Ajker Patrika

ভূমিকম্প প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার

টি এইচ মাহির 
ফাইল ছবি
ফাইল ছবি

ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে আধুনিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিভিন্ন দেশ ভূমিকম্পের পূর্বাভাস ও প্রতিরোধে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে চলেছে। এসব প্রযুক্তি মানুষকে সতর্ক করার পাশাপাশি জরুরি ব্যবস্থা নিতে সাহায্য করছে।

শেকঅ্যালার্ট, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে তৈরি শেকঅ্যালার্ট প্রযুক্তি ভূমিকম্প দ্রুত শনাক্ত করতে সহায়তা করে। এই প্রযুক্তি ভূমিকম্পের আগেই মানুষ ও স্বয়ংক্রিয় সিস্টেমকে সতর্ক করে। এর মাধ্যমে ট্রেনের গতি কমানো বা শিল্পকারখানা বন্ধের মতো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যাবে ভূমিকম্প শুরুর আগে। শেকঅ্যালার্ট কম্পন শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে সতর্কবার্তা পাঠাতে সক্ষম। সেই সতর্কবার্তা মোবাইল ফোনের ওয়্যারলেস ইমার্জেন্সি অ্যালার্ট বা মাইশেক অ্যাপের মাধ্যমে পাওয়া যায়।

পি-অ্যালার্ট, তাইওয়ান

তাইওয়ানের সানলিয়েনে ভূমিকম্পের প্রাথমিক কম্পন শনাক্ত করার জন্য পি-অ্যালার্ট নামের একটি অ্যালার্ম ডিটেক্টর সিস্টেম ব্যবহার করা হয়। এটি তাইওয়ান ছাড়াও জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে ব্যবহৃত হচ্ছে। এই সিস্টেম ভূমিকম্পের প্রাথমিক কম্পন শনাক্ত করে এবং সতর্কবার্তা পাঠাতে সক্ষম।

ইকিউ গার্ড, জাপান

জাপানে ভূমিকম্পের প্রাথমিক কম্পন শনাক্ত করার জন্য ইকিউ গার্ড নামের একটি ডিভাইস তৈরি করা হয়েছে। এটি লিফটসহ বিভিন্ন জরুরি ব্যবস্থায় সতর্কবার্তা পাঠায় এবং ভূমিকম্পের তীব্রতা দেখানোর জন্য একটি মানচিত্র প্রদর্শন করে। রাসায়নিক প্ল্যান্ট, পারমাণবিক স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গা বন্ধ করার জন্য এই ডিভাইস সংকেত পাঠায়।

সূত্র: সায়েন্ট ডিরেক্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত