Ajker Patrika

নতুন ‘ল্যাঙ্গুয়েজ মডেল’ আনছে মেটা

প্রযুক্তি ডেস্ক
নতুন ‘ল্যাঙ্গুয়েজ মডেল’ আনছে মেটা

গবেষকদের জন্য নতুন এক ‘ল্যাঙ্গুয়েজ মডেল’ প্রকাশের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এটি মূলত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মূল সফটওয়্যার। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করছে বেশ কিছুদিন ধরে। এরই মধ্যে মেটার এই ঘোষণা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এই প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই ল্যাঙ্গুয়েজ মডেলের নাম ‘এলএলএএমএ’।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে ওপেনএআই’র নতুন চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ উন্মোচন করা হয়। পরবর্তীতে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিং-এ যুক্ত করে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগল নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ‘বার্ড’ আনার ঘোষণা দেয়। চলতি মাসেই ই-কমার্স জায়ান্ট আলিবাবা, সার্চ ইঞ্জিন বাইদুসহ অন্তত পাঁচটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট তৈরির ঘোষণা দেয়।

এক ব্লগপোস্টে মেটা জানায়, সরকার, সুশীল সমাজ ও একাডেমিয়া সংশ্লিষ্ট বিভিন্ন গবেষক ও সংস্থা অবাণিজ্যিক লাইসেন্সের অধীনে ‘লার্জ ল্যাংগুয়েজ মডেল মেটা এআই’ বা ‘এলএলএএমএ’ নামের নতুন এই ভাষা মডেল ব্যবহারের সুযোগ পাবেন। এই ভাষা মডেল বিভিন্ন তথ্যের সারসংক্ষেপ বা কনটেন্ট তৈরির উদ্দেশ্যে ব্যাপক পরিমাণ টেক্সট সংগ্রহ করতে পারে। পাশাপাশি, বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিতে সক্ষম এই মডেল। এর আগে মেটা জানায়, এই মডেলে আগের বিভিন্ন ব্যবস্থার চেয়ে তুলনামূলক কম কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন। এই মডেলকে ল্যাটিন ও সিরিলিক বর্ণমালা’সহ মোট ২০টি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

গত বছরের মে মাসে গবেষকদের লক্ষ্য করে ‘ওপিটি-১৭৫বি’ নামের এক ভাষা মডেল প্রকাশ করে মেটা। আর এটি তৈরি হয় তাদের ‘ব্লেন্ডারবট’ নামের চ্যাটবটের নতুন সংস্করণের ভিত্তিতে। পরবর্তীতে, ‘গ্যালাকটিকা’ নামের এক মডেল উন্মোচন করে মেটা। এটি বৈজ্ঞানিক নিবন্ধ লেখার পাশাপাশি অঙ্কের সমাধানও দিতে পারত। তবে, এর নমুনা আত্মবিশ্বাসের সঙ্গে ভুল উত্তর দেওয়ায় দ্রুতই এটি বন্ধ করে দেয় মেটা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত