প্রেম কিংবা দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়া পরও প্রাক্তনের সঙ্গে নানা স্মৃতি সময়ে-অসময়ে মনে পড়ে। বিশেষ করে প্রাক্তনদের সঙ্গে তোলা ছবি সামনে এলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। ডিজিটাল যুগে এসব ছবি ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করা হয়। এসব ছবিতে প্রাক্তন ছাড়াও অনেকেই থাকতে পারেন। আবার ছবিগুলোর সঙ্গে ভালো সময়ের স্মৃতিও জুড়ে থাকতে পারে। তাই এসব ছবি অনেকেই ডিলিট করতে চান না। এই সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই টুল ব্যবহার করা যায়।
‘এক্স–টার্মিনেটর’ নামের নতুন এআই টুলের মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলা যাবে। ডেটিং অ্যাপ ‘ওকেকিউপিড’ ও ছবি এডিটিং সফটওয়্যার কোম্পানি ‘ফটোরুম’ যৌথভাবে টুলটি তৈরি করেছে।
টুলটি অনলাইনে বিনামূল্যে ব্যবহার করা যাবে। ফটোরুমের ‘ম্যাজিক ব্রাশ’ টুল ব্যবহার করে ছবি থেকে যে কাউকে মুছে ফেলা যাবে ও ব্যাকগ্রাউন্ডটির শূন্যস্থান নিখুঁতভাবে পূরণ করা হবে। ফলে এডিটের পরে ছবি দেখে বোঝার উপায় নেই যে ছবিতে আরও একজন ছিল।
টুলটি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যাবে। কারও গোপনীয়তা রক্ষা করতেও টুলটি ব্যবহার করা যাবে। যেমন: ছবিতে কোনো বন্ধুর মুখ অস্পষ্ট করতেও টুলটি কাজে দেবে।
ওকেকিউপিড ১ লাখ ৮৫ হাজার অংশগ্রহণকারীদের নিয়ে একটি জরিপ করে। জরিপের ফলাফলে দেখা যায়, মিলেনিয়াল (১৯৮১ থেকে ১৯৯৬ এর মধ্যে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫০ শতাংশ ও জেন জেড (১৯৯৭ সাল থেকে ২০১২ সালে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫৪ শতাংশ ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলতে চায়। আর ৬২ শতাংশ নারীরা ছবিতে প্রাক্তনদের দেখতে চান না।
ওকেকিউপিড ও ফটোরুম যৌথভাবে বলেছে, অতীত সম্পর্কের খপ্পর থেকে পছন্দের ছবি ও স্মৃতি উদ্ধার করবে তাদের টুল।
সুতরাং নতুন এআই প্রযুক্তির মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের খুব সহজেই মুছে ফেলা যাবে।
প্রেম কিংবা দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়া পরও প্রাক্তনের সঙ্গে নানা স্মৃতি সময়ে-অসময়ে মনে পড়ে। বিশেষ করে প্রাক্তনদের সঙ্গে তোলা ছবি সামনে এলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। ডিজিটাল যুগে এসব ছবি ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করা হয়। এসব ছবিতে প্রাক্তন ছাড়াও অনেকেই থাকতে পারেন। আবার ছবিগুলোর সঙ্গে ভালো সময়ের স্মৃতিও জুড়ে থাকতে পারে। তাই এসব ছবি অনেকেই ডিলিট করতে চান না। এই সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই টুল ব্যবহার করা যায়।
‘এক্স–টার্মিনেটর’ নামের নতুন এআই টুলের মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলা যাবে। ডেটিং অ্যাপ ‘ওকেকিউপিড’ ও ছবি এডিটিং সফটওয়্যার কোম্পানি ‘ফটোরুম’ যৌথভাবে টুলটি তৈরি করেছে।
টুলটি অনলাইনে বিনামূল্যে ব্যবহার করা যাবে। ফটোরুমের ‘ম্যাজিক ব্রাশ’ টুল ব্যবহার করে ছবি থেকে যে কাউকে মুছে ফেলা যাবে ও ব্যাকগ্রাউন্ডটির শূন্যস্থান নিখুঁতভাবে পূরণ করা হবে। ফলে এডিটের পরে ছবি দেখে বোঝার উপায় নেই যে ছবিতে আরও একজন ছিল।
টুলটি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যাবে। কারও গোপনীয়তা রক্ষা করতেও টুলটি ব্যবহার করা যাবে। যেমন: ছবিতে কোনো বন্ধুর মুখ অস্পষ্ট করতেও টুলটি কাজে দেবে।
ওকেকিউপিড ১ লাখ ৮৫ হাজার অংশগ্রহণকারীদের নিয়ে একটি জরিপ করে। জরিপের ফলাফলে দেখা যায়, মিলেনিয়াল (১৯৮১ থেকে ১৯৯৬ এর মধ্যে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫০ শতাংশ ও জেন জেড (১৯৯৭ সাল থেকে ২০১২ সালে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫৪ শতাংশ ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলতে চায়। আর ৬২ শতাংশ নারীরা ছবিতে প্রাক্তনদের দেখতে চান না।
ওকেকিউপিড ও ফটোরুম যৌথভাবে বলেছে, অতীত সম্পর্কের খপ্পর থেকে পছন্দের ছবি ও স্মৃতি উদ্ধার করবে তাদের টুল।
সুতরাং নতুন এআই প্রযুক্তির মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের খুব সহজেই মুছে ফেলা যাবে।
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
১৫ ঘণ্টা আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে