Ajker Patrika

আবার আকাশে উড়ল গাড়ি

আবার আকাশে উড়ল গাড়ি

পাখির মতো আকাশে উড়ে বেড়ানোর ইচ্ছে থেকে মানুষ বানিয়েছে উড়োজাহাজ। কিন্তু ইচ্ছের কি আর শেষ আছে? রাস্তার জ্যামে আটকে থাকলে মনে হয় যদি উড়ে গন্তব্যে যাওয়া যেত! সেই চিন্তা থেকেই দীর্ঘদিন ধরেই চলছে ‘ফ্লাইং কার’ বা উড়ুক্কু গাড়ি বানানোর চেষ্টা। গাড়ি বানানোর পর সেটির পরীক্ষামূলক যাত্রাও হয়েছে অনেকবার। তবে দীর্ঘ সময় আকাশে উড়তে পারেনি কোনো উড়ুক্কু গাড়ি। সম্প্রতি সেই আক্ষেপও মিটেছে। স্লোভাকিয়ার আকাশে ৩৫ মিনিট ধরে উড়েছে উড়ুক্কু গাড়ি ‘এয়ারকার’।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রাস্তা থেকে আকাশে উড়াল দিতে এয়ারকারটির সময় লেগেছে মাত্র ২ মিনিট ১৫ সেকেন্ড। পরীক্ষামূলকভাবে এটি নিত্রা থেকে ব্রাতিস্লাভা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামে।

এয়ারকারের নির্মাতা স্টেফান ক্লেইন জানিয়েছেন, গাড়িটি ৮ হাজার ২০০ ফুট উচ্চতায় প্রায় ১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এ পর্যন্ত এয়ারকার মোট ৪০ ঘণ্টা উড়েছে। এর ইঞ্জিন বিএমডব্লিউর, সাধারণত পেট্রল পাম্পের জ্বালানি দিয়েই চলে। উড়ন্ত অবস্থায় এয়ারকারের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৭০ কিলোমিটার। তবে একটি আক্ষেপ থেকেই যাচ্ছে। উড্ডয়ন ও অবতরণের জন্য রানওয়ের দরকার পড়ে এতে।

২০৩০ সালে উন্নত দেশের শহরগুলোর রাস্তায় উড়ুক্কু গাড়ি একটি সাধারণ ঘটনা হয়ে যাবে। সম্প্রতি এমন মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার হুন্দাই কোম্পানির ইউরোপীয় কার্যক্রমের প্রধান নির্বাহী মাইকেল কোলে। এতে করে রাস্তায় ভোগান্তি কমে যাবে এবং কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রাও অর্জন সহজ হবে। তাদের কোম্পানি সেই পথেই হাঁটছে বলে জানান কোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত