চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই–সেপ্টেম্বর) এক নজিরবিহীন সাফল্য অর্জন করেছে এনভিডিয়া। গ্রাফিকস কার্ড বা জিপিইউ বাজারের ৯০ শতাংশ শেয়ার কোম্পানিটির দখলে। মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান জন পেডি রিসার্চ অনুযায়ী, বর্তমান পরিস্থিতি এএমডি ও ইন্টেল প্রতিদ্বন্দ্বীদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ এই সময়ে ইন্টেলের শেয়ার ১০ শতাংশ কমেছে, আর ইন্টেলের অবস্থাও খুব একটা পরিবর্তিত হয়নি।
এই বছরে গ্রাফিকস কার্ড ইউনিটের সরবরাহ কমেছে ৭ দশমিক ৯ শতাংশ এবং ত্রৈমাসিক ভিত্তিতে তা ১৪ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এই অবস্থায়ও এনভিডিয়া তার অবস্থান আরও শক্তিশালী করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকেরা নতুন প্রজন্মের গ্রাফিকস কার্ডের এর জন্য অপেক্ষা করছেন, যেমন এনভিডিয়ার আরটিএক্স ৫০ সিরিজ এবং এএমডি এর আরএক্স ৮০০০ সিরিজ। এই দুটি জিপিইউ–এর মডেল উন্মোচনের মাধ্যমে আগামী বছরে বাজারে প্রাণ ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, এএমডি এর জন্য বিপদ বাড়ছে। কারণ ২০০৬ সালে কানাডার প্রযুক্তি কোম্পানি এটিআই–কে অধিগ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটি গ্রাফিকস কার্ডের বাজারে ক্রমেই পিছিয়ে পড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, যদি এএমডি দ্রুত কৌশলগত পরিবর্তন না আনে, তবে এটি আরও সংকটের মুখে পড়তে পারে। অপরদিকে এনভিডিয়া তার উদ্ভাবন এবং উৎপাদন ক্ষমতা দিয়ে প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চিপ তৈরির মাধ্যমে।
এএমডি এবং ইন্টেল এর জন্য বর্তমান সময়কে সঠিকভাবে কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ। গ্রাফিকস কার্ডের বাজারে জন্য কৌশলগত দিকনির্দেশনা প্রয়োজন কোম্পানি দুটির। এনভিডিয়ার বাজারে আধিপত্য বজায় থাকলে, উদ্ভাবন এবং মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোম্পানিটি প্রভাব বিস্তার করবে।
এনভিডিয়া এখনো জিপিইউ বাজারে সর্বোচ্চ শেয়ার ধরে রেখেছে। ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানিটির শেয়ার পূর্ববর্তী ত্রৈমাসিকের (এপ্রিল–জুন) চেয়ে ২ শতাংশ বেড়েছে। এর ফলে, ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় এনভিডিয়া শেয়ার এখন ৮ শতাংশ বেশি। এর ফলে, ইন্টেল এবং এএমডি এর শেয়ার অনেকটাই সংকুচিত হয়েছে।
সামগ্রিক গ্রাফিকস কার্ডের বিক্রি আগামী বছরগুলোতে সম্ভবত অনেক কমে যেতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন।
তথ্যসূত্র: ইয়াহু ফাইন্যান্স
চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই–সেপ্টেম্বর) এক নজিরবিহীন সাফল্য অর্জন করেছে এনভিডিয়া। গ্রাফিকস কার্ড বা জিপিইউ বাজারের ৯০ শতাংশ শেয়ার কোম্পানিটির দখলে। মার্কেট রিসার্চ প্রতিষ্ঠান জন পেডি রিসার্চ অনুযায়ী, বর্তমান পরিস্থিতি এএমডি ও ইন্টেল প্রতিদ্বন্দ্বীদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ এই সময়ে ইন্টেলের শেয়ার ১০ শতাংশ কমেছে, আর ইন্টেলের অবস্থাও খুব একটা পরিবর্তিত হয়নি।
এই বছরে গ্রাফিকস কার্ড ইউনিটের সরবরাহ কমেছে ৭ দশমিক ৯ শতাংশ এবং ত্রৈমাসিক ভিত্তিতে তা ১৪ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এই অবস্থায়ও এনভিডিয়া তার অবস্থান আরও শক্তিশালী করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহকেরা নতুন প্রজন্মের গ্রাফিকস কার্ডের এর জন্য অপেক্ষা করছেন, যেমন এনভিডিয়ার আরটিএক্স ৫০ সিরিজ এবং এএমডি এর আরএক্স ৮০০০ সিরিজ। এই দুটি জিপিইউ–এর মডেল উন্মোচনের মাধ্যমে আগামী বছরে বাজারে প্রাণ ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, এএমডি এর জন্য বিপদ বাড়ছে। কারণ ২০০৬ সালে কানাডার প্রযুক্তি কোম্পানি এটিআই–কে অধিগ্রহণের পর থেকে প্রতিষ্ঠানটি গ্রাফিকস কার্ডের বাজারে ক্রমেই পিছিয়ে পড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, যদি এএমডি দ্রুত কৌশলগত পরিবর্তন না আনে, তবে এটি আরও সংকটের মুখে পড়তে পারে। অপরদিকে এনভিডিয়া তার উদ্ভাবন এবং উৎপাদন ক্ষমতা দিয়ে প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চিপ তৈরির মাধ্যমে।
এএমডি এবং ইন্টেল এর জন্য বর্তমান সময়কে সঠিকভাবে কাজে লাগানো খুবই গুরুত্বপূর্ণ। গ্রাফিকস কার্ডের বাজারে জন্য কৌশলগত দিকনির্দেশনা প্রয়োজন কোম্পানি দুটির। এনভিডিয়ার বাজারে আধিপত্য বজায় থাকলে, উদ্ভাবন এবং মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোম্পানিটি প্রভাব বিস্তার করবে।
এনভিডিয়া এখনো জিপিইউ বাজারে সর্বোচ্চ শেয়ার ধরে রেখেছে। ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে কোম্পানিটির শেয়ার পূর্ববর্তী ত্রৈমাসিকের (এপ্রিল–জুন) চেয়ে ২ শতাংশ বেড়েছে। এর ফলে, ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় এনভিডিয়া শেয়ার এখন ৮ শতাংশ বেশি। এর ফলে, ইন্টেল এবং এএমডি এর শেয়ার অনেকটাই সংকুচিত হয়েছে।
সামগ্রিক গ্রাফিকস কার্ডের বিক্রি আগামী বছরগুলোতে সম্ভবত অনেক কমে যেতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন।
তথ্যসূত্র: ইয়াহু ফাইন্যান্স
তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক
১ ঘণ্টা আগেরসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
৬ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
৭ ঘণ্টা আগেঅ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা
৮ ঘণ্টা আগে