Ajker Patrika

ট্রাম্পকে টুইটারে ফিরিয়ে আনলেন মাস্ক

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৫: ৩১
ট্রাম্পকে টুইটারে ফিরিয়ে আনলেন মাস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার কথা জানালেন টুইটার ও টেসলার প্রধান ইলন মাস্ক। সংবাদ সংস্থা এএফপি জানায়, মাস্কের ভোটিং পোলে ট্রাম্পের সপক্ষে বেশি ভোট পড়ায় ফের সক্রিয় হচ্ছে সাবেক প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টটি।

এর আগে ট্রাম্পের বন্ধ করে দেওয়া টুইটার অ্যাকাউন্ট পুনরায় চালু করা যায় কি না, সে বিষয়ে পোল (অনলাইন ভোট) চালু করেন ইলন মাস্ক। স্থানীয় সময় শুক্রবার বিকেলের দিকে তিনি এই পোল চালু করেন। ফলাফলে ৫১ দশমিক ৮ শতাংশ ‘হ্যাঁ ভোট’ পড়ে।

রোববার (২০ নভেম্বর) ভোরে এক টুইটে মাস্ক জানান, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরে আসবে আবার। মাস্ক লিখেছেন, ‘মানুষ তাদের মতামত জানিয়েছেন। ট্রাম্প আবার টুইটারে ফিরছেন।’ সেই সঙ্গে ল্যাটিন একটি বাক্যও লিখেছেন মাস্ক। ‘ভক্স পপুলি, ভক্স ডেই’। এর অর্থ—‘মানুষের কণ্ঠস্বরই ঈশ্বরের কণ্ঠস্বর’।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টুইটার ও টেসলা প্রধান ইলন মাস্ক। গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে যে দাঙ্গা হয়, তাতে উসকানি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প—এমন অভিযোগ উঠেছিল। ট্রাম্পের একাধিক উসকানিমূলক টুইটে দাঙ্গা আরও বড় আকার নিয়েছিল, এই অভিযোগে টুইটার থেকে নিষিদ্ধ করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। তবে গত অক্টোবরে ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে টুইটারের মালিকানা অধিগ্রহণের পর জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্পসহ টুইটার থেকে ব্যান করা একাধিক বিশিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট ফিরিয়ে আনা হবে কি না, সে বিষয়ে পুনর্বিবেচনা করা হবে।

এদিকে টুইটারে আর ফিরবেন না বলে জানিয়েছেন ট্রাম্প। শনিবার তিনি বলেন, ‘ইলন মাস্ক আমাকে টুইটারে ফেরাতে পোল করছে, এর জন্য আমি অভিভূত। তবে আমি টুইটারে ফিরছি না।’ টুইটারে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পর ‘ট্রুথ সোশ্যাল’ নামে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম চালু করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই থাকবেন বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত