Ajker Patrika

বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫

তরুণ ডেভেলপারদের জন্য ওপেন প্ল্যাটফর্ম

ফিচার ডেস্ক
তরুণ ডেভেলপারদের জন্য ওপেন প্ল্যাটফর্ম

দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’ আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান। এ ছাড়া রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম ও বিডিঅ্যাপসের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।

৫ মে থেকে শুরু হয়েছে এই আয়োজনের রেজিস্ট্রেশন, চলবে ৩১ মে পর্যন্ত। এরপর প্রতিযোগিতা শেষে আগামী ১৯ জুন চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম মনিরুজ্জামান বলেন, ‘তরুণদের জন্য এখন উপার্জন করার অনেক সুযোগ তৈরি হয়েছে। বিডিঅ্যাপস ইনোভেশন সামিট তরুণ উদ্ভাবকদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। এখানে তারা নিজেদের অ্যাপ আইডিয়া বা সলিউশনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।’

রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, ‘বর্তমানে বিডিঅ্যাপসে প্রায় ১ লাখ অ্যাপস রয়েছে। এখান থেকে গত ১০ বছরে প্রায় ১০০ কোটি টাকা ডেভেলপাররা আয় করেছেন। এটি অবশ্যই আমাদের জন্য একটি সম্ভাবনার পথ।’

বিডিঅ্যাপসের এই উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত কয়েক হাজার ডেভেলপার তাঁদের ক্যারিয়ার গড়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে অনেক নারী রয়েছেন, যাঁরা ঘরে বসে এই প্ল্যাটফর্মের মাধ্যমে উপার্জন করতে পারছেন।

বিডিঅ্যাপস প্ল্যাটফর্মটি তরুণ অ্যাপ ডেভেলপারদের জন্য একটি উন্মুক্ত অ্যাপ মার্কেটপ্লেস। সেখানে তাঁরা নিজেদের উদ্ভাবনী অ্যাপস তৈরি ও প্রচার করতে পারেন।

২০২১ সালে বিডিঅ্যাপসকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ দেশের ‘ন্যাশনাল অ্যাপ স্টোর’ হিসেবে ঘোষণা করে। বর্তমানে এই প্ল্যাটফর্মে ৯৫ হাজারের বেশি ডেভেলপার যুক্ত রয়েছেন এবং লাইব্রেরিতে রয়েছে ১ লাখ অ্যাপস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে চলছে কারফিউ, পরিবেশ থমথমে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত