প্রযুক্তি ডেস্ক
জিবলি আর্টের উন্মাদনায় কাঁপছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায়, প্রায় অধিকাংশ নেটাগরিক তাঁদের প্রিয় মুহূর্তের ধারণ করা ছবিগুলোকে স্টুডিও জিবলি আর্টের ধরনে অ্যানিমেশন করছেন। কেউ প্রোফাইল পিকচারে দিচ্ছেন, কেউ বা অনেক পুরোনো স্মৃতিও ফিরিয়ে আনছেন জিবলি আর্টে রূপান্তর করার মাধ্যমে।
জাপানের বিখ্যাত পরিচালক হায়াও মিয়াজাকির অ্যানিমেশন স্টুডিও জিবলির অ্যানিমেশনের ধরনের ছবি তৈরি করছেন সবাই। মিয়াজাকি তাঁর নির্মিত ‘মাই নেইবার তোতোরো’, ‘স্পিরিটেড অ্যাওয়ে’, ‘প্রিন্সেস মনোনোকে’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রের জন্য বেশ জনপ্রিয়। চ্যাটজিপিটিসহ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মিয়াজাকির এই অ্যানিমেশন আর্টের মতো ছবি বানানোর ধুম চলছে। আর ব্যবহার করে এই আর্ট তৈরি এত বেড়ে গিয়েছে যে চ্যাটজিপিটির সার্ভার আর ধকল নিতে পারছে না।
এআই ব্যবহার করতে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির ইমেজ জেনারেশন টুল ব্যবহারের পরিমাণ বেড়ে গেছে কয়েক গুণ। গত সপ্তাহে জিবলি আর্ট বানাতে রেকর্ড পরিমাণ নেটাগরিক চ্যাটজিপিটিতে লগইন করছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে, জিবলি আর্ট তৈরি করতে চ্যাটজিপিটির ইমেজ জেনারেশন টুল ব্যবহার এতই বেড়ে গিয়েছে যে চ্যাট বটটির সার্ভারে চাপ পড়ে। যার ফলে সাময়িকভাবে এই ফিচারের ব্যবহার সীমিত করতে বাধ্য হয় ওপেনএআই।
মার্কেট রিসার্চ ফার্ম সিমিলারওয়েব জানিয়েছে, এই বছর প্রথমবারের মতো চ্যাটজিপিটির সাপ্তাহিক গড় সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে।
গত সোমবার ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এক্স হ্যান্ডলে একটি পোস্টে বলেন, ‘১ ঘণ্টায় আমাদের নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছে ১০ লাখেরও বেশি। অথচ দুই বছর আগে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর পাঁচ দিনে ১০ লাখ ব্যবহারকারী হয়েছিল।’
ডিজিটাল ইন্টেলিজেন্স ও অ্যাপ ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার-এর তথ্য অনুসারে, ওপেনএআইয়ের জিপিটি-ফোরও মডেলের আপডেট প্রকাশের পর এর উন্নত ইমেজ জেনারেশন সুবিধার কারণে সক্রিয় ব্যবহারকারী, ইন-অ্যাপ সাবস্ক্রিপশন থেকে আয় ও অ্যাপ ডাউনলোডের সংখ্যা তুমুল গতিতে বেড়ে গিয়েছে।
আরেকটি বাজার বিশ্লেষক সংস্থার প্রতিবেদনে দেখা যায়, আগের সপ্তাহের চেয়ে বিশ্বে চ্যাটজিপিটির অ্যাপ ডাউনলোড বেড়েছে ১১ শতাংশ আর সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা বেড়েছে ৫ শতাংশ। পাশাপাশি ইন-অ্যাপ কেনাকাটা থেকে আয় ৬ শতাংশ বেড়েছে।
তবে, ইমেজ-জেনারেশন টুলটির ব্যবহার অত্যধিক বেড়ে যাওয়ায় গত সপ্তাহে চ্যাটজিপিটি একাধিকবার কারিগরি সমস্যা ও ছোটখাটো বিভ্রাটের সম্মুখীন হয়েছে। এ প্রসঙ্গে ওপেনএআই-এর সহপ্রতিষ্ঠাতা স্যাম বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছি। তবে ওপেনএআই-এর নতুন আপডেট প্রকাশে কিছুটা দেরি হতে পারে ও কিছু সমস্যা দেখা দিতে পারে। মাঝে মাঝে ধীর গতিতে কাজ করতে পারে কারণ আমরা এটির সক্ষমতা বাড়ানোতে কাজ করে যাচ্ছি।’
