অনলাইন ডেস্ক
মেসেজিংয়ের মাধ্যমে ছবি শেয়ারিংয়ের অভিজ্ঞতা উন্নত করার জন্য বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে গুগল মেসেজেস। এসব ফিচারের মধ্যে রয়েছে উন্নত গ্যালারি, উন্নত ক্যামেরা ইন্টারফেস এবং এইচডি ছবি পাঠানোর সুবিধা।
এই আপডেটের একটি বড় সংযোজন হলো নতুন কোয়ালিটি সিলেক্টর, যার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি পাঠানোর সময় তা সর্বোচ্চ রেজল্যুশনে পাঠাতে পারবেন। গ্যালারি খুলে একটি ছবি নির্বাচন করার পর স্ক্রিনের ওপরের ডান দিকে ক্যামেরা আইকনের পাশের এইচডিপ্লাস আইকনে ট্যাপ করলে এই অপশন দেখা যাবে। এখানে দুটি অপশন থাকবে। এক অপশনের মাধ্যমে ছবি কম্প্রেস করে আরসিএস মেসেজের অপটিমাইজড ফরম্যাটে পাঠানো হবে। আরেকটি অপশনের মাধ্যমে ছবিটি তার আসল রেজল্যুশনে পাঠানোর সুযোগ দেওয়া হবে, যাতে সর্বোচ্চ গুণমান বজায় থাকে।
আরেকটি বড় আপডেট হলো গুগল মেসেজেসে ইন্টিগ্রেটেড ক্যামেরার নতুন ইন্টারফেস। নতুন এই ইন্টারফেসে ক্যামেরার লাইভ ভিউ স্ক্রিনের ওপরের অংশে দেখা যাবে, যা স্ক্রিনের অর্ধেকেরও বেশি স্থান দখল করবে। এর নিচে ব্যবহারকারীরা তাদের ফোনের গ্যালারির ছয়টি সর্বশেষ ছবি দেখতে পারবেন। এ ছাড়া ছবি ও ভিডিও দ্রুত দেখার জন্য একটি অ্যাকসেস ট্যাব থাকবে। গ্যালারির প্রিভিউ সরাতে ব্যবহারকারীরা সহজেই নিচে স্ক্রল করতে পারবেন। আবার ওপরের দিকে স্ক্রল করলে পূর্ণ গ্যালারি দেখা যাবে। এ ছাড়া, একাধিক ছবি একসঙ্গে নির্বাচন করা যাবে, যার মধ্যে নতুন তোলা ছবি এবং পূর্বে সংরক্ষিত ছবিও থাকতে পারে।
আরেকটি ছোট কিন্তু কার্যকরী ফিচার হলো একটি টেক্সট ইনপুট বক্সের সংযোজন, যা নির্বাচিত ছবির নিচে থাকবে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি পাঠানোর সঙ্গে সঙ্গে তার পাশে একটি বার্তা টাইপ করতে পারবেন, যাতে ছবি এবং বার্তা একসঙ্গে পাঠানো যায়।
৯ টু ৫ গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন ফিচারগুলো গুগল মেসেজেসের বেটা সংস্করণ ‘২০২৫০২১৮ _ ০১ _আরসি ০০’ এবং তার পরবর্তী সংস্করণগুলোতে ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলোর মাধ্যমে মেসেজিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার পথে এগিয়ে যাচ্ছে গুগল। আরসিএসভিত্তিক যোগাযোগ আরও সহজ এবং উন্নত হচ্ছে।
মেসেজিংয়ের মাধ্যমে ছবি শেয়ারিংয়ের অভিজ্ঞতা উন্নত করার জন্য বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে গুগল মেসেজেস। এসব ফিচারের মধ্যে রয়েছে উন্নত গ্যালারি, উন্নত ক্যামেরা ইন্টারফেস এবং এইচডি ছবি পাঠানোর সুবিধা।
এই আপডেটের একটি বড় সংযোজন হলো নতুন কোয়ালিটি সিলেক্টর, যার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি পাঠানোর সময় তা সর্বোচ্চ রেজল্যুশনে পাঠাতে পারবেন। গ্যালারি খুলে একটি ছবি নির্বাচন করার পর স্ক্রিনের ওপরের ডান দিকে ক্যামেরা আইকনের পাশের এইচডিপ্লাস আইকনে ট্যাপ করলে এই অপশন দেখা যাবে। এখানে দুটি অপশন থাকবে। এক অপশনের মাধ্যমে ছবি কম্প্রেস করে আরসিএস মেসেজের অপটিমাইজড ফরম্যাটে পাঠানো হবে। আরেকটি অপশনের মাধ্যমে ছবিটি তার আসল রেজল্যুশনে পাঠানোর সুযোগ দেওয়া হবে, যাতে সর্বোচ্চ গুণমান বজায় থাকে।
আরেকটি বড় আপডেট হলো গুগল মেসেজেসে ইন্টিগ্রেটেড ক্যামেরার নতুন ইন্টারফেস। নতুন এই ইন্টারফেসে ক্যামেরার লাইভ ভিউ স্ক্রিনের ওপরের অংশে দেখা যাবে, যা স্ক্রিনের অর্ধেকেরও বেশি স্থান দখল করবে। এর নিচে ব্যবহারকারীরা তাদের ফোনের গ্যালারির ছয়টি সর্বশেষ ছবি দেখতে পারবেন। এ ছাড়া ছবি ও ভিডিও দ্রুত দেখার জন্য একটি অ্যাকসেস ট্যাব থাকবে। গ্যালারির প্রিভিউ সরাতে ব্যবহারকারীরা সহজেই নিচে স্ক্রল করতে পারবেন। আবার ওপরের দিকে স্ক্রল করলে পূর্ণ গ্যালারি দেখা যাবে। এ ছাড়া, একাধিক ছবি একসঙ্গে নির্বাচন করা যাবে, যার মধ্যে নতুন তোলা ছবি এবং পূর্বে সংরক্ষিত ছবিও থাকতে পারে।
আরেকটি ছোট কিন্তু কার্যকরী ফিচার হলো একটি টেক্সট ইনপুট বক্সের সংযোজন, যা নির্বাচিত ছবির নিচে থাকবে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি পাঠানোর সঙ্গে সঙ্গে তার পাশে একটি বার্তা টাইপ করতে পারবেন, যাতে ছবি এবং বার্তা একসঙ্গে পাঠানো যায়।
৯ টু ৫ গুগলের প্রতিবেদনে বলা হয়েছে, এই নতুন ফিচারগুলো গুগল মেসেজেসের বেটা সংস্করণ ‘২০২৫০২১৮ _ ০১ _আরসি ০০’ এবং তার পরবর্তী সংস্করণগুলোতে ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলোর মাধ্যমে মেসেজিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার পথে এগিয়ে যাচ্ছে গুগল। আরসিএসভিত্তিক যোগাযোগ আরও সহজ এবং উন্নত হচ্ছে।
টেকসই ও পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫ এখন দেশের বাজারে। বিভিন্ন ক্যাম্পেইনে বোলিং উইদ আ স্প্ল্যাশ ও আন্ডারওয়াটার গেমিং চ্যালেঞ্জে অংশ নিয়ে ডিভাইসটিকে হ্যামার ফোন হিসেবে আখ্যা দিয়েছেন ব্যবহারকারীরা। পানিরোধী প্রযুক্তিসহ আর যেসব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই স্মার্টফোনে
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলোকে নিয়ে আসার জন্য কপিরাইট আইনে পরিবর্তন আনার পরিকল্পনা করছে দেশটির সরকার। এই প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে এআই ডেভেলপাররা শিল্পীদের অনলাইনে পাওয়া কনটেন্ট...
২ ঘণ্টা আগেবিনা মূল্যে ব্যবহারের জন্য এমএস অফিসের একটি পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল বিনা মূল্য ব্যবহার করতে পারবেন। এটি অনলাইনের অফিস সংস্করণের তুলনায় ভিন্ন। কারণ এতে সীমিত ফিচার থাকবে।
৪ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এল গুগল এবং কোয়ালকম। কোম্পানি দুটির মধ্যে নতুন অংশীদারত্বের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের জন্য আপডেট সেবা আরও দীর্ঘস্থায়ী হতে চলেছে। এই চুক্তির আওতায় এখন থেকে ৮ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং নিরাপত্তা আপডেটের সুবিধা পাবে অ্যান্ড্রয়েড...
৬ ঘণ্টা আগে