মেজবাহ নূর
গুগল প্লে-স্টোরে এমন অনেক অ্যাপ আছে, যা আমাদের পড়াশোনায় দিতে পারে নতুন গতি। এই অ্যাপের বেশির ভাগই পাওয়া যায় বিনা মূল্যে।
ডুয়োলিঙ্গো
নতুন ভাষা শেখার জন্য অনেকেই টাকা খরচ করে ভর্তি হন বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে ভাষা শেখার এই কঠিন কাজটি সম্ভব আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই, তা-ও আবার বিনা মূল্যে। আপনাকে কেবল আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে-স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে ডুয়োলিঙ্গো অ্যাপটি। ভাষা শেখার অ্যাপে বিভিন্ন প্র্যাকটিস টেস্ট, পুরস্কারের ব্যবস্থা আর সেই পুরস্কার দিয়ে নতুন ‘স্টোরি’ খোলার সুবিধা ভাষা শেখাকে করেছে আরও আনন্দদায়ক। এই অ্যাপের মাধ্যমে হিন্দি, আরবি, লাতিন, ফ্রেঞ্চ, স্প্যানিশসহ মোট ৪০টি ভাষা শেখার সুবিধা রয়েছে। প্রতিটি লেসন শুরু করার আগে ব্যবহারকারী কিছু টিপস দেখতে পাবেন। এ ছাড়া নতুন শব্দগুলোর উচ্চারণ শোনারও সুবিধা রয়েছে এই অ্যাপে।
ফটোম্যাথ
অনেক সময়ই অঙ্কের উত্তর মেলাতে হিমশিম খেতে হয় আমাদের অনেকের। ফটোম্যাথ অ্যাপ হতে পারে এই সমস্যার আধুনিক সমাধান। ফটোম্যাথ যে শুধু আপনার দেওয়া অঙ্কের সমাধান করে দেবে তা-ই নয়, এটি আপনাকে সমাধানের প্রতিটি ধাপ বিস্তারিতভাবে দেখাবে এবং বুঝিয়ে দেবে। পুরো সুবিধা পাওয়ার জন্য আপনাকে শুধু অ্যাপটি প্লে-স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপে আপনার অঙ্কের সমস্যার ছবি তুলে আপলোড করতে হবে। ব্যস, এতটুকুই! এরপর আপনি পেয়ে যাবেন আপনার অঙ্কের বিস্তারিত সমাধান। ছবি আপলোড ছাড়াও অ্যাপের আধুনিক ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্কটি অ্যাপে নির্দিষ্ট অংশে লিখে দিলেও সমাধান পাওয়া যাবে।
মেমরাইজ
ভাষা শেখার অন্যতম জনপ্রিয় অ্যাপ হচ্ছে মেমরাইজ। এই অ্যাপের মাধ্যমে শিখতে পারবেন চায়নিজ, ড্যানিশ, ডাচ, ফ্রেঞ্চ, জাপানিজসহ মোট ১৯টি ভাষা। ব্যবহারকারীরা নিজেদের দক্ষতা অনুযায়ী বাছাই করে নিতে পারবেন ‘বিগিনার’ কিংবা ‘ইন্টারমিডিয়েট’ স্তর। প্রতি সেশনে নতুন শব্দ শেখার পাশাপাশি যেসব শব্দ শিখেছেন তার তথ্য দেখতে পাবেন।
ব্রিলিয়্যান্ট
যদি আপনি গণিত, বিজ্ঞান অথবা কম্পিউটারবিজ্ঞানের ওপর জ্ঞান বাড়াতে চান, তাহলে ‘ব্রিলিয়্যান্ট’ অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিতে পারেন। বীজগণিত, গাণিতিক যুক্তি, জ্যামিতি, পরিসংখ্যান, ক্যালকুলাস ইত্যাদি বিষয়ের ওপর প্র্যাকটিস, টিপস এবং অনেক কঠিন বিষয়েরও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যাবে এই অ্যাপে।
খান একাডেমি
তালিকার বাকি সব অ্যাপ নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হলেও ‘খান একাডেমি’র অ্যাপে আপনি পড়াশোনার প্রায় সবকিছুই পেয়ে যাবেন এক জায়গায়। গণিত, পদার্থবিজ্ঞানের পা শাপাশি অর্থনীতি, ভাষা থেকে শুরু করে জীবন দক্ষতার বিভিন্ন লেসনও এই অ্যাপে পেয়ে যাবেন। এ ছাড়া এসএটি, জিআরইসহ বিভিন্ন বিশেষ পরীক্ষার প্রস্তুতিও নেওয়া সম্ভব এই অ্যাপ থেকে।
গুগল প্লে-স্টোরে এমন অনেক অ্যাপ আছে, যা আমাদের পড়াশোনায় দিতে পারে নতুন গতি। এই অ্যাপের বেশির ভাগই পাওয়া যায় বিনা মূল্যে।
ডুয়োলিঙ্গো
নতুন ভাষা শেখার জন্য অনেকেই টাকা খরচ করে ভর্তি হন বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে ভাষা শেখার এই কঠিন কাজটি সম্ভব আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই, তা-ও আবার বিনা মূল্যে। আপনাকে কেবল আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্লে-স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে ডুয়োলিঙ্গো অ্যাপটি। ভাষা শেখার অ্যাপে বিভিন্ন প্র্যাকটিস টেস্ট, পুরস্কারের ব্যবস্থা আর সেই পুরস্কার দিয়ে নতুন ‘স্টোরি’ খোলার সুবিধা ভাষা শেখাকে করেছে আরও আনন্দদায়ক। এই অ্যাপের মাধ্যমে হিন্দি, আরবি, লাতিন, ফ্রেঞ্চ, স্প্যানিশসহ মোট ৪০টি ভাষা শেখার সুবিধা রয়েছে। প্রতিটি লেসন শুরু করার আগে ব্যবহারকারী কিছু টিপস দেখতে পাবেন। এ ছাড়া নতুন শব্দগুলোর উচ্চারণ শোনারও সুবিধা রয়েছে এই অ্যাপে।
ফটোম্যাথ
অনেক সময়ই অঙ্কের উত্তর মেলাতে হিমশিম খেতে হয় আমাদের অনেকের। ফটোম্যাথ অ্যাপ হতে পারে এই সমস্যার আধুনিক সমাধান। ফটোম্যাথ যে শুধু আপনার দেওয়া অঙ্কের সমাধান করে দেবে তা-ই নয়, এটি আপনাকে সমাধানের প্রতিটি ধাপ বিস্তারিতভাবে দেখাবে এবং বুঝিয়ে দেবে। পুরো সুবিধা পাওয়ার জন্য আপনাকে শুধু অ্যাপটি প্লে-স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপে আপনার অঙ্কের সমস্যার ছবি তুলে আপলোড করতে হবে। ব্যস, এতটুকুই! এরপর আপনি পেয়ে যাবেন আপনার অঙ্কের বিস্তারিত সমাধান। ছবি আপলোড ছাড়াও অ্যাপের আধুনিক ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্কটি অ্যাপে নির্দিষ্ট অংশে লিখে দিলেও সমাধান পাওয়া যাবে।
মেমরাইজ
ভাষা শেখার অন্যতম জনপ্রিয় অ্যাপ হচ্ছে মেমরাইজ। এই অ্যাপের মাধ্যমে শিখতে পারবেন চায়নিজ, ড্যানিশ, ডাচ, ফ্রেঞ্চ, জাপানিজসহ মোট ১৯টি ভাষা। ব্যবহারকারীরা নিজেদের দক্ষতা অনুযায়ী বাছাই করে নিতে পারবেন ‘বিগিনার’ কিংবা ‘ইন্টারমিডিয়েট’ স্তর। প্রতি সেশনে নতুন শব্দ শেখার পাশাপাশি যেসব শব্দ শিখেছেন তার তথ্য দেখতে পাবেন।
ব্রিলিয়্যান্ট
যদি আপনি গণিত, বিজ্ঞান অথবা কম্পিউটারবিজ্ঞানের ওপর জ্ঞান বাড়াতে চান, তাহলে ‘ব্রিলিয়্যান্ট’ অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিতে পারেন। বীজগণিত, গাণিতিক যুক্তি, জ্যামিতি, পরিসংখ্যান, ক্যালকুলাস ইত্যাদি বিষয়ের ওপর প্র্যাকটিস, টিপস এবং অনেক কঠিন বিষয়েরও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যাবে এই অ্যাপে।
খান একাডেমি
তালিকার বাকি সব অ্যাপ নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হলেও ‘খান একাডেমি’র অ্যাপে আপনি পড়াশোনার প্রায় সবকিছুই পেয়ে যাবেন এক জায়গায়। গণিত, পদার্থবিজ্ঞানের পা শাপাশি অর্থনীতি, ভাষা থেকে শুরু করে জীবন দক্ষতার বিভিন্ন লেসনও এই অ্যাপে পেয়ে যাবেন। এ ছাড়া এসএটি, জিআরইসহ বিভিন্ন বিশেষ পরীক্ষার প্রস্তুতিও নেওয়া সম্ভব এই অ্যাপ থেকে।
তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
৬ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
৭ ঘণ্টা আগেঅ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা
৮ ঘণ্টা আগে