এদিকে এআই ব্যবহার করে জিবলি আর্ট তৈরির মাধ্যমে এই আর্টের সম্ভাব্য কপিরাইট লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন উঠেছে। আইন পরামর্শদাতা প্রতিষ্ঠান নিল অ্যান্ড ম্যাকডেভিট-এর অংশীদার ইভান ব্রাউন বলেন, ‘কপিরাইট আইন সাধারণত নির্দিষ্ট শিল্পকর্মকে সুরক্ষা দেয়, তবে শৈলীকরণকে নয়। স্টুডিও জিবলির স্বতন্ত্র শৈলী অনুকরণ করা এআই দিয়ে তৈরি ছবিগুলো আইনি অবস্থা অনিশ্চিত।’
তবে ওপেনএআই এখনো পর্যন্ত তাদের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত ডেটা এবং এর সর্বশেষ ফিচারের আইনি দিক নিয়ে কোনো মন্তব্য করেনি।
এই জিবলি আর্টের ছবি তৈরির উন্মাদনার মাঝেই ২০১৬ সালে এআই দিয়ে তৈরি ছবি নিয়ে স্টুডিও জিবলির সহপ্রতিষ্ঠাতা মিয়াজাকির করা মন্তব্য ছড়িয়ে পড়ে। মিয়াজাকি এআইয়ের তৈরি একটি ছবির ধরন দেখে বলেন, ‘আমি চরমভাবে বিরক্ত। আমি কখনোই এই প্রযুক্তিকে আমার কাজে ব্যবহার করতে চাই না।’
এছাড়াও এই ট্রেন্ডের সমালোচনা করে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুসকাইতে আর্টিস্ট ও ইলাস্ট্রেটর জেইড ‘চিরা’ লিখেছিলেন, ‘এটি আরও একবার শিল্পীদের প্রতি অবজ্ঞা প্রকাশের উদাহরণ।’
জিবলি আর্টের উন্মাদনায় কাঁপছে বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই দেখা যায়, প্রায় অধিকাংশ নেটাগরিক তাঁদের প্রিয় মুহূর্তের ধারণ করা ছবিগুলোকে স্টুডিও জিবলি আর্টের ধরনে অ্যানিমেশন করছেন। কেউ প্রোফাইল পিকচারে দিচ্ছেন, কেউ বা অনেক পুরোনো স্মৃতিও ফিরিয়ে আনছেন জিবলি আর্টে রূপান্তর করার মাধ্যমে।
জাপানের বিখ্যাত পরিচালক হায়াও মিয়াজাকির অ্যানিমেশন স্টুডিও জিবলির অ্যানিমেশনের ধরনের ছবি তৈরি করছেন সবাই। মিয়াজাকি তাঁর নির্মিত ‘মাই নেইবার তোতোরো’, ‘স্পিরিটেড অ্যাওয়ে’, ‘প্রিন্সেস মনোনোকে’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রের জন্য বেশ জনপ্রিয়। চ্যাটজিপিটিসহ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মিয়াজাকির এই অ্যানিমেশন আর্টের মতো ছবি বানানোর ধুম চলছে। আর ব্যবহার করে এই আর্ট তৈরি এত বেড়ে গিয়েছে যে চ্যাটজিপিটির সার্ভার আর ধকল নিতে পারছে না।
এআই ব্যবহার করতে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির ইমেজ জেনারেশন টুল ব্যবহারের পরিমাণ বেড়ে গেছে কয়েক গুণ। গত সপ্তাহে জিবলি আর্ট বানাতে রেকর্ড পরিমাণ নেটাগরিক চ্যাটজিপিটিতে লগইন করছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে, জিবলি আর্ট তৈরি করতে চ্যাটজিপিটির ইমেজ জেনারেশন টুল ব্যবহার এতই বেড়ে গিয়েছে যে চ্যাট বটটির সার্ভারে চাপ পড়ে। যার ফলে সাময়িকভাবে এই ফিচারের ব্যবহার সীমিত করতে বাধ্য হয় ওপেনএআই।
মার্কেট রিসার্চ ফার্ম সিমিলারওয়েব জানিয়েছে, এই বছর প্রথমবারের মতো চ্যাটজিপিটির সাপ্তাহিক গড় সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে।
গত সোমবার ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান এক্স হ্যান্ডলে একটি পোস্টে বলেন, ‘১ ঘণ্টায় আমাদের নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছে ১০ লাখেরও বেশি। অথচ দুই বছর আগে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর পাঁচ দিনে ১০ লাখ ব্যবহারকারী হয়েছিল।’
ডিজিটাল ইন্টেলিজেন্স ও অ্যাপ ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার-এর তথ্য অনুসারে, ওপেনএআইয়ের জিপিটি-ফোরও মডেলের আপডেট প্রকাশের পর এর উন্নত ইমেজ জেনারেশন সুবিধার কারণে সক্রিয় ব্যবহারকারী, ইন-অ্যাপ সাবস্ক্রিপশন থেকে আয় ও অ্যাপ ডাউনলোডের সংখ্যা তুমুল গতিতে বেড়ে গিয়েছে।
