প্রযুক্তি ডেস্ক
ওয়ার্কস্পেসের অ্যাপগুলিতে নতুন আপডেট এনেছে গুগল। জিমেইলের পাশাপাশি গুগল ডক, শিট এবং স্লাইডে নিয়ে আসা হয়েছে এই আপডেট। নতুন আপডেটে ব্যবহারকারীরা জিমেইলের সার্চ অপশনে পাবেন আলাদা সুবিধা।
এখন থেকে ব্যবহারকারীরা গুগলের ভিডিও-যোগাযোগ সেবা গুগল মিটের চ্যাটে শেয়ার করতে পারবেন ফাইল। এ ছাড়া ‘গুগল শিট’ ব্যবহারকারীরা আগের চেয়ে সহজে ডেটা দেখার সুবিধা পাবেন। টেক জায়ান্ট গুগল জানিয়েছে, নতুন আপডেটগুলো সব ব্যবহারকারী এরই মধ্যে পেয়ে গিয়েছেন।
গত জুলাইয়ে জিমেইলে আরও উন্নত সার্চ এবং সাজেশনের সুবিধা আনার ঘোষণা দিয়েছিল গুগল। এরই সূত্র ধরে সাম্প্রতিক আপডেটে আরও উন্নত সার্চের সুবিধা পাচ্ছেন জিমেইল ব্যবহারকারীরা। জিমেইল অ্যাপে সাম্প্রতিক সার্চের ওপর ভিত্তি করেই নতুন ফলাফল আসবে। ফলে জিমেইল সার্চের ফলাফল হবে আরও প্রাসঙ্গিক।
এ ছাড়া গুগল শিটে এখন থেকে পিভট টেবিলটির আকার ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা। এতে করে কোনো পিভট টেবিলের কলামের নাম যদি অনেক বড় হয় এবং ব্যবহারকারী পুরো লেখাটি পড়তে চান—তিনি তা পিভট টেবিল এডিটর দিয়ে দেখতে ও সংশোধন করতে পারবেন।
গুগল মিটের মাধ্যমে ডকস, শিটস অথবা স্লাইডে কোনো কিছু প্রদর্শন করার সময় ব্যবহারকারী চাইলে মিটিংয়ের অংশগ্রহণকারীদের সঙ্গে ফাইলটি চ্যাট অপশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন। মিটিংয়ে নির্দিষ্ট অংশগ্রহণকারী অথবা সবার সঙ্গেই ফাইলটি ব্যবহার করার সুযোগ রয়েছে।
ওয়ার্কস্পেসের অ্যাপগুলিতে নতুন আপডেট এনেছে গুগল। জিমেইলের পাশাপাশি গুগল ডক, শিট এবং স্লাইডে নিয়ে আসা হয়েছে এই আপডেট। নতুন আপডেটে ব্যবহারকারীরা জিমেইলের সার্চ অপশনে পাবেন আলাদা সুবিধা।
এখন থেকে ব্যবহারকারীরা গুগলের ভিডিও-যোগাযোগ সেবা গুগল মিটের চ্যাটে শেয়ার করতে পারবেন ফাইল। এ ছাড়া ‘গুগল শিট’ ব্যবহারকারীরা আগের চেয়ে সহজে ডেটা দেখার সুবিধা পাবেন। টেক জায়ান্ট গুগল জানিয়েছে, নতুন আপডেটগুলো সব ব্যবহারকারী এরই মধ্যে পেয়ে গিয়েছেন।
গত জুলাইয়ে জিমেইলে আরও উন্নত সার্চ এবং সাজেশনের সুবিধা আনার ঘোষণা দিয়েছিল গুগল। এরই সূত্র ধরে সাম্প্রতিক আপডেটে আরও উন্নত সার্চের সুবিধা পাচ্ছেন জিমেইল ব্যবহারকারীরা। জিমেইল অ্যাপে সাম্প্রতিক সার্চের ওপর ভিত্তি করেই নতুন ফলাফল আসবে। ফলে জিমেইল সার্চের ফলাফল হবে আরও প্রাসঙ্গিক।
এ ছাড়া গুগল শিটে এখন থেকে পিভট টেবিলটির আকার ইচ্ছেমতো পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা। এতে করে কোনো পিভট টেবিলের কলামের নাম যদি অনেক বড় হয় এবং ব্যবহারকারী পুরো লেখাটি পড়তে চান—তিনি তা পিভট টেবিল এডিটর দিয়ে দেখতে ও সংশোধন করতে পারবেন।
গুগল মিটের মাধ্যমে ডকস, শিটস অথবা স্লাইডে কোনো কিছু প্রদর্শন করার সময় ব্যবহারকারী চাইলে মিটিংয়ের অংশগ্রহণকারীদের সঙ্গে ফাইলটি চ্যাট অপশনের মাধ্যমে শেয়ার করতে পারবেন। মিটিংয়ে নির্দিষ্ট অংশগ্রহণকারী অথবা সবার সঙ্গেই ফাইলটি ব্যবহার করার সুযোগ রয়েছে।
যখন ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি পুরো বিশ্বের নজর কাড়ছে, তখন একটি পুরোনো জাপানি ধারণা আবার আলোচনায় উঠে এসেছে। আর সেটি হলো ‘কাইজেন’। এর অর্থ অবিচ্ছিন্ন উন্নতি। আজকাল কাইজেনের ধারণাটি শুধু জাপান নয়, চীনের জন্যও শক্তিশালী এক কৌশল হিসেবে আত্মপ্রকাশ করেছে। পশ্চিমা বিশ্বের জন্য এটি উদ্বেগ
১৪ ঘণ্টা আগেআগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি
১৯ ঘণ্টা আগেচীনের ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন অ্যাপলের সিইও টিম কুক। তাঁর মতে, মডেলটি ‘দক্ষতা বৃদ্ধির উদ্ভাবন’ হিসেবে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করার সময় কুক এই মন্তব্য করে।
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য আলোচনা করছে জাপানের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সফটব্যাংক। নতুন বিনিয়োগের ফলে ওপেনএআই–এর মোট বাজারমূল্য ৩০০ বিলয়ন ডলার হবে। এই আলোচনা সফল হলে, এটি একক ফান্ডিং রাউন্ডে সর্বোচ্চ পরিমাণ অর্থ
২১ ঘণ্টা আগে