Ajker Patrika

পুলিশের সহযোগী এআই ক্যামেরা

ফিচার ডেস্ক 
পুলিশের সহযোগী এআই ক্যামেরা

মদ্যপান বা মাদক সেবন করে গাড়ি চালালে জরিমানার আইন রয়েছে প্রায় সব দেশে। কিন্তু সেটি শনাক্ত করার পর। এখন থেকে সেই শনাক্তের কাজ করবে এআই ক্যামেরা। প্রথমবারের মতো এমন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে ইংল্যান্ডের ডেভন ও কর্নওয়াল অঞ্চলে। এই বিশেষ ‘হেডস-আপ’ এআই ক্যামেরা গাড়ি চালানোর ধরন ও আচরণ দেখে শনাক্ত করতে পারে, চালক মদ্যপান বা মাদক সেবন করেছেন কি না। এমন কোনো গাড়ি শনাক্ত হলে পরে পুলিশ গাড়িটি থামিয়ে চালককে পরীক্ষা করবে।

ক্যামেরা নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাকুসেনসাসের জেনারেল ম্যানেজার জেওফ কলিনস বলেছেন, ‘আমরা বেশ আনন্দিত। এই প্রথম ডেভন ও কর্নওয়ালে প্রযুক্তিটি পরীক্ষা করছি। আমাদের বিশ্বাস, এটি সড়ক দুর্ঘটনা এড়াতে আরও বেশি সহযোগিতা করবে।’

আগে থেকে চালকদের মোবাইল ফোন ব্যবহার কিংবা সিটবেল্ট না পরা ধরতে ব্যবহার করা হচ্ছে অ্যাকুসেনসাস ক্যামেরাগুলো। মদ্যপান করে গাড়ি চালানো চালকেরা বেশি দুর্ঘটনায় পড়েন। তাই ডেভন ও কর্নওয়াল পুলিশ আশা করছে, এই ক্যামেরাগুলো জীবন বাঁচাতে সাহায্য করবে।

ডেভন ও কর্নওয়াল পুলিশ বিভাগের প্রধান সাইমন জেনকিনসন বলেন, ‘আমরা ১৪ হাজার মাইল রাস্তা পর্যবেক্ষণ করি। আমাদের অফিসাররা সব জায়গায় সব সময় থাকতে পারেন না। এমন অবস্থায় এআই ক্যামেরা আমাদের কাজকে আরও সহজ করেছে।’

সূত্র: বিবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত