Ajker Patrika

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অস্বীকার ইলন মাস্কের

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অস্বীকার ইলন মাস্কের

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অস্বীকার করেছেন টুইটারের বর্তমান মালিক ইলন মাস্ক। গতকাল রোববার মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মাস্কের টুইটারের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা উল্লেখ করা হলে, মাস্ক তা অস্বীকার করে এক টুইটার পোস্টে বলেন, ‘প্রতিবেদনটি মিথ্যা।’ 

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইলন মাস্কের টুইটারের মালিকানা গ্রহণের পর পরই টুইটারের তৎকালীন প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালসহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাদের ছাঁটাই করলে টুইটারের ব্যবহারকারী ও কর্মীদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। 

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ‘আগামী ১ নভেম্বরের আগেই টুইটার থেকে কর্মী ছাঁটাই শুরু করবেন ইলন মাস্ক।’ এদিকে এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করে একটি স্ক্রিনশটও প্রকাশ করেন মাস্ক। তিনি টুইটার পোস্টে বলেন, ‘এটি সম্পূর্ণরূপে মিথ্যা। আমি নিউইয়র্ক টাইমস কে এই ব্যাপারে কোনো তথ্য দিইনি।’ 

টুইটারের বাক্‌স্বাধীনতা নীতিমালা শিথিলের সিদ্ধান্তে প্ল্যাটফর্মটিতে ভুল তথ্য ও আক্রমণাত্মক বার্তা প্রচারের সুযোগ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

এদিকে অন্য এক টুইট বার্তায় ইলন মাস্ক টুইটার ব্যবহারকারীদের প্রোফাইল ‘ভেরিফিকেশন’ এর জন্য নতুন প্রক্রিয়া চালু করবেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রোফাইল ‘ভেরিফিকেশন’ করতে ব্যবহারকারীদের অর্থ গুনতে হতে পারে বলে জানিয়েছেন ইলন মাস্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত