টি এইচ মাহির
এখন ঘরের কাজ থেকে অফিস পর্যন্ত এআইয়ের প্রভাব। এই প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মানুষের চাকরির সংখ্যা তত কমছে। বিশেষজ্ঞরা এ নিয়ে বিভিন্ন গবেষণা প্রকাশ করছেন। এ ছাড়া টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ এআইয়ের কারণে কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দিয়েছে এরই মধ্যে। এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি নতুন সব রোবট আলোচনায় আসছে নিয়মিত। এমনই এক খবর চমক তৈরি করেছে—টেসলার রাঁধুনি রোবট।
ধারণা করা হচ্ছে, রান্নাঘরের রাঁধুনি কিংবা রেস্তোরাঁর শেফদের জায়গাও দখল করতে পারে টেসলার এআইচালিত এই রোবট। এটি রেসিপি দেখে স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সুস্বাদু খাবার তৈরি করে দিতে পারে। একে অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে খাবারের রেসিপি। নির্দেশনা মোতাবেক খাবার বানিয়ে পরিবেশন করবে রোবটটি।
এ ছাড়া ঘরের মেঝে পরিষ্কার করা, কাপড় ভাঁজ করা, খাবার পরিবেশন করা, শিশুদের সঙ্গে খেলা করা ইত্যাদি কাজও করতে পারবে।
দৈনন্দিন নানা ধরনের কাজ সুচারুভাবে করতে পারার কারণে টেসলার অপটিমাস রোবট এখন রোবোটিকস জগতে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
টেসলার ইলন মাস্ক একটি ইভেন্টে অপটিমাস রোবট নিয়ে বিস্তারিত জানিয়ে দেন। ২০২১ সালে টেসলার এই উদ্ভাবনী রোবটের ধারণা চালু হয়। ২০২৩ সালে অপটিমাস জেন ২ নামে একটি রোবট নিয়ে আসে প্রতিষ্ঠানটি। সেই রোবট কাপড় ভাঁজ করা, কথা বলা, হাঁটার মতো কাজগুলো করতে পারে। এরপর টেসলা অপটিমাস রোবটের চূড়ান্ত সংস্করণ তৈরির কাজ শুরু করে। এসব রোবট শুধু গৃহস্থালির কাজে নয়; বরং ব্যবসায়িক এবং পেশাদার কাজে ব্যবহার করা হবে। টেসলা জানিয়েছে, এ বছরের যেকোনো সময় রোবটগুলো বাজারে আসবে।
প্রতিটি রোবটের প্রাথমিক মূল্য ২০ হাজার থেকে ৩০ হাজার ডলার। প্রাথমিকভাবে ১০ থেকে ১২ হাজার রোবট তৈরি করবে টেসলা। এ বছর ৫ হাজারের মতো রোবট বাজারে আনার পরিকল্পনা রয়েছে ইলন মাস্কের। ভবিষ্যতে অপটিমাস টেসলার বাজার মূলধন হবে অ্যাপলের প্রায় তিন গুণ, অর্থাৎ ২৫ ট্রিলিয়ন ডলার।
মানুষের প্রতিদিনের কাজে রোবট ব্যবহৃত হয়ে আসছে অনেক দিন ধরে। এই রোবটগুলোকে আরও দক্ষ করে তুলছে এআই। অদূর ভবিষ্যতে এর ব্যবহারের ব্যাপ্তি আরও ছড়িয়ে পড়বে।
সূত্র: ইয়াহু টেক
এখন ঘরের কাজ থেকে অফিস পর্যন্ত এআইয়ের প্রভাব। এই প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মানুষের চাকরির সংখ্যা তত কমছে। বিশেষজ্ঞরা এ নিয়ে বিভিন্ন গবেষণা প্রকাশ করছেন। এ ছাড়া টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ এআইয়ের কারণে কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দিয়েছে এরই মধ্যে। এই প্রযুক্তি ব্যবহার করে তৈরি নতুন সব রোবট আলোচনায় আসছে নিয়মিত। এমনই এক খবর চমক তৈরি করেছে—টেসলার রাঁধুনি রোবট।
ধারণা করা হচ্ছে, রান্নাঘরের রাঁধুনি কিংবা রেস্তোরাঁর শেফদের জায়গাও দখল করতে পারে টেসলার এআইচালিত এই রোবট। এটি রেসিপি দেখে স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সুস্বাদু খাবার তৈরি করে দিতে পারে। একে অ্যাপের মাধ্যমে দেওয়া যাবে খাবারের রেসিপি। নির্দেশনা মোতাবেক খাবার বানিয়ে পরিবেশন করবে রোবটটি।
এ ছাড়া ঘরের মেঝে পরিষ্কার করা, কাপড় ভাঁজ করা, খাবার পরিবেশন করা, শিশুদের সঙ্গে খেলা করা ইত্যাদি কাজও করতে পারবে।
দৈনন্দিন নানা ধরনের কাজ সুচারুভাবে করতে পারার কারণে টেসলার অপটিমাস রোবট এখন রোবোটিকস জগতে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
টেসলার ইলন মাস্ক একটি ইভেন্টে অপটিমাস রোবট নিয়ে বিস্তারিত জানিয়ে দেন। ২০২১ সালে টেসলার এই উদ্ভাবনী রোবটের ধারণা চালু হয়। ২০২৩ সালে অপটিমাস জেন ২ নামে একটি রোবট নিয়ে আসে প্রতিষ্ঠানটি। সেই রোবট কাপড় ভাঁজ করা, কথা বলা, হাঁটার মতো কাজগুলো করতে পারে। এরপর টেসলা অপটিমাস রোবটের চূড়ান্ত সংস্করণ তৈরির কাজ শুরু করে। এসব রোবট শুধু গৃহস্থালির কাজে নয়; বরং ব্যবসায়িক এবং পেশাদার কাজে ব্যবহার করা হবে। টেসলা জানিয়েছে, এ বছরের যেকোনো সময় রোবটগুলো বাজারে আসবে।
প্রতিটি রোবটের প্রাথমিক মূল্য ২০ হাজার থেকে ৩০ হাজার ডলার। প্রাথমিকভাবে ১০ থেকে ১২ হাজার রোবট তৈরি করবে টেসলা। এ বছর ৫ হাজারের মতো রোবট বাজারে আনার পরিকল্পনা রয়েছে ইলন মাস্কের। ভবিষ্যতে অপটিমাস টেসলার বাজার মূলধন হবে অ্যাপলের প্রায় তিন গুণ, অর্থাৎ ২৫ ট্রিলিয়ন ডলার।
মানুষের প্রতিদিনের কাজে রোবট ব্যবহৃত হয়ে আসছে অনেক দিন ধরে। এই রোবটগুলোকে আরও দক্ষ করে তুলছে এআই। অদূর ভবিষ্যতে এর ব্যবহারের ব্যাপ্তি আরও ছড়িয়ে পড়বে।
সূত্র: ইয়াহু টেক
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৪ দিন আগে