Ajker Patrika

জিমেইল ও ওয়ার্কস্পেসে নতুন সুবিধা আনলো গুগল 

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

ওয়ার্কস্পেসের অ্যাপগুলিতে নতুন আপডেট এনেছে গুগল। জিমেইলের পাশাপাশি গুগল ডক, শিট এবং স্লাইডে নিয়ে আসা হয়েছে এই আপডেট। নতুন আপডেটে ব্যবহারকারীরা জিমেইলের সার্চ অপশনে পাবেন আলাদা সুবিধা।

এখন থেকে ব্যবহারকারীরা গুগলের ভিডিও-যোগাযোগ সেবা গুগল মিটের চ্যাটে শেয়ার করতে পারবেন ফাইল। এ ছাড়া ‘গুগল শিট’ ব্যবহারকারীরা আগের চেয়ে সহজে ডেটা দেখার সুবিধা পাবেন। টেক জায়ান্ট গুগল জানিয়েছে, নতুন আপডেটগুলো সব ব্যবহারকারী এরই মধ্যে পেয়ে গিয়েছেন। 

গত জুলাইয়ে জিমেইলে আরও উন্নত সার্চ এবং সাজেশনের সুবিধা আনার ঘোষণা দিয়েছিল গুগল। এরই সূত্র ধরে সাম্প্রতিক আপডেটে আরও উন্নত সার্চের সুবিধা পাচ্ছেন জিমেইল ব্যবহারকারীরা। জিমেইল অ্যাপে সাম্প্রতিক সার্চের ওপর ভিত্তি করেই নতুন ফলাফল আসবে। ফলে জিমেইল সার্চের ফলাফল হবে আরও প্রাসঙ্গিক।

এ ছাড়া গুগল শিটে এখন থেকে পিভট টেবিলটির আকার ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা। এতে করে কোনো পিভট টেবিলের কলামের নাম যদি অনেক বড় হয় এবং ব্যবহারকারী পুরো লেখাটি পড়তে চান—তিনি তা পিভট টেবিল এডিটর দিয়ে দেখতে ও সংশোধন করতে পারবেন। 

গুগল মিটের মাধ্যমে ডকস, শিটস অথবা স্লাইডে কোনো কিছু প্রদর্শন করার সময় ব্যবহারকারী চাইলে মিটিংয়ের অংশগ্রহণকারীদের সঙ্গে ফাইলটি চ্যাট অপশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন। মিটিংয়ে নির্দিষ্ট অংশগ্রহণকারী অথবা সবার সঙ্গেই ফাইলটি ব্যবহার করার সুযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত