সাদাত হোসেন
কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করা না থাকায় তা ব্যবহার করতে না পারার দুঃখ যাঁদের পোড়ায়, তাঁদের জন্য সুখবর আছে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট পাম ক্লার্ক গত ২৮ সেপ্টেম্বর এক ব্লগ বার্তায় জানান, এখন ইন্টারনেট-সংযোগ থাকলেই যেকোনো কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে অ্যাডোবি ফটোশপ। কম্পিউটারে এই সফটওয়্যার ইনস্টল করা না থাকলেও সেটি ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
বর্তমানে ফটোশপের বেটা ভার্সনে ছবি সম্পাদনার প্রায় সব সুবিধাই যোগ করা হয়েছে। ওয়েবের জন্য গতানুগতিক ইন্টারফেসের পাশাপাশি থাকছে নতুন ইন্টারফেস। ফলে একেবারে নতুন ব্যবহারকারীরাও ছবি সম্পাদনা করতে পারবেন এতে।
ফটোশপের নতুন সংস্করণে থাকা ‘কনটেক্সুয়াল টাস্কবার’ সুবিধাও থাকছে এর ওয়েব সংস্করণে। কনটেক্সুয়াল টাস্কবার আসলে একধরনের অন-স্ক্রিন মেনু। ছবি সম্পাদনার সময় পরের ধাপের কাজ সম্পর্কে পরামর্শ দেওয়া হয় এতে। ফলে কাজের গতি বাড়ে। তবে ফটোশপের প্যাঁচ টুল, পেন টুল, স্মার্ট অবজেক্ট, পলিগোনাল ল্যাসোর মতো বেশ কিছু জনপ্রিয় ফিচার ওয়েব সংস্করণে পাওয়া যাবে না এখনই।
জেনারেটিভ এআই ও এআই এক্সপ্যান্ড নামের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন দুটি টুল ব্যবহার করা যাবে ফটোশপের এই ওয়েব সংস্করণে। টুল দুটির সাহায্যে ছবিতে যেকোনো কনটেন্ট যুক্ত করা বা বাদ দেওয়া যাবে। ছবির আকার বদলানো যাবে সহজে। ছবি সম্পাদনার সময় ব্যবহারকারী চাইলে ফাইলটি কম্পিউটারে ইনস্টল থাকা ফটোশপেও খুলতে পারবেন।
সূত্র: অ্যাডোবি ব্লগ, এনগ্যাজেট
কম্পিউটারে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করা না থাকায় তা ব্যবহার করতে না পারার দুঃখ যাঁদের পোড়ায়, তাঁদের জন্য সুখবর আছে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট পাম ক্লার্ক গত ২৮ সেপ্টেম্বর এক ব্লগ বার্তায় জানান, এখন ইন্টারনেট-সংযোগ থাকলেই যেকোনো কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে অ্যাডোবি ফটোশপ। কম্পিউটারে এই সফটওয়্যার ইনস্টল করা না থাকলেও সেটি ব্যবহারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
বর্তমানে ফটোশপের বেটা ভার্সনে ছবি সম্পাদনার প্রায় সব সুবিধাই যোগ করা হয়েছে। ওয়েবের জন্য গতানুগতিক ইন্টারফেসের পাশাপাশি থাকছে নতুন ইন্টারফেস। ফলে একেবারে নতুন ব্যবহারকারীরাও ছবি সম্পাদনা করতে পারবেন এতে।
ফটোশপের নতুন সংস্করণে থাকা ‘কনটেক্সুয়াল টাস্কবার’ সুবিধাও থাকছে এর ওয়েব সংস্করণে। কনটেক্সুয়াল টাস্কবার আসলে একধরনের অন-স্ক্রিন মেনু। ছবি সম্পাদনার সময় পরের ধাপের কাজ সম্পর্কে পরামর্শ দেওয়া হয় এতে। ফলে কাজের গতি বাড়ে। তবে ফটোশপের প্যাঁচ টুল, পেন টুল, স্মার্ট অবজেক্ট, পলিগোনাল ল্যাসোর মতো বেশ কিছু জনপ্রিয় ফিচার ওয়েব সংস্করণে পাওয়া যাবে না এখনই।
জেনারেটিভ এআই ও এআই এক্সপ্যান্ড নামের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন দুটি টুল ব্যবহার করা যাবে ফটোশপের এই ওয়েব সংস্করণে। টুল দুটির সাহায্যে ছবিতে যেকোনো কনটেন্ট যুক্ত করা বা বাদ দেওয়া যাবে। ছবির আকার বদলানো যাবে সহজে। ছবি সম্পাদনার সময় ব্যবহারকারী চাইলে ফাইলটি কম্পিউটারে ইনস্টল থাকা ফটোশপেও খুলতে পারবেন।
সূত্র: অ্যাডোবি ব্লগ, এনগ্যাজেট
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
১৫ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
১৬ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
১৬ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১৯ ঘণ্টা আগে