অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ম্যাপসে ৩টি নতুন ফিচার নিয়ে এল গুগল। বিভিন্ন জায়গা সম্পর্ক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে এসব ফিচার।
প্রথম ফিচারটি নিদির্ষ্ট লোকশনে ঘোরার জায়গা গুলোর পর্যটকদের পছন্দক্রমে একটি তালিকা তৈরি করে দেবে। আর দ্বিতীয় ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তালিকাটি নিজের মতো করে সাজাতে পারবে। সর্বশেষ ফিচারটিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা নিদির্ষ্ট লোকশন সম্পর্কে সারাংশ তৈরি করে দেবে। ফলে খুব দ্রুত সেই স্থানটি পরিদর্শন করা যাবে।
ভ্রমনের সহায়ক তালিকা তৈরি
গুগল ম্যাপসে কোনো জায়গা সার্চ করার পর লোকেশন কার্ডে ওপর সোয়াইপ অ্যাপ করলে প্ল্যাটফর্মটি এখন তিন ধরনের তালিকা দেখাবে। তালিকাগুলো হল—টপ লিস্ট, ট্রেন্ড্রিং লিস্ট ও জেম লিস্ট। টপ লিস্টের মাধ্যমে গুগলের ব্যবহারকারীরা নির্দিষ্ট লোকেশনের কোন কোন জায়গাগুলো বেশি পছন্দ করেছে সে অনুযায়ী একটি তালিকা দেখাবে। ট্রেন্ডিং লিস্টের মাধ্যমে সাম্প্রতিক সময় কোন জায়গাগুলো জনপ্রিয়তা পেয়েছে তা জানানো হবে। আর জেম লিস্টের মাধ্যমে খুব বেশি জনপ্রিয় নয় তবে স্থানীয়রা যেতে পছন্দ করে এমন জায়গার তালিকা দেখাবে।
এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মের তৈরি ভ্রমনের জন্য বিশেষ তালিকায় দেখাবে। এসব প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে, লোনলি প্ল্যানেট, দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওপেনটেবিল। এছাড়া গুগল ম্যাপস কমিউনিটিরও বিশেষ তালিকা দেখানো হবে। এসব তালিকার মাধ্যমে কোনো জায়গা সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে। ফলে কোন রেস্তোরাতে খেতে যাবে বা কোনো জায়গা দেখতে যেতে চায় তার সিদ্ধান্ত সহজে নিতে পারবে ব্যবহারকারীরা। গুগল বলছে, যুক্তরাষ্ট্রের ৪০টি শহরে ও কানাডার শহরগুলোর চলতি সপ্তাহ থেকে এই লিস্টগুলো দেখা যাবে।
তালিকা সাজানোর সুবিধা
গুগল ম্যাপে বিভিন্ন জায়গা নিয়ে তালিকা তৈরি করা যায়। তবে তালিকায় নতুন কোনো জায়গার নাম যুক্ত করলে তা সবসময় শেষের দিকে যুক্ত হতো। কিন্তু এখন তালিকাগুলো পছন্দমতো সাজানোর সুযোগ দেবে গুগল।
কোম্পানিটি বলছে, যদি আপনি একটি ভ্রমণের পরিকল্পনা করছেন ও বিভিন্ন জায়গার তালিকা তৈরি করছেন তবে সেগুলো আপনি কালানুক্রমিকভাবে সাজাতে পারেন। অর্থ্যাৎ কোনো জায়গা ভ্রমন শেষ হলে সেটি তালিকার নিচে সাজিয়ে রাখা যাবে।
লোকেশনের বিভিন্ন তথ্যের সারাংশ তৈরি
গুগল ম্যাপ কোনো স্থান সম্পর্কে অনেক তথ্য জানাতে পারে। যেমন কোনো স্থানের বিভিন্ন রিভিউ ও ছবি। তবে এতগুলো রিভিউ ও ছবি দেখতে অনেক সময় প্রয়োজন। বিশেষ করে তাড়াহুড়োর সময়ে এটি একটি বিরক্তির বিষয় হয়ে দাঁড়ায়। তাই কোনো জায়গা সম্পর্কে জানার প্রক্রিয়াকে আরও সহজ করতে গুগল ম্যাপসে এআইভিত্তিক ফিচার নিয়ে এসেছে।
ম্যাপসে কোনো জায়গায় ওপর আঙুল দিয়ে সোয়াইপ আপ করলে সেই স্থান সম্পর্কে একটি সারাংশ তৈরি করে দেবে এআই। এছাড়া কোনো খাবারের ছবি দেখলে সেই খাবারের নামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেবে গুগল। খাবারের দাম, জনপ্রিয়তা সম্পর্কেও তথ্য জানিয়ে দেবে এই প্ল্যাটফর্ম।
অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ম্যাপসে ৩টি নতুন ফিচার নিয়ে এল গুগল। বিভিন্ন জায়গা সম্পর্ক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে ভ্রমণের পরিকল্পনা তৈরিতে সাহায্য করবে এসব ফিচার।
প্রথম ফিচারটি নিদির্ষ্ট লোকশনে ঘোরার জায়গা গুলোর পর্যটকদের পছন্দক্রমে একটি তালিকা তৈরি করে দেবে। আর দ্বিতীয় ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তালিকাটি নিজের মতো করে সাজাতে পারবে। সর্বশেষ ফিচারটিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা নিদির্ষ্ট লোকশন সম্পর্কে সারাংশ তৈরি করে দেবে। ফলে খুব দ্রুত সেই স্থানটি পরিদর্শন করা যাবে।
ভ্রমনের সহায়ক তালিকা তৈরি
গুগল ম্যাপসে কোনো জায়গা সার্চ করার পর লোকেশন কার্ডে ওপর সোয়াইপ অ্যাপ করলে প্ল্যাটফর্মটি এখন তিন ধরনের তালিকা দেখাবে। তালিকাগুলো হল—টপ লিস্ট, ট্রেন্ড্রিং লিস্ট ও জেম লিস্ট। টপ লিস্টের মাধ্যমে গুগলের ব্যবহারকারীরা নির্দিষ্ট লোকেশনের কোন কোন জায়গাগুলো বেশি পছন্দ করেছে সে অনুযায়ী একটি তালিকা দেখাবে। ট্রেন্ডিং লিস্টের মাধ্যমে সাম্প্রতিক সময় কোন জায়গাগুলো জনপ্রিয়তা পেয়েছে তা জানানো হবে। আর জেম লিস্টের মাধ্যমে খুব বেশি জনপ্রিয় নয় তবে স্থানীয়রা যেতে পছন্দ করে এমন জায়গার তালিকা দেখাবে।
এছাড়া বিভিন্ন প্ল্যাটফর্মের তৈরি ভ্রমনের জন্য বিশেষ তালিকায় দেখাবে। এসব প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে, লোনলি প্ল্যানেট, দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওপেনটেবিল। এছাড়া গুগল ম্যাপস কমিউনিটিরও বিশেষ তালিকা দেখানো হবে। এসব তালিকার মাধ্যমে কোনো জায়গা সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে। ফলে কোন রেস্তোরাতে খেতে যাবে বা কোনো জায়গা দেখতে যেতে চায় তার সিদ্ধান্ত সহজে নিতে পারবে ব্যবহারকারীরা। গুগল বলছে, যুক্তরাষ্ট্রের ৪০টি শহরে ও কানাডার শহরগুলোর চলতি সপ্তাহ থেকে এই লিস্টগুলো দেখা যাবে।
তালিকা সাজানোর সুবিধা
গুগল ম্যাপে বিভিন্ন জায়গা নিয়ে তালিকা তৈরি করা যায়। তবে তালিকায় নতুন কোনো জায়গার নাম যুক্ত করলে তা সবসময় শেষের দিকে যুক্ত হতো। কিন্তু এখন তালিকাগুলো পছন্দমতো সাজানোর সুযোগ দেবে গুগল।
কোম্পানিটি বলছে, যদি আপনি একটি ভ্রমণের পরিকল্পনা করছেন ও বিভিন্ন জায়গার তালিকা তৈরি করছেন তবে সেগুলো আপনি কালানুক্রমিকভাবে সাজাতে পারেন। অর্থ্যাৎ কোনো জায়গা ভ্রমন শেষ হলে সেটি তালিকার নিচে সাজিয়ে রাখা যাবে।
লোকেশনের বিভিন্ন তথ্যের সারাংশ তৈরি
গুগল ম্যাপ কোনো স্থান সম্পর্কে অনেক তথ্য জানাতে পারে। যেমন কোনো স্থানের বিভিন্ন রিভিউ ও ছবি। তবে এতগুলো রিভিউ ও ছবি দেখতে অনেক সময় প্রয়োজন। বিশেষ করে তাড়াহুড়োর সময়ে এটি একটি বিরক্তির বিষয় হয়ে দাঁড়ায়। তাই কোনো জায়গা সম্পর্কে জানার প্রক্রিয়াকে আরও সহজ করতে গুগল ম্যাপসে এআইভিত্তিক ফিচার নিয়ে এসেছে।
ম্যাপসে কোনো জায়গায় ওপর আঙুল দিয়ে সোয়াইপ আপ করলে সেই স্থান সম্পর্কে একটি সারাংশ তৈরি করে দেবে এআই। এছাড়া কোনো খাবারের ছবি দেখলে সেই খাবারের নামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেবে গুগল। খাবারের দাম, জনপ্রিয়তা সম্পর্কেও তথ্য জানিয়ে দেবে এই প্ল্যাটফর্ম।
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে