বিজ্ঞপ্তি
ওয়ালটন তাদের নতুন সিনেক্সা (CiNEXA) ব্র্যান্ডের ডিজিটাল সাইনেজ ডিসপ্লে নিয়ে এসেছে, যা উন্নত প্রযুক্তি ও শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি। এই ডিসপ্লেগুলো যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য স্মার্ট ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনের একটি কার্যকর সমাধান হিসেবে কাজ করবে। বিশেষত, করপোরেট অফিস, শপিং মল, রেস্টুরেন্ট, ব্যাংক ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও তথ্য প্রদর্শনের জন্য এটি আদর্শ।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লে আধুনিক ডিজিটাল বিজ্ঞাপনের জন্য একটি স্মার্ট সমাধান। এটি অফিস, করপোরেট প্রতিষ্ঠান, হোটেল, ব্যাংক, হাসপাতাল বা শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য উপযুক্ত এবং বিজ্ঞাপন ও তথ্য প্রদর্শনে এটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রাথমিকভাবে ৪৯ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি মডেলের দুটি ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বাজারে এসেছে। ৪৯ ইঞ্চি মডেলে রয়েছে ফুল এইচডি, এলইডি ডিসপ্লে; যার রেজল্যুশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ৫৫ ইঞ্চি মডেলে রয়েছে ইউএইচডি ডিসপ্লে, যার রেজল্যুশন ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল। উভয় মডেলের দাম যথাক্রমে ১,৬৭,৫০০ টাকা এবং ২,১৮,৫০০ টাকা। এ ছাড়া ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা রয়েছে এবং করপোরেট ক্লায়েন্টদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
এই ডিজিটাল সাইনেজ ডিসপ্লের অত্যাধুনিক প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্ট এবং ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল; যা প্রতিটি কনটেন্টকে প্রাণবন্ত ও স্পষ্ট করে তোলে। এতে ব্যবহৃত ৬৪ বিটের কর্টেক্স-এ৫৫ কোয়াড কোর প্রসেসর ও মালি-জি৫২ জিপিইউ ডিসপ্লেটিকে দ্রুতগতি ও মাল্টিটাস্কিংয়ে সক্ষম করেছে। এতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ; যা উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করে।
এই ডিসপ্লেতে উন্নত সাউন্ড এক্সপেরিয়েন্স দিতে দুটি ১০ ওয়াটের বিল্ট-ইন স্পিকার নিয়ে আসা হয়েছে। কানেকটিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই ৬ ও ব্লুটুথ ৫.২; যা স্থিতিশীল ও দ্রুত সংযোগ দেয়। ইউএসবি ৩.০, ২.০ ও আরজে৪৫ ইন্টারফেসের মাধ্যমে সহজে বিভিন্ন ডিভাইস সংযোগ করা সম্ভব।
ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে গ্রাহকেরা সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লে অর্ডার করতে পারবেন।
ওয়ালটন তাদের নতুন সিনেক্সা (CiNEXA) ব্র্যান্ডের ডিজিটাল সাইনেজ ডিসপ্লে নিয়ে এসেছে, যা উন্নত প্রযুক্তি ও শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি। এই ডিসপ্লেগুলো যেকোনো ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য স্মার্ট ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনের একটি কার্যকর সমাধান হিসেবে কাজ করবে। বিশেষত, করপোরেট অফিস, শপিং মল, রেস্টুরেন্ট, ব্যাংক ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও তথ্য প্রদর্শনের জন্য এটি আদর্শ।
ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লে আধুনিক ডিজিটাল বিজ্ঞাপনের জন্য একটি স্মার্ট সমাধান। এটি অফিস, করপোরেট প্রতিষ্ঠান, হোটেল, ব্যাংক, হাসপাতাল বা শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য উপযুক্ত এবং বিজ্ঞাপন ও তথ্য প্রদর্শনে এটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রাথমিকভাবে ৪৯ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি মডেলের দুটি ডিজিটাল সাইনেজ ডিসপ্লে বাজারে এসেছে। ৪৯ ইঞ্চি মডেলে রয়েছে ফুল এইচডি, এলইডি ডিসপ্লে; যার রেজল্যুশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ৫৫ ইঞ্চি মডেলে রয়েছে ইউএইচডি ডিসপ্লে, যার রেজল্যুশন ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল। উভয় মডেলের দাম যথাক্রমে ১,৬৭,৫০০ টাকা এবং ২,১৮,৫০০ টাকা। এ ছাড়া ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা রয়েছে এবং করপোরেট ক্লায়েন্টদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
এই ডিজিটাল সাইনেজ ডিসপ্লের অত্যাধুনিক প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ১৬.৭ মিলিয়ন কালার সাপোর্ট এবং ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল; যা প্রতিটি কনটেন্টকে প্রাণবন্ত ও স্পষ্ট করে তোলে। এতে ব্যবহৃত ৬৪ বিটের কর্টেক্স-এ৫৫ কোয়াড কোর প্রসেসর ও মালি-জি৫২ জিপিইউ ডিসপ্লেটিকে দ্রুতগতি ও মাল্টিটাস্কিংয়ে সক্ষম করেছে। এতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ; যা উচ্চ পারফরম্যান্স নিশ্চিত করে।
এই ডিসপ্লেতে উন্নত সাউন্ড এক্সপেরিয়েন্স দিতে দুটি ১০ ওয়াটের বিল্ট-ইন স্পিকার নিয়ে আসা হয়েছে। কানেকটিভিটির জন্য রয়েছে ওয়াই-ফাই ৬ ও ব্লুটুথ ৫.২; যা স্থিতিশীল ও দ্রুত সংযোগ দেয়। ইউএসবি ৩.০, ২.০ ও আরজে৪৫ ইন্টারফেসের মাধ্যমে সহজে বিভিন্ন ডিভাইস সংযোগ করা সম্ভব।
ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে গ্রাহকেরা সিনেক্সা ডিজিটাল সাইনেজ ডিসপ্লে অর্ডার করতে পারবেন।
আগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
৯ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১০ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
১০ ঘণ্টা আগেআজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা জানান সংগঠনের সভাপতি ইমদাদুল হক।
১০ ঘণ্টা আগে