আরেকটি বাজার বিশ্লেষক সংস্থার প্রতিবেদনে দেখা যায়, আগের সপ্তাহের চেয়ে বিশ্বে চ্যাটজিপিটির অ্যাপ ডাউনলোড বেড়েছে ১১ শতাংশ আর সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা বেড়েছে ৫ শতাংশ। পাশাপাশি ইন-অ্যাপ কেনাকাটা থেকে আয় ৬ শতাংশ বেড়েছে।
তবে, ইমেজ-জেনারেশন টুলটির ব্যবহার অত্যধিক বেড়ে যাওয়ায় গত সপ্তাহে চ্যাটজিপিটি একাধিকবার কারিগরি সমস্যা ও ছোটখাটো বিভ্রাটের সম্মুখীন হয়েছে। এ প্রসঙ্গে ওপেনএআই-এর সহপ্রতিষ্ঠাতা স্যাম বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছি। তবে ওপেনএআই-এর নতুন আপডেট প্রকাশে কিছুটা দেরি হতে পারে ও কিছু সমস্যা দেখা দিতে পারে। মাঝে মাঝে ধীর গতিতে কাজ করতে পারে কারণ আমরা এটির সক্ষমতা বাড়ানোতে কাজ করে যাচ্ছি।’
এদিকে এআই ব্যবহার করে জিবলি আর্ট তৈরির মাধ্যমে এই আর্টের সম্ভাব্য কপিরাইট লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন উঠেছে। আইন পরামর্শদাতা প্রতিষ্ঠান নিল অ্যান্ড ম্যাকডেভিট-এর অংশীদার ইভান ব্রাউন বলেন, ‘কপিরাইট আইন সাধারণত নির্দিষ্ট শিল্পকর্মকে সুরক্ষা দেয়, তবে শৈলীকরণকে নয়। স্টুডিও জিবলির স্বতন্ত্র শৈলী অনুকরণ করা এআই দিয়ে তৈরি ছবিগুলো আইনি অবস্থা অনিশ্চিত।’
তবে ওপেনএআই এখনো পর্যন্ত তাদের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত ডেটা এবং এর সর্বশেষ ফিচারের আইনি দিক নিয়ে কোনো মন্তব্য করেনি।
এই জিবলি আর্টের ছবি তৈরির উন্মাদনার মাঝেই ২০১৬ সালে এআই দিয়ে তৈরি ছবি নিয়ে স্টুডিও জিবলির সহপ্রতিষ্ঠাতা মিয়াজাকির করা মন্তব্য ছড়িয়ে পড়ে। মিয়াজাকি এআইয়ের তৈরি একটি ছবির ধরন দেখে বলেন, ‘আমি চরমভাবে বিরক্ত। আমি কখনোই এই প্রযুক্তিকে আমার কাজে ব্যবহার করতে চাই না।’
এছাড়াও এই ট্রেন্ডের সমালোচনা করে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ব্লুসকাইতে আর্টিস্ট ও ইলাস্ট্রেটর জেইড ‘চিরা’ লিখেছিলেন, ‘এটি আরও একবার শিল্পীদের প্রতি অবজ্ঞা প্রকাশের উদাহরণ।’
আজকাল ভিডিওর সাউন্ড চালু না করে রিলস দেখতে পছন্দ করেন অনেকে। বিশেষ করে, জনসমাগম অঞ্চলে থাকলে। তবে ফেসবুক রিলসের ক্যাপশন বা সাবটাইটেলের মাধ্যমে ভিডিওর বিষয়বস্তু বুঝে নেন। তাই কনটেন্ট ক্রিয়েটরেরা রিলসে ক্যাপশন যুক্ত করে থাকেন।
২ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দ্রুত সম্প্রসারণের ফলে নতুন সুযোগ সৃষ্টির পাশাপাশি বৈষম্য বাড়িয়ে দেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের ট্রেড ও ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএনসিটিএডি) এক প্রতিবেদনে জানিয়েছে, ২০৩৩ সালের মধ্যে এআইয়ের বাজার ৪ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারে দাঁড়াবে, যা জার্মানির বর্তমান
১৮ ঘণ্টা আগেএআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট কোপাইলটে নতুন ‘অ্যাকশনস’ ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। এই ফিচারের মাধ্যমে কোপাইলট এখন রেস্টুরেন্ট রিজার্ভেশন, ইভেন্ট টিকিট বুকিং, এবং বন্ধুদের জন্য পণ্য কেনা ও শিপিং করার মতো কাজ করতে পারবে।
২০ ঘণ্টা আগেনতুন বাজেট স্মার্টফোন ‘রেডমি ১৩ এক্স’ লঞ্চ করেছে চীনা কোম্পানি শাওমি। প্রথমে ফোনটি ভিয়েতনামের বাজারে বিক্রি হবে। পর্যায়ক্রমে বাংলাদেশসহ বিভিন্ন বাজারে ফোনটি পাওয়া যেতে পারে। এই ফোনে ৮ জিবি র্যাম মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর এবং ৫ হাজার ৩০ এমএইচ ব্যাটারি রয়েছে।
২০ ঘণ্টা আগে