রান্সফারে সুরক্ষা পাওয়া যাবে। কারণ, এটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। ম্যাক থেকে শুরু করে যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস, গেমিং কনসোলসহ আরও অনেক কিছুর সঙ্গে পেয়ার করা যেতে পারে স্যামসাং পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড। এটি বহনযোগ্য। এর ওজন মাত্র ৯৮ গ্রাম। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় এটি ৮৮×৫৯×১৩ মিলিমিটার। স্যামসাং টি৭ শিল্ড পিএসএসডি কিনতে গেলে এর ২ টিবি ভেরিয়েন্টের দাম পড়বে ৩৪ হাজার ৯৯৯ টাকা। সাদা, নীল ও কালো রঙের ১ টিবি ভেরিয়েন্টের দাম পড়বে প্রায় ১৭ হাজার টাকা।
তথ্যসূত্র: স্যামসাং
প্রথমে হুবহু সাবানের বারের মতো দেখায়! আসলে তা নয়। এটি স্যামসাং নতুন পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড। এ নতুন এসএসডি স্টোরেজ ডিভাইসটি টেকসই। আবহাওয়ার চরম পরিস্থিতিতেও টি৭ শিল্ড পিএসএসডি ব্যবহার করা যাবে, ডিভাইসটি সব ফাইল ও কাজকে সুরক্ষিত রাখবে। তবে রয়েছে কিছু শর্ত।
নতুন এই স্যামসাং স্টোরেজ ডিভাইসে ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। ইউএসবির মাধ্যমে এটি চার্জ করা যাবে। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষিত রাখতে পি৬৫ রেটিং পাওয়া এই এসএসডি স্টোরেজ। ল্যাপটপ, গেমিং কনসোল, ট্যাবলেট, স্মার্টফোনসহ একাধিক গ্যাজেটের সঙ্গে কম্প্যাটিবল এটি। নীল, কালো ও সাদা—মোট তিনটি রঙে পাওয়া যাবে স্যামসাং পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড স্টোরেজ ডিভাইসটি।
সুপার ফাস্ট গতিতে ফাইল স্থানান্তর করতে পারে স্টোরেজ ডিভাইসটি। এটি ১ হাজার ৫০ এমবি/এস-এ ফাইল রিড করতে পারে এবং ১ হাজার এমবি/এস-এ ফাইল রাইট করতে পারে। স্যামসাংয়ের তরফে বলা হচ্ছে, সাধারণত যেসব এক্সটার্নাল এইচডিডি ডিভাইস আমরা দেখতে পাই, সেগুলো থেকে অন্তত ৯ দশমিক ৫ গুণ দ্রুত ফাইল ট্রান্সফারে দক্ষ ডিভাইসটি।
এই এসএসডি স্টোরেজ ডিভাইসটি ব্যবহার করলে যেকোনো ফাইল ট্রান্সফারে সুরক্ষা পাওয়া যাবে। কারণ, এটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। ম্যাক থেকে শুরু করে যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইস, গেমিং কনসোলসহ আরও অনেক কিছুর সঙ্গে পেয়ার করা যেতে পারে স্যামসাং পোর্টেবল সলিড-স্টেট ড্রাইভ টি৭ শিল্ড। এটি বহনযোগ্য। এর ওজন মাত্র ৯৮ গ্রাম। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় এটি ৮৮×৫৯×১৩ মিলিমিটার। স্যামসাং টি৭ শিল্ড পিএসএসডি কিনতে গেলে এর ২ টিবি ভেরিয়েন্টের দাম পড়বে ৩৪ হাজার ৯৯৯ টাকা। সাদা, নীল ও কালো রঙের ১ টিবি ভেরিয়েন্টের দাম পড়বে প্রায় ১৭ হাজার টাকা।
তথ্যসূত্র: স্যামসাং
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৭ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২১ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগে