ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় গুগল তাদের ইউটিউব চ্যানেলের সংশ্লিষ্ট ই-মেইল ঠিকানা সাধারণত গোপন রাখে গুগল। তবে এক নিরাপত্তা গবেষক ব্রুটেক্যাট জানিয়েছেন, গুগলের সিস্টেমে দুটি আলাদা ত্রুটি একত্রিত করে খুব সহজেই ইউটিউব আইডি থেকে জি-মেইল ঠিকানা বের করা সম্ভব। আর এই তথ্য গুগলকে জানিয়ে পুরস্কার হিসেবে পেলেন ১০ হাজার ৬৩৩ ডলার বা ১৩ লাখ টাকা।
ব্রুটেক্যাট যখন গুগলের পিপল এপিআই পরীক্ষা করছিলেন, তখন তিনি খেয়াল করেন যে ইউটিউবের ব্লক ফাংশনটি গুগলের ‘গাইয়া’ আইডি ব্যবহার করে। গুগল জানিয়েছে, ইউটিউবে কাউকে ব্লক করলে তাদের গাইয়া আইডি ব্লক হয়ে যায় এবং তা গুগলের অন্যান্য সেবায় কার্যকর হয়।
উল্লেখ্য, গাইয়া হলো গুগলের আইডি ম্যানেজমেন্ট সিস্টেম, যা গুগলের বিভিন্ন সেবা ও পণ্যগুলোতে ব্যবহারকারীর তথ্য এবং সেশন ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয়। এটি মূলত গুগলের সমস্ত পণ্য এবং সেবার জন্য একটি কেন্দ্রীভূত ব্যবহারকারী পরিচয় সিস্টেম হিসেবে কাজ করে।
গাইয়া সিস্টেমের মাধ্যমে গুগল ব্যবহারকারীদের একটি একক আইডি দেয়, যা তাদের সকল গুগল অ্যাকাউন্ট ও সেবা (যেমন—গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল ম্যাপস ইত্যাদি) সংযুক্ত করে। এর ফলে, ব্যবহারকারীরা যখন একটি গুগল সেবা ব্যবহার করেন, তখন তাদের একই গাইয়া আইডি দ্বারা সমস্ত তথ্য এবং সেটিংস সিংক হয়ে থাকে।
পিক্সেল রেকর্ডার অ্যাপের ওয়েব সংস্করণের মাধ্যমে একটি ইমেইল ঠিকানা বের করার পদ্ধতি আবিষ্কার করেন ব্রুটেক্যাট। তিনি ওই অ্যাপ থেকে গাইয়া আইডির কাছে একটি রেকর্ডিং শেয়ার করেন। সাধারণত, যখন এমন কিছু শেয়ার করা হয়, তখন গাইয়া আইডির মালিককে একটি নোটিফিকেশন পাঠানো হয়। তবে, ব্রুটেক্যাট সেই নোটিফিকেশনটি ফাঁকি দিতে একটি পাইথন স্ক্রিপ্ট ব্যবহার করেছিলেন, যা রেকর্ডিংয়ের ফাইলের নামকে ২৫ লাখ অক্ষরের মতো দীর্ঘ করে দেয়। এর ফলে, নোটিফিকেশনটি পাঠানো সম্ভব হয়নি এবং টার্গেটের ইমেইল ঠিকানা ফাঁস হয়ে যায়।
এই ত্রুটি সম্পর্কিত তথ্য গুগলের বাগ বাউন্টি প্রোগ্রামে জমা দেন ব্রুটেক্যাট এবং প্রথমে তাকে জানানো হয় যে ত্রুটিটি খুঁজে দেওয়ার জন্য তাকে ৩ হাজার ১৩৩ ডলার দেওয়া হবে। তবে কিছু চিন্তাভাবনার পর গুগল বুঝতে পারে যে, এই ত্রুটিটির অপব্যবহার হওয়ার ঝুঁকি অনেক বেশি এবং তাই তারা অতিরিক্ত ৭ হাজার ৫০০ পুরস্কার দেয়। অর্থাৎ, মোট ১০ হাজার ৬৩৩ ডলার জিতে নেন ব্রুটেক্যাট।
গুগল এই সমস্যাটি শনাক্ত করার পর দ্রুত পদক্ষেপ নেয় এবং ত্রুটিগুলো সারিয়ে ফেলে।
ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় গুগল তাদের ইউটিউব চ্যানেলের সংশ্লিষ্ট ই-মেইল ঠিকানা সাধারণত গোপন রাখে গুগল। তবে এক নিরাপত্তা গবেষক ব্রুটেক্যাট জানিয়েছেন, গুগলের সিস্টেমে দুটি আলাদা ত্রুটি একত্রিত করে খুব সহজেই ইউটিউব আইডি থেকে জি-মেইল ঠিকানা বের করা সম্ভব। আর এই তথ্য গুগলকে জানিয়ে পুরস্কার হিসেবে পেলেন ১০ হাজার ৬৩৩ ডলার বা ১৩ লাখ টাকা।
ব্রুটেক্যাট যখন গুগলের পিপল এপিআই পরীক্ষা করছিলেন, তখন তিনি খেয়াল করেন যে ইউটিউবের ব্লক ফাংশনটি গুগলের ‘গাইয়া’ আইডি ব্যবহার করে। গুগল জানিয়েছে, ইউটিউবে কাউকে ব্লক করলে তাদের গাইয়া আইডি ব্লক হয়ে যায় এবং তা গুগলের অন্যান্য সেবায় কার্যকর হয়।
উল্লেখ্য, গাইয়া হলো গুগলের আইডি ম্যানেজমেন্ট সিস্টেম, যা গুগলের বিভিন্ন সেবা ও পণ্যগুলোতে ব্যবহারকারীর তথ্য এবং সেশন ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয়। এটি মূলত গুগলের সমস্ত পণ্য এবং সেবার জন্য একটি কেন্দ্রীভূত ব্যবহারকারী পরিচয় সিস্টেম হিসেবে কাজ করে।
গাইয়া সিস্টেমের মাধ্যমে গুগল ব্যবহারকারীদের একটি একক আইডি দেয়, যা তাদের সকল গুগল অ্যাকাউন্ট ও সেবা (যেমন—গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল ম্যাপস ইত্যাদি) সংযুক্ত করে। এর ফলে, ব্যবহারকারীরা যখন একটি গুগল সেবা ব্যবহার করেন, তখন তাদের একই গাইয়া আইডি দ্বারা সমস্ত তথ্য এবং সেটিংস সিংক হয়ে থাকে।
পিক্সেল রেকর্ডার অ্যাপের ওয়েব সংস্করণের মাধ্যমে একটি ইমেইল ঠিকানা বের করার পদ্ধতি আবিষ্কার করেন ব্রুটেক্যাট। তিনি ওই অ্যাপ থেকে গাইয়া আইডির কাছে একটি রেকর্ডিং শেয়ার করেন। সাধারণত, যখন এমন কিছু শেয়ার করা হয়, তখন গাইয়া আইডির মালিককে একটি নোটিফিকেশন পাঠানো হয়। তবে, ব্রুটেক্যাট সেই নোটিফিকেশনটি ফাঁকি দিতে একটি পাইথন স্ক্রিপ্ট ব্যবহার করেছিলেন, যা রেকর্ডিংয়ের ফাইলের নামকে ২৫ লাখ অক্ষরের মতো দীর্ঘ করে দেয়। এর ফলে, নোটিফিকেশনটি পাঠানো সম্ভব হয়নি এবং টার্গেটের ইমেইল ঠিকানা ফাঁস হয়ে যায়।
এই ত্রুটি সম্পর্কিত তথ্য গুগলের বাগ বাউন্টি প্রোগ্রামে জমা দেন ব্রুটেক্যাট এবং প্রথমে তাকে জানানো হয় যে ত্রুটিটি খুঁজে দেওয়ার জন্য তাকে ৩ হাজার ১৩৩ ডলার দেওয়া হবে। তবে কিছু চিন্তাভাবনার পর গুগল বুঝতে পারে যে, এই ত্রুটিটির অপব্যবহার হওয়ার ঝুঁকি অনেক বেশি এবং তাই তারা অতিরিক্ত ৭ হাজার ৫০০ পুরস্কার দেয়। অর্থাৎ, মোট ১০ হাজার ৬৩৩ ডলার জিতে নেন ব্রুটেক্যাট।
গুগল এই সমস্যাটি শনাক্ত করার পর দ্রুত পদক্ষেপ নেয় এবং ত্রুটিগুলো সারিয়ে ফেলে।
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৭ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে