প্রযুক্তি ডেস্ক
চলছে ইউরো ২০২০। করোনার কারণে গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে টুর্নামেন্টটি, সেটি এই ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে। পুরো বিশ্বের দর্শকদের মনোযোগ যেন এই বিশ্ব ফুটবলের অন্যতম টুর্নামেন্টের দিকে। তাই চীনা স্পনসর কোম্পানিগুলো তাদের গ্লোবাল গ্রাহকের কথা মাথায় রেখে এই টুর্নামেন্টে অন্যতম স্পনসর হয়েছে। এবার চারটি চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান ইউরো ২০২০–এর স্পনসর হয়েছে। এগুলো হলো হাইসেন্স, আলী পে, ভিভো এবং টিকটক।
চীনা স্মার্ট টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইসেন্স ইউরোপের বাজারসহ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকার গুরুত্বপূর্ণ বাজার ধরার জন্য খেলাধুলার দিকে ঝুঁকেছে। তারা এর আগে রাশিয়া বিশ্বকাপেও স্পনসর করেছিল। খেলার সময় টিভি খুললেই তাই মাঠের পাশে ও সংবাদ সম্মেলনের ব্যানারে হাইসেন্সের নানা রকম লোগো দেখা যায়। কিউএলইডি ও ইউএলইডি টিভির জন্য বিশ্বব্যাপী হাইসেন্সের সুনাম তৈরি হয়েছে।
চীনা স্মার্ট ফোন ব্র্যান্ড ভিভো গ্লোবাল বাজার ধরার জন্য বরাবরই আগ্রহী। তারা আইপিএল, বিশ্বকাপ ফুটবলে ইতিমধ্যে স্পনসর হয়েছে। এবার ইউরো ২০২০–এও তার ব্যতিক্রম হয়নি।
নানা রকম সমালোচনা থাকা সত্ত্বেও চীনা ভিডিও শেয়ারিং ফোকাসড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস টিকটকের বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা বাড়ছেই। তাই টিকটক গ্রাহকদের আকৃষ্ট করতে নানা রকম প্রচারণামূলক উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা এবারের ইউরো ২০২০–এ স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছে।
চীনা ডিজিটাল মানি সার্ভিস প্রতিষ্ঠান আলী পে বিশ্বব্যাপী গ্রাহক বৃদ্ধিতে কাজ করছে। ইউরোপে রয়েছে তাদের বড় একটি বাজার। তাই চীনা বিজনেস মোগল অ্যান্ট গ্রুপের এই ডিজিটাল সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টে স্পনসর হিসেব অংশগ্রহণ করা হয়েছে। এবারের ইউরো ২০২০–এর টপ স্কোরারের ট্রফিটি পর্যন্ত স্পনসর করেছে এই আলী পে।
চলছে ইউরো ২০২০। করোনার কারণে গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে টুর্নামেন্টটি, সেটি এই ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে। পুরো বিশ্বের দর্শকদের মনোযোগ যেন এই বিশ্ব ফুটবলের অন্যতম টুর্নামেন্টের দিকে। তাই চীনা স্পনসর কোম্পানিগুলো তাদের গ্লোবাল গ্রাহকের কথা মাথায় রেখে এই টুর্নামেন্টে অন্যতম স্পনসর হয়েছে। এবার চারটি চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান ইউরো ২০২০–এর স্পনসর হয়েছে। এগুলো হলো হাইসেন্স, আলী পে, ভিভো এবং টিকটক।
চীনা স্মার্ট টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইসেন্স ইউরোপের বাজারসহ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকার গুরুত্বপূর্ণ বাজার ধরার জন্য খেলাধুলার দিকে ঝুঁকেছে। তারা এর আগে রাশিয়া বিশ্বকাপেও স্পনসর করেছিল। খেলার সময় টিভি খুললেই তাই মাঠের পাশে ও সংবাদ সম্মেলনের ব্যানারে হাইসেন্সের নানা রকম লোগো দেখা যায়। কিউএলইডি ও ইউএলইডি টিভির জন্য বিশ্বব্যাপী হাইসেন্সের সুনাম তৈরি হয়েছে।
চীনা স্মার্ট ফোন ব্র্যান্ড ভিভো গ্লোবাল বাজার ধরার জন্য বরাবরই আগ্রহী। তারা আইপিএল, বিশ্বকাপ ফুটবলে ইতিমধ্যে স্পনসর হয়েছে। এবার ইউরো ২০২০–এও তার ব্যতিক্রম হয়নি।
নানা রকম সমালোচনা থাকা সত্ত্বেও চীনা ভিডিও শেয়ারিং ফোকাসড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস টিকটকের বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা বাড়ছেই। তাই টিকটক গ্রাহকদের আকৃষ্ট করতে নানা রকম প্রচারণামূলক উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা এবারের ইউরো ২০২০–এ স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছে।
চীনা ডিজিটাল মানি সার্ভিস প্রতিষ্ঠান আলী পে বিশ্বব্যাপী গ্রাহক বৃদ্ধিতে কাজ করছে। ইউরোপে রয়েছে তাদের বড় একটি বাজার। তাই চীনা বিজনেস মোগল অ্যান্ট গ্রুপের এই ডিজিটাল সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টে স্পনসর হিসেব অংশগ্রহণ করা হয়েছে। এবারের ইউরো ২০২০–এর টপ স্কোরারের ট্রফিটি পর্যন্ত স্পনসর করেছে এই আলী পে।
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে