Ajker Patrika

মাইক্রোসফট বিংয়ের তথ্য অন্য সার্চ ইঞ্জিনকে না দেওয়ার হুমকি

প্রযুক্তি ডেস্ক
মাইক্রোসফট বিংয়ের তথ্য অন্য সার্চ ইঞ্জিনকে না দেওয়ার হুমকি

নিজস্ব সার্চ ইঞ্জিন বিং-এর সার্চের তথ্য অন্য সার্চ ইঞ্জিনকে ব্যবহার করতে না দেওয়ার হুমকি দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। যদিও এসব তথ্য ব্যবহারের জন্য মাইক্রোসফটের সঙ্গে বেশ কিছু সার্চ ইঞ্জিনের চুক্তি রয়েছে। তবে সার্চ ইঞ্জিনগুলো অনুমতি ছাড়া বিং-এর চ্যাটবটের তথ্য ব্যবহার করছে— অভিযোগ এনে এই হুমকি দিয়েছে মাইক্রোসফট। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ ফেব্রুয়ারি ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিং-এ যুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণে উন্নত সার্চ ফলাফলের পাশাপাশি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহারের সুবিধা রয়েছে। চ্যাটবটে প্রশ্ন লিখলে সেগুলোর উত্তর দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি। চ্যাটবটটি নির্দিষ্ট বিষয়ে নিবন্ধ বা ই–মেইল লিখে দেওয়ার পাশাপাশি ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করে দেয়। ব্যবহারকারী চাইলে বিভিন্ন তথ্য এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদও করে দেয় চ্যাটবটটি। 

মাইক্রোসফট জানিয়েছে, বিং সার্চ ইঞ্জিনের তথ্য ডাকডাকগো, ইউডটকম ও নিভা নামের সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকে। সম্প্রতি চুক্তির বাইরে গিয়ে সার্চ ইঞ্জিনগুলো বিং সার্চ ইঞ্জিনের চ্যাটবটের তথ্য ব্যবহার করেছে। এ কারণে সার্চ ইঞ্জিনগুলোর সঙ্গে চুক্তি বাতিল করতে পারে মাইক্রোসফট। মাইক্রোসফট যদি তাদের সার্চ সূচি ও ফলাফল অন্যদের ব্যবহার করতে না দিলে ছোট সার্চ ইঞ্জিনগুলো বেশ সমস্যায় পড়বে। কারণ, মাইক্রোসফট ও গুগলই শুধু এ প্রযুক্তি ব্যবহার করে।

এদিকে মাইক্রোসফটের নিজস্ব ব্রাউজার বিংয়ের চ্যাটবটে যুক্ত হয়েছে নতুন সুবিধা। চ্যাটবটে প্রয়োজনীয় নির্দেশনা দিলে এটি ব্যবহারকারীকে সে অনুযায়ী ছবি বানিয়ে দেবে। এ ক্ষেত্রে ওপেনএআইয়ের ‘ডাল-ই’ প্রযুক্তি ব্যবহার করবে চ্যাটবটটি। বিংয়ের চ্যাটবটটি মূলত চ্যাটজিপিটির জিপিটি ৩ দশমিক ৫ প্রযুক্তি দিয়ে তৈরি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট বলেছে, ‘আমরা ওপেনএআইয়ের সুরক্ষাগুলো এতে অন্তর্ভুক্ত করেছি এবং ছবি তৈরির ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা যোগ করেছি। উদাহরণস্বরূপ, কোনো ধরনের ক্ষতিকারক বা অনিরাপদ ছবি তৈরি করা যাবে না এই চ্যাটবটের মাধ্যমে। যখন সম্ভাব্য ক্ষতিকারক ছবি তৈরির নির্দেশনা দেওয়া হবে এতে, তখন আমাদের সিস্টেমটি প্রম্পটটিকে ব্লক করার পাশাপাশি ব্যবহারকারীকেও সতর্ক করবে।’

মাইক্রোসফট আরও বলে, ‘আমরা বিশ্বাস করি যে এই প্রযুক্তিগুলো বাজারে আনার সর্বোত্তম উপায় হলো সেগুলোকে সাবধানে এমন জায়গায় পরীক্ষা করা, যেখানে সবাই তাদের প্রতিক্রিয়া জানাতে পারবে।’

চ্যাটজিপিটির প্রযুক্তি বিংয়ের নতুন সংস্করণে যুক্ত হওয়ার পর সার্চ ইঞ্জিনটির দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। এ তথ্য জানান মাইক্রোসফটের ‘মডার্ন লাইফ, সার্চ অ্যান্ড ডিভাইসেস’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউসুফ মেহদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত